২০২৪ এর লোকসভা নির্বাচন শেষ, এবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ
এসবি নিউজ ব্যুরো: ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারী, ১৯৫০ সালে। নতুন সংবিধানের অধীনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১-১৯৫২ সালে।প্রথম নির্বাচিত সংসদ ১৯৫২ সালের এপ্রিল মাসে শপথ নেয়। এবার অনুষ্ঠিত হল দেশের ১৮তম লোকসভা নির্বাচন।ভোট গণনা হবে ৪জুন। আগামী ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল এনডিএ। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর থার্ড টার্ম নিয়ে আশাবাদী। অন্যদিকে,এনডিএ-কে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে ইন্ডিয়া জোট।যেখানে রয়েছে কংগ্রেস ,তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বামফ্রন্ট, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি (আপ) সহ দেশের ২৮টি বিরোধী রাজনৈতিক দল। এই জোটের চেয়ারপার্সন মল্লিকার্জুন খাড়গে।
গতকাল সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শেষ হল লোকসভা নির্বাচন ৷রাজ্যে ৪২ কেন্দ্রে ৪৪ দিন ,৭ দফায় ভোট হয়। একাধিক হেভিওয়েট প্রার্থী লড়াই করছেন এবারের নির্বাচনে। তবে এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘটনা দেশকে নাড়িয়ে দেওয়া ইস্যুতে রীতিমতো জমজমাট ভোট হয়েছে।
শেষ দফার ভোটে দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ করা হয়।এরমধ্যে উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে।পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে।শেষ দফায় দেশজুড়ে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হয়।
এবার বাংলার বিজেপিকে বাংলায় ৩০ টি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷রাজ্যে বারবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ডেপুটি ৷অন্যদিকে, রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন জনতার দরবারে মার্কশিট পেতে অপেক্ষা ৪ জুনের ৷
২০১৯ এর পর থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে উত্থান হয়েছে বিজেপির ৷ গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজাড় করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়ে দিয়েছিল ৷ ফলে পশ্চিমবঙ্গে আরও জোরালো ভাবে পদ্ম ফোঁটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছিল বিজেপি। তবে শেষ মুহূর্তে ‘একলা চলা’র নীতি নেওয়া তৃণমূল মরিয়া একাধিক দুর্নীতি, অভিযোগের হার্ডলস পেরিয়ে রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে চেষ্টা করেছে ৷কিন্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরাজ্যে একাধিক আসনেই জয়ের ‘ফ্যাক্টর’ হতে পারে বাম-কংগ্রেসের আসন সমঝোতাও ৷
Jun 03 2024, 14:08