বসিরহাটের বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা হতেই পড়লো পোস্টার

নিজস্ব সংবাদদাতা: জেলা সভাপতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বসিরহাটের বাদুড়িয়া ব্লকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ২০২১ এর বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা নব ঘোষিত জেলা সভাপতি সুকল্যান বৈদ্যর নামে । উক্ত পোষ্টারে তাকে " মিথ্যাবাদী ডাকাত বলে এবং অকল্যাণ অভিহিত এবং ক্রমিক সংখ্যা অনুসারে একজন সাধারণ গৃহ শিক্ষক থেকে দুতলা বাড়ির মালিক কিভাবে হয়েছে?বাড়ি কিভাবে পাথর বসিয়েছেন ? বাড়িতে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণের অর্থ কোথা থেকে পাচ্ছেন এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। তিনি কি আদৌও আদি বিজেপি ? যদি হন তাহলে নিজের বুথে ১০০ র কম ভোট কিভাবে পেলেন ?পোস্টারের শেষে লেখা ইতি বসিরহাট বিজেপি কর্ম বিন্দ বলে দাবি করা হয় ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকল্যাণ বৈদ্য বলেন," কর্মীদের থেকে আমি সাংঘাতিক সমর্থন পেয়েছি।আমার মতে একজন মানসিক প্রতিবন্ধী মানুষ ও তার দু-একজন চেলা চামুন্ডা রাতের অন্ধকারে এসব করছে"। তৃণমূলের তরফে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল লিটন," মজা করে এদিন বলেন বাদুড়িয়াতে বিজেপির পার্টি অফিসে পোস্টার পড়েছে এটা নতুন কোন ঘটনা না। একটা করে পদ বার হয় আর ওরা পোস্টের মারতে শুরু করে। আর এটা শুধু বাদুড়িয়ার ঘটনা না এটা গোটা পশ্চিমবঙ্গের ঘটনা। ছাব্বিশে বোধহয় এই ভাবেই বিজেপি ক্ষমতায় আসবে ! আগে ওরা নিজেদের মধ্যে পার্টি অফিস গুলো পোস্টার না মেরে খোলার ব্যবস্থা করুন। বড় বড় বুলি না মেরে।"

*বিলকান্দা-২ পঞ্চায়েতের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন হল*

প্রবীর রায় : উত্তর ২৪ পরগনার বিলকান্দা-২ পঞ্চায়েতের অন্তর্গত ডি ব্লকের কবর খোলা মাঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ দ্বারোৎঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়,ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ সজল দাস,বিলকান্দা-২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইক,পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস,সোমা মালিক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও সদস্যারা। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফেলে দেওয়া বর্জ্য থেকে কি ভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা তা করা হবে।এছাড়াও এলাকাকে আবর্জনা মুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিলকান্দা-২ পঞ্চায়েত এহেন উদ্যোগের ভুয়সী প্রশংসা করলেন কৃষ ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

*দক্ষিণেশ্বরের মা ভবতারিনী মন্দিরে পুজো দিলেন কলকাতা উত্তর শহরতলির বিজেপির নব নির্বাচিত সভাপতি*

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বরে মা ভবতারিনী মন্দিরে পুজো দিলেন কলকাতা উত্তর শহরতলির বিজেপির নব নির্বাচিত সভাপতি চন্ডীচরন রায়। রবিবার দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে বাইক রেলি করে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যান। সেখানে মা ভবতারিনীর কাছে পুজো দেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত উত্তর শহরতলির বিজেপি সভাপতি চন্ডীচরন রায় বলেন," মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলার মানুষকে যে পরিস্থিতিতে রেখেছে এই সরকার, তার থেকে মানুষকে যেন মুক্তি দিতে পারি। দিকে দিকে যে অশান্তির ছবি তা থেকে তৃণমূলের ধ্বংস নিশ্চিত, দাবি করে তিনি কর্মীদের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিলেন"।

*চুরি রুখতে মন্দিরের প্রণামী বাক্সে QR কোড*

ডেস্ক : এই মুহূর্তে ভারত ডিজিটাল ভারতে রূপান্তরিত হতে চলেছে। অর সেই কারণেই ফুচকার দোকান থেকে শুরু করে সর্বত্র QR কোড ব্যবহার করা হচ্ছে। এবার তা মন্দিতের প্রণামী বাক্সে। বহরমপুরের নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ ওই পোস্টার বিলি শুরু করেছে। মন্দিরের প্রণামী বাক্সের পাশে ওই ‘কিউআর কোড’ দিয়ে দেওয়াও হয়েছে। কর্তৃপক্ষের অভিনব উদ্যোগে খুশি হয়ে মোবাইল থেকেই কোড স্ক্যান করে প্রণামীর টাকা পাঠাচ্ছেন এলাকার মানুষ। নওদা থানার পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। ৫ দিন ধরে ওই অনুষ্ঠানে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানের আয়োজকরা চাঁদা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করলেন।

এই বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “তাঁদের বড় মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রয়েছে। সেখানেই এলাকার মানুষ ২-৫ টাকা চাঁদা দিয়ে থাকেন। মাসদুয়েক আগে সেই বাক্স থেকে টাকাপয়সা চুরি হয়ে যায়। আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হবে। সেই টাকা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করা হয়েছে।” তাতে একদিকে যেমন চুরি আটকানো যাবে তেমনি অনেকেই এখন অনলাইনে টাকা লেনদেন করেন। তাঁদের সুবিধা হবে সে কারণেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে।

*১২ বছর পর শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করবে – এর শুভ প্রভাব পড়বে কয়েকটি রাশির জাতকদের উপর*

ডেস্ক :ভারতীয় জ্যোতিষ মতে মানব জীবনে গ্রহ-নক্ষত্রর অবস্থানের প্রভাব ব্যাপক। গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে অনেকের জীবনর গতি পাল্টে যেতে পারে। কিছু রাশির ব্যক্তিদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শুক্রকে আমরা সম্পদ, সমৃদ্ধির কারক বলেই মনে করি। শুক্র গ্রহ মে মাসে মেষ রাশিতে প্রবেশ করবে। ১২ বছর পর শুক্র মঙ্গলের ঘর মেষ রাশিতে প্রবেশ করবে। জানুন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ। এসময় সোনা ব্যবসায় আপনারা যা চাইবেন, তাই করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। তাছাড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আপনার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে একদমই ঝামেলায় জড়াবেন না।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার নবম ঘরে প্রবেশ করবে শুক্র গ্রহ। তাই আপনার ব্যবসায় অনেক লাভ হবে। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। এসময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও লাভ হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। তাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পাইকারি ব্যবসায়ে আয়ের সম্ভাবনাও রয়েছে। কারোর কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন। কোনও কাজে আটকে যাবেন না। আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। নতুন ব্যবসার জন্য এটি একটি ভালো সময়।

*Vision 2028 resumes with U-19, U-15 girls’ camp*

Sports

Khabar kolkata sports Desk: The third phase of Vision 2028 got underway today at the JU 2nd Campus Ground, Salt Lake, with the Bengal Under-19 girls attending the first session of the camp that ends on March 24.

While Bengal’s Manoj Tiwary will be the batting coach, the bowling department will be guided by former India pacer Venkatesh Prasad along with Bengal’s Ashok Dinda and spin bowling will be taken care of by Narendra Hirwani. Former India and Bengal women's cricketer Purnima Chowdhury will also guide the girls.

The third phase of the camp is divided into two sessions every day. The first half will be attended by the U19 girls and the second by the U15 girls.

The opening day’s session began with Prasad, Hirwari and Tiwary delivering inspirational and motivation words to the young girls. The trio told the girls to use the camp as a learning experience.

After a brief introduced by the girls, the batters took their stance at the crease and the bowlers prepared for their run-up, by practicing their bowling action. The coaches looked at the proceedings and watched the girls’ practice with hawk eyes. As the session went on, the coaches talked to the talents individually.

The short-term goal of Vision 2028 will be to get the various age group squads ready for the domestic season by improving their skills while the long-term goals will be to nurture the future talents and make them fit for various Bengal age group squads.

20 U19 girls and 23 U15 girls are attending the camp.

Pic Courtesy by: CAB

*অবাধে অবৈধ মাটি ব্যবসা মিনাখাঁয়, ক্ষোভ এলাকাবাসীর*

নিজস্ব সংবাদদাতা: প্রশাসনিক নির্দেশিকাকে থোরাই কেয়ার। অবাধে অবৈধভাবে মাটি ব্যবসা জমজমাট উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানা এলাকার চৈতল, মালঞ্চ, মটবাড়, জয়গ্রাম সহ বিভিন্ন এলাকায় চাষযোগ্য জমি থেকে মাটি কাটা হচ্ছে। যা স্থানীয় ইঁট-ভাটায় ইঁট তৈরির কাজে ব্যবহার হয়, আবার জলাশয় ভরাটের কাজ ব্যবহার হয় বলেও জানা গিয়েছে। সম্প্রতি একদিকে যেমন জলাশয় ভরাট, অপরদিকে চাষ জমি থেকে এই মাটিকাটার ওপর নজরদারি দিতে স্থানীয় থানাগুলিকে নির্দেশ দিয়েছিল জেলাপ্রশাসন। কারণ পরিবেশগত দিক থেকে এটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু অভিযোগ, জেলা প্রশাসনের কড়া হুঁশিয়ারির সত্ত্বেও পুলিশকে মোটা অংকের মাসোহারা দিয়ে অবৈধভাবে চাষযোগ্য জমি থেকে মাটি কাটছে মাটিকারবারিরা। শুধু যে অবৈধ করবার তাইই নয়, নিত্যদিনে এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। মালঞ্চ বাজার এলাকার বাসিন্দা আব্দুল খালেদ গাজী বলেন, "এই মাটির এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় যে ধুলো উড়ছে তাতে মানুষজন অতিষ্ঠ।" এছাড়াও, পিচ রাস্তায় মাটির আস্তরন ঢেকে যাচ্ছে, বৃষ্টি বা একটু জল পড়লেই রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়ায় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনা ঘটছে। শুকনোর কাদাও উড়ে রাস্তায় ধুলোয় ভরে যায়। যা দিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের দফতর থেকে যখন নির্দেশ দেওয়া হয়, তখন নামমাত্র দুই-একটা গাড়ি ও চালককে গ্রেফতার করে পুলিশ। দু-একদিন বন্ধ থাকে তারপরে আবার যে কে সেই। আগের মতোই চলে মাটির গাড়ি। দুদিন আগে এসপির নির্দেশে দুটি গাড়ি আটক সহ দুই চালককে আটক করেছিল মিনাখাঁ থানার পুলিশ। তার পর দুইদিন বন্ধ ছিল মাটির গাড়ি। তারপর আবার সেই আগের মতোই চলছে বলেই দাবি করেন স্থানীয় আকবর মোল্লার।

*খড়দহ বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন জমিতে পাঁচিল করতে বাধা টাকার দাবি স্থানীয় ক্লাবের*

 প্রবীর রায় : খড়দহের বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন একটি জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। সেই সময়ে হঠাতেই তা নিয়েও বেশ কয়েকজন যুবক এসে নির্মাণ সংস্থার কাছে এক লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে। দাবি পূরণ না হলে কাজ করতে দেওয়া হবে না।এমনকি হুমকি দেওয়া হয় তাদের কথার পরও কাজ চালু রাখলে গুলি করে প্রাণে মারা হবে। এমনই হুমকি স্থানীয় একটি ক্লাবের সদস্যদের এমনকি তৈরি হওয়া দেওয়ালের একাংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 

ঘটনার পর রহড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। ঘটনা নিয়ে পৌরপিতা চিন্ময় দাস জানান," তিনি বিষয়টি শুনেছেন পুলিশকে তদন্ত করার জন্য অনুরোধ করেছেন।"

*Indian Super League announces dates for 2024-25 Season Playoffs*

Sports 

 

 Khabar kolkata sports Desk : The Indian Super League (ISL) today announced the dates for the 2024-25 Playoffs with the League stage concluding on 12th March 2025. The Knockouts will be played on 29th & 30th March 2025, followed by the two-legged Semi-finals on 2nd-3rd & 6th-7th April. The much-anticipated Final of the 2024-25 season will be played on Saturday, 12th April 2025.

Mohun Bagan SG created history by clinching the League Shield for the second season in a row, becoming the first team in the competition to do so. Along with Mohun Bagan SG, FC Goa (2nd), Bengaluru FC (3rd), NorthEast United FC (4th), Jamshedpur FC (5th) & Mumbai City FC (6th) all confirmed their spots in the Playoffs.

 

 In the Playoffs, the teams ranked third to sixth will battle it out in two single-legged Knockout matches to determine the opponents for Mohun Bagan SG and FC Goa, who make it directly to the Semi-finals. The Semi-finals will be played in a home and away format with the winners over the two legs playing the Final on 12th April at the home of the higher-ranked team in the League Table.

 Playoffs Schedule :

# 29th March: Knockout 1 – Bengaluru FC (home) vs Mumbai City FC.

# 30th March: Knockout 2 – NorthEast United FC (home) vs Jamshedpur FC.

# 2nd April: Semi-final 1 (First leg) – Winner of Knockout 1 (home) vs FC Goa.

# 3rd April : Semi-final 2 (First leg) – Winner of Knockout 2 (home) vs Mohun Bagan SG.

# 6th April : Semi-final 1 (Second leg) – FC Goa (home)

 vs Winner of Knockout 1.

# 7th April : Semi-final 2 (Second leg) – Mohun Bagan SG (home) vs Winner of Knockout 2.

 12th April : Final* – Winner of Semi-final 1 vs Winner of Semi-final 2.

*হোলির রাতে জগদ্দলের মেঘনা মোড়ে আক্রান্ত বিজেপি কর্মী*

প্রবীর রায়: হোলির রাতে জগদ্দলের মজদুর ভবন থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী হলেন অশোক কুমার সিং। তিনি জগদ্দলের আতপুরের বাসিন্দা। আক্রান্ত বিজেপি কর্মী রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ডলি ও প্রেমকে আটক করেছে। আক্রান্ত বিজেপি কর্মী অশোক কুমার সিং জানান, "হোলি উৎসব উপলক্ষ্যে সন্ধেতে তিনি মজদুর ভবনে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার সময় ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা সিংয়ের পুত্র নমিত সিংয়ের লোকজন তাঁকে মারধোর করেছে।"এই ঘটনা নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, "আক্রান্ত অশোক কুমার সিং তাদের আত্মীয় হন। মজদুর ভবনে কেন তিনি হোলি খেলতে এসেছিলেন। তাই ওনাকে মারা হয়েছে"।