WestBengalBangla

May 31 2024, 19:21

হাবরার মডেল ভোট কেন্দ্র দেখতে ভীড়,কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারিতে

খবর কলকাতা: এক ঝলকে দেখলে মনে হবে এ যেন কোন উৎসবের অনুষ্ঠান গৃহ। আগামীকাল শেষ দফার লোকসভা ভোট। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবরা বিধানসভায় মডেল ভোট কেন্দ্র দেখতে আজ বিকেল থেকেই লোক ঢুকছেন দেখার জন্য। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারি করতে। পুজোর প্রতিমা ও প্যান্ডেল দেখতে যেমন ভিড় হয় মন্ডপে মন্ডপে তেমনি বারাসাত লোকসভা কেন্দ্রের ১০০ বিধানসভার অন্তর্গত হাবরা হিজুল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় বুথে লোক জড়ো হয়েছেন। ভোট দেওয়া শুধুমাত্র নাগরিকের মৌলিক অধিকার নয়, ভোটগ্রহণ প্রক্রিয়াকে উৎসবের রূপ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি ব্লকে একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করবে। সেই লক্ষ্যে হাবরা এক নম্বর ব্লকের ২১১  থেকে শুরু করে ২১৪ নং বুথ সবমিলিয়েতত ৪ টি বুথ নিয়ে বিজল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় মডেল পোলিং স্টেশন করা হয়েছে। এই পোলিং পুরনো রং ফ্রিজের গ্রাম তেলের টিম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেট। থাকছে ইনডোর প্লান্ট, আলোর ঝলকানি, সেলফি জোন, নির্বাচনের কমিশনের বিভিন্ন ব্যানার থাকছি বাচ্চাদের খেলার স্লিম নাগরদোলা ছোট বাচ্চাদের নিয়ে ভোট দিতে এসে বেস্ট মিল্ক খাওয়ানোর আলাদা ব্যবস্থা অনেকেই এর সাক্ষী থাকতে মোবাইলে সেলফি তুলছেন। একেবারে নতুন অভিজ্ঞতায় আনন্দিত ভোটকর্মীরা থেকে পোলিং এজেন্ট এবং ভোটারেরা। সকলেই ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। *ছবি: উৎপল রায়*

WestBengalBangla

May 31 2024, 12:51

ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীরা রওনা হচ্ছেন

WestBengalBangla

May 31 2024, 12:48

বৃহস্পতিবার সপ্তম দফার ভোট প্রচারের শেষ দিনে কলকাতার রাজপথে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। *ছবি: সঞ্জয় হাজরা (খবর কলক

WestBengalBangla

May 31 2024, 12:35

ভোটের আগের দিন খড়দায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান ঘিরে উত্তেজনা

প্রবীর রায়: শনিবার দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। ঠিক তার আগের দিন শুক্রবার খড়দা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৭৭ নম্বর পার্টের বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে কে বা কারা সাদা থান রেখে যায়। এমনকি সেই থানের ওপর একটা কালো প্যাস্টিকের মধ্যে বোমার আকারে সুতলির দলাও রাখা ছিল।

এদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই পাল পরিবার দেখেন সাদা থান এবং বোমার মত বস্তু। খবর পেয়ে দলীয় কর্মীরা পাল বাড়ির সামনে জমায়েত হন। এই ঘটনাকে ঘিরে পূর্ব কল্যাণনগরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাদা থান এবং  কালো প্লাস্টিকে মোড়া বোমার মতন দেখতে সুতলির দলাও নিয়ে যায়।

বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের দাবি, "তৃণমূল ভয় দেখানোর জন্য বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখেছিল। কিন্তু তিনি বুথে বসবেন। প্রশাসনের কাছে তাঁর আবেদন, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করা হোক"।


অপরদিকে, তৃণমূল নেতা গোপাল সাহা বলেন, "সাদা থান কিংবা বোমা রেখে চমকে ভোট করানোর তাদের প্রয়োজন নেই। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। কিন্তু ওরা ভয় পেয়ে গেছে। তাই তৃণমূলকে বদনাম করার জন্য হয়তো ওরা নিজেরাই সাদা থান রেখেছিল"।

WestBengalBangla

May 31 2024, 11:07

সালিশি সভায় এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এসবি নিউজ ব্যুরো: গ্রামে সালিশি সভা করে এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী সহ ১৮ জনের বিরুদ্ধে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি নেতাদের। তবে তৃণমূল নেতৃত্বের দাবি,অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দাবি মালদহ থানা পুলিশ আধিকারিকের।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা। সম্প্রতি এই নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার স্বামী। ওই ওঝা গ্রামেরই এক মহিলাকে ডাইনি চিহ্নিত করেন।ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হচ্ছেন না বলে ওঝা জানান তাদের। এই নিয়ে গ্রামে সালিশি সভার ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ এর পরই ২৮ তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরো এক প্রতিবেশী মহিলা। অর্ধ নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদহ থানায়। যদিও সালিশি সভা করা এবং তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে দাবি তৃণমূল নেতার। মালদহ বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার অভিযোগ,"এইভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।এদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।এমনকি ঘটনায় তৃণমূল নেতা অভিযুক্ত হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।"
          বিজেপি বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, আদিবাসী এলাকায় এই ধরনের প্রথা এখনো আছে।আইন করে যা বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন প্রচারের।তবে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ।

WestBengalBangla

May 30 2024, 09:11

ব্রিজভূষণ সিংয়ের ছেলের গাড়ির সঙ্গে দুর্ঘটনা, দুইজন নিহত, দুইজন আহত
#brij_bhushan_singh_son_karan_bhushan_singh_convoy_accident
এ এন আই: কায়সারগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলে বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং-এর গাড়ি তিনজনকে পিষে দিল। ঘটনাস্থলেই বাইক আরোহী দুই যুবক মারা যান এবং দু'জন গুরুতর আহত  অবস্থায় হাসপাতালে ভর্তি করা  হয়েছে। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পুলিশের এসকর্ট গাড়ির এয়ারব্যাগ খুলে যায়।কনভয়ের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কায়সারগঞ্জের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং তার গাড়িবহর নিয়ে হুজুরপুর যাচ্ছিলেন। হুজুরপুর যাওয়ার সময় বাহরাইচ হুজুরপুর রোডে অবস্থিত ছাতাইপুরোয়ার কাছে একটি পুলিশ এসকর্টেড ফরচুনার গাড়ি বাইকটিকে ধাক্কা দেয়। বাইকে চড়েছিলেন দুই যুবক। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে বাইকে আরোহী দুই যুবকই কয়েক মিটার দূরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়ভেঙ্গে এসময় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ফরচুনার গাড়িটি স্কাটে রেখে অন্য লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী। সড়কে বিক্ষোভের পাশাপাশি গাড়ি পোড়ানোরও চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতা কমিউনিটি হেলথ সেন্টার ঘেরাও করে। ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনীকে ডাকা হয়েছে।প্রায় এক ঘণ্টা কর্নেলগঞ্জ-হুজুরপুর সড়কে জ্যাম ছিল। এসডিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সিও কর্নেলগঞ্জ ও সিও সিটির সম্মিলিত প্রচেষ্টায় এবং মামলার আশ্বাসের পর বিক্ষোভকারীরা জ্যাম সরিয়ে নেয়। *লখিমপুর খেরি দুর্ঘটনার তাজা স্মৃতি* এই দুর্ঘটনাটি আমাদের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে বিজেপি নেতা অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়ছিল। এফআইআর অনুসারে, আশিস মিশ্র দ্বারা চালিত একটি গাড়ির দ্বারা চারজন নিহত হয়েছেন।

WestBengalBangla

May 30 2024, 09:10

ভারতীয় সৈন্যদের হাতে লাল ফৌজ পরাজিত, সুদানে দুই দেশের শান্তিরক্ষীদের মধ্যে প্রতিযোগিতা
#indian_army_won_tug_of_war_with_chinese_troops

এ এন আই: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে নিয়োজিত ভারতীয় সৈন্যরা তাদের চীনা সমকক্ষদের পরাজিত করল। মঙ্গলবার (২৮ মে) সুদানে ভারতীয় সৈন্য ও চীনা সৈন্যদের মধ্যে টানাপোড়েনের খেলা হয়েছে। এই খেলাটি জাতিসংঘ শান্তি মিশন দ্বারা সংগঠিত হয়েছিল।যা ভারতীয় সৈন্যরা খেলেছিল।জিতেছে ভারতের সাহসী যোদ্ধাদের একটি ভিডিও। টানাপোড়েনের ভিডিওতে দেখা যায়, ভারত ও চীনের সেনারা পুরো শক্তি দিয়ে দড়ি ধরে আছে। ভিডিওতে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। উভয় পক্ষের সমর্থকরা সৈন্যদের উল্লাস করছে। একদিকে ভারত-ভারতের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ওপারে চীন-চীনের আওয়াজ শোনা যাচ্ছে। পরের মুহূর্তেভারতীয় যোদ্ধাদের বাঁকা হাত চীনাদের সীমান্ত লাইনে টেনে নিয়ে যায়। চীনা সৈন্য লাইনে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভারতীয় দল জিতে যায় এবং একটি উদযাপনের পরিবেশ তৈরি হয়। আমরা আপনাকে বলি যে সুদানে জাতিসংঘের মিশন (UNMIS) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা 24 মার্চ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুদান সরকার এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের মধ্যে ব্যাপক আলোচনার পর এটি প্রতিষ্ঠিত হয়।শান্তি চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় এটি করা হয়েছিল। ইউএনএমআইএস-এর প্রধান উদ্দেশ্য হল শান্তি চুক্তি বাস্তবায়ন, মানবিক সহায়তা, নিরাপত্তা, মানবাধিকারের প্রচারে সহায়তা করা। ভারতীয় সৈন্যরা 49তম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় রয়েছে। এ পর্যন্ত ২ লাখের বেশি ভারতীয় সৈন্য এ ধরনের মিশনে অংশ নিয়েছে। গত বছর পর্যন্ত, এই ধরনের মিশনে নিয়োজিত থাকাকালীন 175 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে।2014 সালে, ভারতীয় দলটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেবারত তৃতীয় বৃহত্তম বাহিনী হয়ে ওঠে। জাতিসংঘ 24 মার্চ 2005 সাল থেকে সুদানে সরকার ও গণমুক্তি আন্দোলনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছে। এ জন্য তারা সেখানে মানবিক সহায়তা, সুরক্ষা ও মানবাধিকার রক্ষা করছে। দক্ষিণ সুদানে, ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা জীবন বাঁচানো থেকে শুরু করে রাস্তা তৈরি সব কাজে ব্যস্ত।

WestBengalBangla

May 30 2024, 09:10

''দঙ্গল' অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেলেন, ইন্সটাগ্রামে আবেগঘন পোস্ট অভিনেত্রীর
এ এন আই: "দঙ্গল' অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেলেন। অভিনেত্রী ইন্সটাগ্রামে আবেগময় আবেদন লিখেছেন - আমি বাবাকে বলেছিলাম... আমি আমার বাবাকে হারিয়েছি, তার শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, তার ভুল এবং ত্রুটিগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই… 'দঙ্গল' অভিনেত্রী জাইরা ওয়াসিম, যার বাবা জাহিদ ওয়াসিম, তার ইনস্টাগ্রাম পোস্টে এই কথাগুলি লিখেছেন। অভিনেত্রী তার বাবার মৃত্যুকে স্মরণ করে একটি ইনস্টাগ্রাম পোস্ট লিখেছেন।অবগত. জাইরা আরেকটি আবেগঘন পোস্ট লিখেছেন এবং জনগণের কাছে তার বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার আবেদন করেছেন। জাইরা ওয়াসিম তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন যে আমি আমার বাবাকে হারিয়েছি। তিনি ইন্তেকাল করেছেন। নিঃসন্দেহে চোখ অশ্রু এবং হৃদয় ব্যথা, কিন্তু আপনার প্রার্থনা তাদের মনে রাখবেন. আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি মাফ করুন, তার কবর হোক শান্তিময় ও বিশ্রামের স্থান।তৈরি করতে বলুন, তাদের বেদনায় রক্ষা করতে, এখান থেকে তাদের যাত্রা সহজ করতে বলুন। তাদের সহজ হিসাব গ্রহণ করতে হবে এবং তাদেরকে জান্নাত ও মাগরিরা প্রদান করতে হবে। নিঃসন্দেহে আমরা আল্লাহর বান্দা এবং একমাত্র আল্লাহর কাছে যাব। জাইরা ওয়াসিম তার বাবার সাথে তার ছোটবেলার ছবিও পোস্ট করেছেন। আমরা আপনাকে বলি যে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বসবাসকারী জাইরা ওয়াসিম 'দঙ্গল' ছবিতে কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার বন্ধু।চরিত্রে অভিনয় করে লাইমলাইটে আসেন তিনি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের সহ-অভিনেতা ছিলেন, কিন্তু 30 জুন, 2019-এ জাইরা ওয়াসিম বলিউড থেকে অবসর নেন। তিনি একটি পোস্ট লিখে এই ঘোষণা করেছিলেন। বলিউডে কাজ করা তার ধর্মীয় বিশ্বাস ও বিশ্বাসের প্রতি অবিচার করায় তিনি অবসর নেন। 2020 সালের নভেম্বরে, জাইরা ওয়াসিম তার ভক্তদের সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি মুছে দিতে বলেছিলেন।অনুরোধ করেছিলেন।

WestBengalBangla

May 30 2024, 09:09

উজ্জয়নের শিপ্রা তীরে প্রধানমন্ত্রী মোদীর জন্য যজ্ঞ


এ এন আই: উজ্জয়নের শিপ্রা তীরে প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি বড় আচারের আয়োজন করা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া দেশ জুড়ে চলছে এবং লোকেরা 4 জুন ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। উজ্জয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি বড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই আচারে পিশাচ মুক্তেশ্বর মহাদেবের পূজা করা হচ্ছে। পিতৃপক্ষের দোষ দূর করতে। লোকসভা নির্বাচন বিজেপির বিজয় এবং নরেন্দ্র মোদির তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে নির্বাচন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি করা হচ্ছে। উজ্জয়নের শিপ্রা তীরে শ্মশান গ্রাউন্ড রিসার্চ ইনস্টিটিউট, উজ্জয়িনীর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি করা হচ্ছে। মঙ্গলবার উজ্জয়িনীর ৮৪টি মহাদেবের মধ্যে ৬৮তম মহাদেব পিশাচ মুক্তেশ্বর মহাদেব মন্দিরে আনুষ্ঠানিকতা শুরু হয়। এর অধীনে, যিনি পিতৃপক্ষের দোষ দূর করার জন্য পিশাচদের স্বাধীনতা প্রদান করেন।মহাদেবের বিশেষ পূজা করা হচ্ছে। আচার-অনুষ্ঠানের সমন্বয়কারী পণ্ডিত রামনারেশ শুক্লা বলেছেন যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক এবং নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া উচিত এই অনুভূতি নিয়ে ভ্যাম্পায়ার মুক্তেশ্বর মহাদেব সাধনা করা হচ্ছে। দেশের সর্বাত্মক উন্নয়নের জন্য এই অনুষ্টান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান পর্যন্ত এই রেজোলিউশনের জন্য বিশেষ পূজা করা হবে। উল্লেখ্য, উজ্জয়িনীতে ডরামঘাটে শিপ্রা উপকূলে ভ্যাম্পায়ার মুক্তেশ্বর মহাদেবের একটি প্রাচীন মন্দির রয়েছে। উজ্জয়নের 84 জন মহাদেবের মধ্যে তিনি 68 তম স্থানে রয়েছেন। মন্দিরে কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই শিবলিঙ্গের দর্শন করলে মৃত্যুর পর পিশাচের রূপ পাওয়া যায় না। পিশাচ মুক্তেশ্বর মহাদেবের আরাধনা করলে যে সমস্ত পূর্বপুরুষ নরকের যন্ত্রণা ভোগ করছেন তারাও পিশাচের কবল থেকে মুক্ত হন। রামঘাটে ভ্যাম্পায়ার মুক্তেশ্বর মহাদেব মন্দিরশিপ্রা আরতি হয় ধর্মরাজ মন্দিরের সামনে গেটের কাছে। রামঘাটে দেহ বিসর্জনের আগে মুক্তেশ্বরকে দেখতে ভ্যাম্পায়ার আনা হয়, যাতে পূর্বপুরুষরা পিশাচের রূপ না পায়। স্কন্দপুরাণের অবন্তিকা বিভাগে পিশাচ মুক্তেশ্বরের উল্লেখ আছে।

WestBengalBangla

May 30 2024, 09:08

লাহোর চুক্তি কী, যার বিষয়ে নওয়াজ শরিফ ২৫ বছর পর তার ভুল স্বীকার করলেন
#pakistan_former_pm_nawaz_sharif_on_lahore_agreement


এ এন আই: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ 25 বছর পর স্বীকার করেছেন যে তার দেশ ভারতের সাথে 1999 সালের শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি স্বীকার করেছেন যে চিঠিতে তাঁর এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বাক্ষর রয়েছে ভারতের সঙ্গে চুক্তি 'লঙ্ঘন' করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষে জনগণের উদ্দেশে একটি পিএমএল-এন বৈঠকে বলেন যে ২৮ মে, ১৯৯৮ সালে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর বাজপেয়ী সাহেব এখানে এসে আমাদের সঙ্গে চুক্তি করেন। কিন্তু আমরা সেই চুক্তি লঙ্ঘন করেছি...এটা আমাদের ভুল ছিল। *শরীফ জেনারেলঅভিশপ্ত পারভেজ মোশাররফ*
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বীকার করেছেন যে ইসলামাবাদ ভারতের সাথে 1999 সালের শান্তি চুক্তি "লঙ্ঘন" করেছে। এর জন্য নওয়াজ শরিফ জেনারেল পারভেজ মোশাররফকে অভিশাপ দেন, যিনি তখন সামরিক অভ্যুত্থানের পর শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন এবং নিজেই দেশের প্রধান হন। লাহোর চুক্তি স্বাক্ষরের কয়েকদিন পর পাকিস্তান তা লঙ্ঘন করে। তখন পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন ডপারভেজ মোশাররফের নির্দেশে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় 1999 সালের মার্চ মাসে অনুপ্রবেশ শুরু করে। কার্গিল যুদ্ধে 80 দিনের বেশি সময় ধরে উভয় দেশ মুখোমুখি ছিল। শেষ পর্যন্ত, ভারত পাকিস্তানী সৈন্যদের সীমান্ত থেকে তাড়িয়ে দেয় এবং সমস্ত জায়গা পুনরুদ্ধার করে বিজয়ী হয়।
*1999 সালের লাহোর চুক্তি কি ছিল?*
ভারত 1999 সালে পাকিস্তানের সাথে পারস্পরিক শান্তির জন্য লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করে।করেছিল. শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি, লাহোর চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগের প্রচারের উপর জোর দেয়। এটি স্বীকার করা হয়েছিল যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উভয় দেশের জনগণের অত্যাবশ্যক স্বার্থে কাজ করবে, তাদের একটি উন্নত ভবিষ্যতের জন্য তাদের শক্তি উৎসর্গ করতে সক্ষম করবে। লাহোর চুক্তিতে পারমাণবিক শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দুই প্রতিবেশী দেশই ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।ছিল। এ কারণে লাহোর চুক্তিতে ভারত ও পাকিস্তান মেনে নেয় যে পারমাণবিক শক্তিধর হওয়ায় পারস্পরিক সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা উভয়ের দায়িত্ব। উভয় দেশ অবিলম্বে এমন পদক্ষেপ নেবে যাতে দুর্ঘটনাজনিত বা অননুমোদিত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা হ্রাস পায় বলেও সম্মত হয়।