এবারের লোকসভা নির্বাচনে আয়কর দপ্তর 1100 কোটি টাকার নগদ ও গহনা বাজেয়াপ্ত করেছে, যা গত নির্বাচনের তুলনায় 182 শতাংশ বেশি
#it_department_seizes_record_1100_crore_cash_jewellery_in_lok_sabha_elections


এ এন আই: আজ লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ। নির্বাচন চলাকালীন, আয়কর দপ্তর 1000 কোটি টাকারও বেশি মূল্যের নগদ ও গহনা বাজেয়াপ্ত করেছে। তথ্য অনুযায়ী, এই সংখ্যা আরও বাড়তে পারে।সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সূত্রের মতে, 30 মে, 2024 পর্যন্ত, বিভাগ প্রায় 1100 কোটি টাকার নগদ এবং গয়না জব্দ করেছে, যা 2019 লোকসভা নির্বাচনের সময় জব্দ করা 390 কোটি টাকার চেয়ে 182 শতাংশ বেশি। সূত্রের খবর, বেশিরভাগ বাজেয়াপ্ত ঘটনাই এসেছে দিল্লি ও কর্ণাটক থেকে। প্রতিটি রাজ্যে 200 কোটি টাকারও বেশি মূল্যের নগদ ও গয়না জব্দ করা হয়েছে। ঠিক সেখানে, দুই নম্বরেতামিলনাড়ু, যেখানে 150 কোটি টাকা জব্দ করা হয়েছে। তারপরে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ওড়িশায় 100 কোটি টাকারও বেশি মূল্যের নগদ ও গহনা সম্মিলিতভাবে জব্দ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার দিন 16 মার্চ দেশে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হয়েছিল। তারপর থেকে, আয়কর বিভাগ নজরদারি এবং বেহিসাব নগদ এবং মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করার জন্য সতর্ক রয়েছে যা সম্ভাব্যভোটারদের প্রভাবিত করতে পারে। সংস্থাগুলি নগদ, মদ, বিনামূল্যে, মাদক, গহনা এবং অন্যান্য আইটেমের অপব্যবহারে নিবিড় নজর রাখছে। প্রতিটি রাজ্য নগদ অবৈধ চলাচল রোধ করতে 24x7 নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।
সপ্তম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ
এসবি নিউজ ব্যুরো: আজ ২০২৪ এর লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ভোট গণনা হবে ৪জুন।আজ দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে।এরমধ্যে উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে।পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।প্রতিটি কেন্দ্রেই মকপোল চলছে। সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হবে।তার আগেই ভোটারদের লম্বা লাইন। সকলেই সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে আগ্রহী।

শেষ দফায় দেশজুড়ে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে আজ।

আজ রাজ্যে ভোট গ্রহণ করা হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর,  ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট ,দমদম কেন্দ্রে। এর পাশাপাশি, বরানগর বিধানসভার উপ-নির্বাচন রয়েছে।এদিন এই কেন্দ্রগুলিতে একদিকে যেমন লড়াই করছেন দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়, বারাসাত কেন্দ্রে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, দক্ষিণ কলকাতায় মালা রায়, উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তেমনি বিজেপি-র তাপস রায় ,দেবশ্রী চৌধুরী, সিপিএম এর সুজন চক্রবর্তীর মতো প্রবীণ রাজনীতিকরা। এছাড়াও রয়েছেন সিপিএম প্রার্থী তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য, তৃণমূলের সায়নী ঘোষ, বিজেপির রেখা পাত্রের মতো একগুচ্ছ নব্য মুখ।

পাকিস্তানের বড় স্বীকারোক্তি, কাশ্মীরকে বিদেশী ভূখণ্ড বলা
#pakistan_acknowledged_that_kashmir_is_foreign_territory


এ এন আই: কাশ্মীর নিয়ে বিশ্ব মঞ্চে ভারতকে হেয় করার সব সময় চেষ্টা করেছে পাকিস্তান। অবশেষে পাকিস্তান PoK সম্পর্কিত সত্য স্বীকার করেছে। ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তানের একজন সরকারি আইনজীবী যা বলেছেন তা ভারতের জন্য সুখবর। বাকি বিশ্বের জন্য এটি একটি চমকপ্রদ খবর পাকিস্তান স্বীকার করেছে যে পিওকে বিদেশী অঞ্চল এবং পাকিস্তানের অংশ নয়। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) একজন কবি ও সাংবাদিক আহমেদ ফরহাদ শাহ প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন। তার নিখোঁজের বিষয়ে তার পরিবার আদালতে গেলে তারা জানতে পারে সে পুলিশ হেফাজতে রয়েছে। এরপর ইসলামাবাদ হাইকোর্টে যায় তার পরিবার। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির সময়, সরকারের পক্ষে উপস্থিত আইনজীবী পিওকে একটি বিদেশী অঞ্চল হিসাবে সম্বোধন করেছিলেন এবং পাকিস্তানের অংশ নয় বলেন। সরকারী আইনজীবী ইসলামাবাদ থেকে অপহৃত কবি আহমেদ ফরহাদ সম্পর্কে সরকারের পক্ষে ছিলেন, যখন তিনি বলেছিলেন যে তিনি ২ জুন পর্যন্ত 'আজাদ কাশ্মীরে' রিমান্ডে থাকবেন। সরকারী আইনজীবী বলেছেন যে তাকে ইসলামাবাদ আদালতে হাজির করা যাবে না কারণ আজাদ কাশ্মীর আমাদের নয়, একটি বিদেশী দেশ। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ ফরহাদ শাহের আইনজীবীরা এ তথ্য জানান। সরকারী আইনজীবীর দাবিতে হাইকোর্টও বিস্মিত হয়ে বলেছে যে "আজাদ কাশ্মীর" যদি একটি বিদেশী অঞ্চল হয়, তাহলে পাকিস্তান থেকে এখানে পাকিস্তানি রেঞ্জাররা কীভাবে প্রবেশ করল। এছাড়াও, বুধবার ইসলামাবাদ হাইকোর্টকে জানানো হয়েছিল যে নিখোঁজ কবি ও সাংবাদিক আহমেদ ফরহাদ শাহ আজাদ কাশ্মীরের ধীরকোট পুলিশের হেফাজতে রয়েছেন।
হাবরার মডেল ভোট কেন্দ্র দেখতে ভীড়,কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারিতে

খবর কলকাতা: এক ঝলকে দেখলে মনে হবে এ যেন কোন উৎসবের অনুষ্ঠান গৃহ। আগামীকাল শেষ দফার লোকসভা ভোট। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবরা বিধানসভায় মডেল ভোট কেন্দ্র দেখতে আজ বিকেল থেকেই লোক ঢুকছেন দেখার জন্য। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারি করতে। পুজোর প্রতিমা ও প্যান্ডেল দেখতে যেমন ভিড় হয় মন্ডপে মন্ডপে তেমনি বারাসাত লোকসভা কেন্দ্রের ১০০ বিধানসভার অন্তর্গত হাবরা হিজুল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় বুথে লোক জড়ো হয়েছেন। ভোট দেওয়া শুধুমাত্র নাগরিকের মৌলিক অধিকার নয়, ভোটগ্রহণ প্রক্রিয়াকে উৎসবের রূপ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি ব্লকে একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করবে। সেই লক্ষ্যে হাবরা এক নম্বর ব্লকের ২১১  থেকে শুরু করে ২১৪ নং বুথ সবমিলিয়েতত ৪ টি বুথ নিয়ে বিজল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় মডেল পোলিং স্টেশন করা হয়েছে। এই পোলিং পুরনো রং ফ্রিজের গ্রাম তেলের টিম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেট। থাকছে ইনডোর প্লান্ট, আলোর ঝলকানি, সেলফি জোন, নির্বাচনের কমিশনের বিভিন্ন ব্যানার থাকছি বাচ্চাদের খেলার স্লিম নাগরদোলা ছোট বাচ্চাদের নিয়ে ভোট দিতে এসে বেস্ট মিল্ক খাওয়ানোর আলাদা ব্যবস্থা অনেকেই এর সাক্ষী থাকতে মোবাইলে সেলফি তুলছেন। একেবারে নতুন অভিজ্ঞতায় আনন্দিত ভোটকর্মীরা থেকে পোলিং এজেন্ট এবং ভোটারেরা। সকলেই ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। *ছবি: উৎপল রায়*
ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীরা রওনা হচ্ছেন
বৃহস্পতিবার সপ্তম দফার ভোট প্রচারের শেষ দিনে কলকাতার রাজপথে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। *ছবি: সঞ্জয় হাজরা (খবর কলক
ভোটের আগের দিন খড়দায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান ঘিরে উত্তেজনা

প্রবীর রায়: শনিবার দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। ঠিক তার আগের দিন শুক্রবার খড়দা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৭৭ নম্বর পার্টের বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে কে বা কারা সাদা থান রেখে যায়। এমনকি সেই থানের ওপর একটা কালো প্যাস্টিকের মধ্যে বোমার আকারে সুতলির দলাও রাখা ছিল।

এদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই পাল পরিবার দেখেন সাদা থান এবং বোমার মত বস্তু। খবর পেয়ে দলীয় কর্মীরা পাল বাড়ির সামনে জমায়েত হন। এই ঘটনাকে ঘিরে পূর্ব কল্যাণনগরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাদা থান এবং  কালো প্লাস্টিকে মোড়া বোমার মতন দেখতে সুতলির দলাও নিয়ে যায়।

বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের দাবি, "তৃণমূল ভয় দেখানোর জন্য বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখেছিল। কিন্তু তিনি বুথে বসবেন। প্রশাসনের কাছে তাঁর আবেদন, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করা হোক"।


অপরদিকে, তৃণমূল নেতা গোপাল সাহা বলেন, "সাদা থান কিংবা বোমা রেখে চমকে ভোট করানোর তাদের প্রয়োজন নেই। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। কিন্তু ওরা ভয় পেয়ে গেছে। তাই তৃণমূলকে বদনাম করার জন্য হয়তো ওরা নিজেরাই সাদা থান রেখেছিল"।

সালিশি সভায় এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এসবি নিউজ ব্যুরো: গ্রামে সালিশি সভা করে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী সহ ১৮ জনের বিরুদ্ধে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি নেতাদের। তবে তৃণমূল নেতৃত্বের দাবি,অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দাবি মালদহ থানা পুলিশ আধিকারিকের।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা। সম্প্রতি এই নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার স্বামী। ওই ওঝা গ্রামেরই এক মহিলাকে ডাইনি চিহ্নিত করেন।ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হচ্ছেন না বলে ওঝা জানান তাদের। এই নিয়ে গ্রামে সালিশি সভার ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ এর পরই ২৮ তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরো এক প্রতিবেশী মহিলা। অর্ধ নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদহ থানায়। যদিও সালিশি সভা করা এবং তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে দাবি তৃণমূল নেতার। মালদহ বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার অভিযোগ,"এইভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।এদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।এমনকি ঘটনায় তৃণমূল নেতা অভিযুক্ত হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।"
          বিজেপি বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, আদিবাসী এলাকায় এই ধরনের প্রথা এখনো আছে।আইন করে যা বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন প্রচারের।তবে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ।

ব্রিজভূষণ সিংয়ের ছেলের গাড়ির সঙ্গে দুর্ঘটনা, দুইজন নিহত, দুইজন আহত
#brij_bhushan_singh_son_karan_bhushan_singh_convoy_accident
এ এন আই: কায়সারগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলে বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং-এর গাড়ি তিনজনকে পিষে দিল। ঘটনাস্থলেই বাইক আরোহী দুই যুবক মারা যান এবং দু'জন গুরুতর আহত  অবস্থায় হাসপাতালে ভর্তি করা  হয়েছে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পুলিশের এসকর্ট গাড়ির এয়ারব্যাগ খুলে যায়।কনভয়ের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কায়সারগঞ্জের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং তার গাড়িবহর নিয়ে হুজুরপুর যাচ্ছিলেন। হুজুরপুর যাওয়ার সময় বাহরাইচ হুজুরপুর রোডে অবস্থিত ছাতাইপুরোয়ার কাছে একটি পুলিশ এসকর্টেড ফরচুনার গাড়ি বাইকটিকে ধাক্কা দেয়। বাইকে চড়েছিলেন দুই যুবক। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে বাইকে আরোহী দুই যুবকই কয়েক মিটার দূরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়ভেঙ্গে এসময় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ফরচুনার গাড়িটি স্কাটে রেখে অন্য লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী। সড়কে বিক্ষোভের পাশাপাশি গাড়ি পোড়ানোরও চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতা কমিউনিটি হেলথ সেন্টার ঘেরাও করে। ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনীকে ডাকা হয়েছে।প্রায় এক ঘণ্টা কর্নেলগঞ্জ-হুজুরপুর সড়কে জ্যাম ছিল। এসডিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সিও কর্নেলগঞ্জ ও সিও সিটির সম্মিলিত প্রচেষ্টায় এবং মামলার আশ্বাসের পর বিক্ষোভকারীরা জ্যাম সরিয়ে নেয়। *লখিমপুর খেরি দুর্ঘটনার তাজা স্মৃতি* এই দুর্ঘটনাটি আমাদের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে বিজেপি নেতা অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়ছিল। এফআইআর অনুসারে, আশিস মিশ্র দ্বারা চালিত একটি গাড়ির দ্বারা চারজন নিহত হয়েছেন।
ভারতীয় সৈন্যদের হাতে লাল ফৌজ পরাজিত, সুদানে দুই দেশের শান্তিরক্ষীদের মধ্যে প্রতিযোগিতা
#indian_army_won_tug_of_war_with_chinese_troops

এ এন আই: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে নিয়োজিত ভারতীয় সৈন্যরা তাদের চীনা সমকক্ষদের পরাজিত করল। মঙ্গলবার (২৮ মে) সুদানে ভারতীয় সৈন্য ও চীনা সৈন্যদের মধ্যে টানাপোড়েনের খেলা হয়েছে। এই খেলাটি জাতিসংঘ শান্তি মিশন দ্বারা সংগঠিত হয়েছিল।যা ভারতীয় সৈন্যরা খেলেছিল।জিতেছে ভারতের সাহসী যোদ্ধাদের একটি ভিডিও। টানাপোড়েনের ভিডিওতে দেখা যায়, ভারত ও চীনের সেনারা পুরো শক্তি দিয়ে দড়ি ধরে আছে। ভিডিওতে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। উভয় পক্ষের সমর্থকরা সৈন্যদের উল্লাস করছে। একদিকে ভারত-ভারতের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ওপারে চীন-চীনের আওয়াজ শোনা যাচ্ছে। পরের মুহূর্তেভারতীয় যোদ্ধাদের বাঁকা হাত চীনাদের সীমান্ত লাইনে টেনে নিয়ে যায়। চীনা সৈন্য লাইনে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভারতীয় দল জিতে যায় এবং একটি উদযাপনের পরিবেশ তৈরি হয়। আমরা আপনাকে বলি যে সুদানে জাতিসংঘের মিশন (UNMIS) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা 24 মার্চ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুদান সরকার এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের মধ্যে ব্যাপক আলোচনার পর এটি প্রতিষ্ঠিত হয়।শান্তি চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় এটি করা হয়েছিল। ইউএনএমআইএস-এর প্রধান উদ্দেশ্য হল শান্তি চুক্তি বাস্তবায়ন, মানবিক সহায়তা, নিরাপত্তা, মানবাধিকারের প্রচারে সহায়তা করা। ভারতীয় সৈন্যরা 49তম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় রয়েছে। এ পর্যন্ত ২ লাখের বেশি ভারতীয় সৈন্য এ ধরনের মিশনে অংশ নিয়েছে। গত বছর পর্যন্ত, এই ধরনের মিশনে নিয়োজিত থাকাকালীন 175 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে।2014 সালে, ভারতীয় দলটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেবারত তৃতীয় বৃহত্তম বাহিনী হয়ে ওঠে। জাতিসংঘ 24 মার্চ 2005 সাল থেকে সুদানে সরকার ও গণমুক্তি আন্দোলনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছে। এ জন্য তারা সেখানে মানবিক সহায়তা, সুরক্ষা ও মানবাধিকার রক্ষা করছে। দক্ষিণ সুদানে, ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা জীবন বাঁচানো থেকে শুরু করে রাস্তা তৈরি সব কাজে ব্যস্ত।