সপ্তম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ
এসবি নিউজ ব্যুরো: আজ ২০২৪ এর লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ভোট গণনা হবে ৪জুন।আজ দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে।এরমধ্যে উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে।পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।প্রতিটি কেন্দ্রেই মকপোল চলছে। সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হবে।তার আগেই ভোটারদের লম্বা লাইন। সকলেই সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে আগ্রহী।
শেষ দফায় দেশজুড়ে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে আজ।
আজ রাজ্যে ভোট গ্রহণ করা হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট ,দমদম কেন্দ্রে। এর পাশাপাশি, বরানগর বিধানসভার উপ-নির্বাচন রয়েছে।এদিন এই কেন্দ্রগুলিতে একদিকে যেমন লড়াই করছেন দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়, বারাসাত কেন্দ্রে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, দক্ষিণ কলকাতায় মালা রায়, উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তেমনি বিজেপি-র তাপস রায় ,দেবশ্রী চৌধুরী, সিপিএম এর সুজন চক্রবর্তীর মতো প্রবীণ রাজনীতিকরা। এছাড়াও রয়েছেন সিপিএম প্রার্থী তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য, তৃণমূলের সায়নী ঘোষ, বিজেপির রেখা পাত্রের মতো একগুচ্ছ নব্য মুখ।
Jun 01 2024, 08:25