*বিলকান্দা-২ পঞ্চায়েতের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন হল*
![]()
প্রবীর রায় : উত্তর ২৪ পরগনার বিলকান্দা-২ পঞ্চায়েতের অন্তর্গত ডি ব্লকের কবর খোলা মাঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়,ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ সজল দাস,বিলকান্দা-২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইক,পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস,সোমা মালিক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফেলে দেওয়া বর্জ্য থেকে কি ভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা তা করা হবে।এছাড়াও এলাকাকে আবর্জনা মুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিলকান্দা-২ পঞ্চায়েত এহেন উদ্যোগের ভুয়সী প্রশংসা করলেন কৃষ ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
Mar 16 2025, 19:55