*ISL ৫২ মিনিটে ১ গোল মোহনবাগান*

ব্রেকিং

 আই এস এলে 

৫২ মিনিটে ১ গোল শোধ করল মোহনবাগান। প্রথমার্ধে ফলাফল ৩-১। 

খেলা চলছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

*ISL ৩ গোলে এগিয়ে গোয়া এফসি*

ব্রেকিং

 আই এস এলে 

৪৭ মিনিটে আরও ১ গোল।এগিয়ে গেল গোয়া এফসি ৩-০। 

খেলা চলছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

*ISL ৪২ মিনিটে ২ গোল গোয়া এফসির*

ব্রেকিং

 আই এস এলে 

৪২ মিনিটে আরও ১ গোল।এগিয়ে গেল গোয়া এফসি ২-০। 

খেলা চলছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

*ISL ১০ মিনিট ১ গোলে এগিয়ে গোয়া এফসি*

ব্রেকিং

 আই এস এলে 

১০ মিনিট ১ গোলে এগিয়ে গেল গোয়া এফসি । পেনাল্টি থেকে গোল হয়।

খেলা চলছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

রাত পোহালেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা

রাত পোহালেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। সারা রাজা জুড়ে চলছে এর প্রস্তুতি।পূর্ব মেদিনীপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা গেল প্রস্তুতির ছবি। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৫০ টি সেন্টার রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ১৮৫০০জন। শান্তিপূর্ণ ভাবে পরীক্ষার জন্য সব রকমের ব্যবস্থা করেছে প্রশাসন।সেন্টার গুলিতে চলেছে শেষ মুহুর্তের প্রস্তুতি ।

৭ দিন ব্যাপী চলবে ২৭ তম গীতা জয়ন্তী মহোৎসব

নদীয়া:আজ শ্রীমদ্ভগবদ্গীতার ৫১৬০ তম বার্ষিকী। আজকের এই দিনে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জ্ঞান শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন । যা বিশ্ববাসীর কাছে অদ্বিতীয় ধর্মগ্রন্থ। এত বছর বাদেও রাজনীতি সমাজ সংসারের প্রতিটি পদক্ষেপেই রয়েছে গীতায় বর্ণিত ইঙ্গিত, ধার্মিকরা অনেকে বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি ও খুঁজে পান এর মধ্য দিয়েই। তাই আখ্যা দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ইস্কনের প্রধান কেন্দ্র নবদ্বীপ মায়াপুরে পালিত হলো ২৭ তম গীতা জয়ন্তী মহোৎসব। উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। কেউ বা মোবাইল ফোনে পড়ছেন কেউ বা বইয়ের দিকে নজর, এমনই ভাবে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও ইস্কন এর প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মহাসমারোহে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো ২৭ তম গীতা জয়ন্তী মহোৎসব।

১৭ ই ডিসেম্বর ২০২৩ রবিবার থেকে ২৩ শে ডিসেম্বর ২০২৩ শনিবার ৭ দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। শ্রীধাম মায়াপুর এখন বিশ্ববাসীর কাছে পারমার্থিক জ্ঞান আহোরনের অন্যতম পীঠস্থান। ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমী ভারতবর্ষে বিশেষত বাংলা, ইংরেজি, ও হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।শনিবার সকাল থেকেই কয়েক হাজার ভক্ত সমাগমে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই মাঙ্গলিক অনুষ্ঠানের।

ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান

গীতার জ্ঞানালোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত ও গীতা অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫১৫৬ বছর পূর্বে হরিয়ানার কুরুক্ষেত্রের সমরাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এই শুভ তিথিতে।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হতাশাগ্রস্ত অর্জুনের মধ্যে জ্ঞানগর্ভ কথোপকথনই গীতা।সেই ঐতিহ্য স্মরণ করে প্রতিবৎসর এই উৎসব পালন করা হয়।

গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ। আজ থেকে ৫১৫৬ বছর পূর্বে ভগবদ্গীতার দিব্যজ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেও গীতার চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে, এর পূর্বেও তিনি এই জ্ঞান অন্যকে প্রদান করেছিলেন।

ভগবদ্গীতা মানবজাতীর জন্য কৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপহার। প্রকৃতপক্ষে তাঁর উদ্দেশ্য ছিল মানবজাতীকে জড়-জাগতিক অজ্ঞতা থেকে উদ্ধার করা।

কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কৌরবপক্ষে তার আত্মীয়দের বিরুদ্ধে ধর্মযুদ্ধে অসমর্থ, তখন কৃষ্ণ জীবনের সত্য এবং কর্ম, জ্ঞান, ধ্যান এবং ভক্তির দর্শন তাঁর কাছে ব্যাখ্যা করেছিলেন। যার ফলে বিশ্বের অন্যতম বড় ধর্মগ্রন্থ ভগবদ্গীতা প্রকাশিত হয়।

জাতি ধর্ম, বর্ণ ও রাজনৈতিকতার উর্দ্ধে মানবজাতির কল্যাণে গীতা পাঠ সকলের অবশ্য পাঠ্য।

আত্ম- মুক্তি ও জগৎ কল্যাণ সাধনের জন্য গীতার অমৃতময় বানী বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সন্মিলিত প্রচেষ্টা।পাঠ্য পুস্তক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে গীতা পাঠের জন্য সুশীল সমাজের এবং সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও এই শুভ উদ্যোগে সামিল হোন।সব মিলিয়ে ২৪ শে ডিসেম্বর ব্রীগেডের মাঠে লক্ষ্য কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পূর্বে ইস্কনের আয়োজনে গীতা জয়ন্তী মহোৎসব অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্য বহন করলো বলেও মত ওয়াকিবহাল মহলের।

নদীয়ায় মডেল দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি

নদীয়া: নদীয়ার রানাঘাট ১ নং ব্লকের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পায়রাডাঙ্গা পার্বতীপুর জিএসএফপি স্কুলে নদীয়ার মডেল দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অনুপ আগারওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার।

তারই মধ্যে শুক্রবার নদিয়ার রানাঘাট ১ নং ব্লকের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পায়রাডাঙ্গা পার্বতীপুর জিএসএফপি স্কুলে নদিয়া জেলার মডেল দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনে এলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অনুপ আগারওয়াল।উপস্থিত ছিলেন, রানাঘাট মহকুমা শাসক আগারওয়াল বিডিও উৎকর্ষ খান্ডল সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস ছাড়াও অনেকেই।

আজ এই দুয়ার সরকার ক্যাম্প কে কেন্দ্র করে এলাকায় মানুষকে মোদের ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি মনোরঞ্জনের জন্য উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃত দপ্তরের ভাতা প্রাপ্ত লোকশিল্পীরা। এই ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে ঋণের সাঙ্কশন লেটার তুলে দিলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি। দুয়ারে সরকারে আগত উপভোক্তাদের ফরম ফিলাপ করে দিচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা।

গঙ্গাসাগর ২০২৪ মেলা নিয়ে রাজ্যের দুই মন্ত্রী বৈঠক বসলেন গঙ্গাসাগরে

এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর মেলা ২০২৪ দুই মন্ত্রী গঙ্গাসাগর মেলা মিটিং করলেন এবং সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে আজকের মেলা কাজের অগ্রগতি পরিদর্শন করলেন তারা।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ।SP, OC, SDO কাকদ্বীপ, GBDA chairman, সভাপতি, সহকারি সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে সভাধিপতি এবং সহকারী সভাপতি অন্যান্য প্রশাসনিক আধিকারি দপ্তরের আধিকারিকরা।

ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপির অনুপম হাজরা

এসবি নিউজ ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আবারও বিস্ফোরক পোস্ট করে বিজেপির অন্তর্দন্দকে প্রকাশ্যে নিয়ে এলেন বিজেপির অনুপম হাজরা। সেখানে দেখা যাচ্ছে অনিল সিং নামে এক ব্যক্তি ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে বীরভূমের নলহাটির এলাকা থেকে এই অনুষ্ঠানের কার্ডের জন্য ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে।

আর সেই অভিযোগ করা হয়েছে সরাসরি বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে। সেই বিষয়টিকে উল্লেখ করেই দুর্নীতির অভিযোগ তুলে ধরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম। সেখানে তিনি আবারও চোর মুক্ত বিজেপি চাই লিখে পোস্ট করেছেন। পাশাপাশি বিজেপির সংগঠনকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে " ধিক্কার মিছিল"

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও সাংসদদের বহিষ্কার করার প্রতিবাদে শনিবার হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে " ধিক্কার মিছিল" এর আয়োজন করা হয়। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। হলদিয়ার মঞ্জুশ্রী থেকে দূর্গাচক পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল হয়। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল, আইএনটিটিইউসির সভাপতি চন্দন দে, তৃণমূল নেতা আজিজুল রহমান সহ অন্যান্যরা।

মিলন মন্ডল জানান, কেন্দ্রীয় বঞ্চনা ও সাংসদের হেনস্থা যেভাবে করেছে তার প্রতিবাদ জানাই। কেন্দ্রের মোদি সরকার যেভাবে বাংলার পাশাপাশি সাংসদের অবমাননা করে চলেছেন তার ধিক্কার জানাই।।