মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

টুইটারে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি টুইটারে লেখেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের উত্তরবঙ্গ সফরের তথা পারিবারিক অনুষ্ঠান, ছবি তোলার উদ্দেশ্যে ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রশাসনিক কর্মসূচির আছিলায় সরকারি খরচে আয়োজিত সম্পূর্ন রাজনৈতিক সভায় যোগদান ইত্যাদি আরো নানাবিধ অনুষ্ঠান ও কর্মসূচির নির্যাস হল - নো এন্ট্রি ।"

শুধু তাই নয় বিরোধী দলনেতা জানান, আজ ওনার জন্য জনগণের No Entry, আগামী সময়ে জনগণ ওনার No Entry-র পাকাপাকি ব্যবস্থা করে দেবে।'

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের জন্য একাধিক জায়গায় সাধারণ মানুষের যাতায়াতে র ওপর বিধি নিষেধ আরোপ করা হয়। সেই প্রসঙ্গেই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

কাকুর খবর নিতে এসএসকেএম হাসপাতালে ইডি

এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে গেলেন ইডির আধিকারিকরা। হাসপাতাল সূত্রের খবর, ইডির আধিকারিকরা হাসপাতালে আসার আগে কর্তৃপক্ষের সঙ্গে কোনও কথা বলেননি।

অন্যদিকে, এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান দীপঙ্কর মুখোপাধ্যায় বলেছেন, সুজয়কৃষ্ণ ভদ্রকে বেশিদিন আউসিইউতে রাখার পরিকল্পনা নেই। পরিস্থিতি বুঝে তাঁকে হস্তান্তরিত করা হবে। অন্যদিকে, আইসিইউয়ের বাইরে ইডি সুজয়কৃষ্ণ ভদ্রের ওপর নজরদারি করতে দুই জন নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন।

চিকিৎসা চলাকালীন হাসপাতাল থেকে পালিয়ে গেল এক জেলবন্দী কয়েদি

এসবি নিউজ ব্যুরো: হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক জেলবন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চঞ্চল্য ছড়াল রানাঘাট মহকুমা হাসপাতালে। এখনো পুলিশের হাতের নাগালের বাইরে পলাতক জেলবন্দী। ঘটনাটি এদিন নদীয়ার রানাঘাটের সরকারি হাসপাতালের। পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রহ্লাদ অধিকারী নামের ওই জেলবন্দী তার শারীরিক অসুস্থতার কারণে তাকে রানাঘাট সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর রাত কাটতেই সকাল হলে হাসপাতাল থেকে পালিয়ে যাই সে। সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে, এরপর ওই জেলবন্দীকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, চিকিৎসকদের কাজ রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়ার।

তবে পাহারা দেওয়ার দায়িত্ব চিকিৎসক বা নার্সদের নেই। অন্যদিকে, মঙ্গলবারও ওই জেলবন্দীকে খোঁজার জন্য দফাই দফাই চারিদিকে তল্লাশি চালাচ্ছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।

অকাল বৃষ্টিতে চরম ক্ষতির মুখে ইঁট ভাটা মালিকরা

বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় 'মিগজাউমে'র জেরে 'অকাল বৃষ্টি'তে চরম ক্ষতির,সম্মুখীন বাঁকুড়ার ইঁট ভাটা মালিকরা। জেলার প্রতিটি ইঁট ভাঁটাই কম বেশী ক্ষতির সম্মুখীন। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা। সাম্প্রতিক সময়ে এই ধরণের ক্ষতির সম্মুখীন তাঁরা হননি বলেই জানিয়েছেন।

সূত্রের খবর, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় ৩০০ র বেশী ইঁট ভাটা রয়েছে। এই ভাটা গুলিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেন কয়েক হাজার মানুষ। চলতি মরশুমে ইঁট তৈরীর কাজ চলছিল। কাঁচা ইঁট আগুনে পোড়ানোর আগেই 'অকাল বৃষ্টি'তে তা গলে যাওয়ায় বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন ইঁট ভাঁটা মালিকরা।

বাঁকুড়ার একটি ইঁট ভাটার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তারকনাথ চৌধুরী বলেন, এই বৃষ্টির কারণে একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে ইঁট তৈরীর কাজও অনেক খানি পিছিয়ে গেল। এই অবস্থায় ভাটার কর্মীদের ধরে রাখতে অন্য কাজ দিতে হচ্ছে। সবমিলিয়েই এই অবস্থায় সরকারী সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব। আর সেকারণেই ইঁট ভাটা ইউনিয়নের তরফে সরকারী ক্ষতিপূরণের আবেদন জানিয়ে প্যশাসনের দ্বারস্থ তাঁরা হবেন বলে তিনি জানান।

আনিস খান হত্যা মামলায় নিম্ন আদালতে চলা বিচার প্রক্রিয়ায় কোন স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা: আনিস খান হত্যা মামলায় নিম্ন আদালতে চলা বিচার প্রক্রিয়ায় কোন স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। মৃতের পরিবারের হয়ে আইনজীবী এই আবেদন জানালে তা খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মৃতের পরিবার এই হত্যার তদন্ত সিবিআইকে হস্তান্তর এবং সিট গঠনের আবেদন জানায়।

এই আবেদনটির ফের শুনানি হবে ৯ জানুয়ারি। আনিসের আইনজীবী ফের আবেদন করেন পরবর্তী শুনানির দিন পর্যন্ত যাতে আদালত স্থগিতাদেশ দেয়। ডিভিশন সেই আবেদনও খারিজ করে জানায়, ২০২২ সালের জুলাই থেকে এই মামলা বিচারাধীন।

এই বছর ফেব্রুয়ারীতে শুনানির জন্যে গ্রহণ করা হলেও আবেদনকারী শুনানিতে উপস্থিত ছিলেন না বলেই স্থগিত হয়ে যায়। আদালত এদিন এই মামলায় সব অভিযুক্তকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। রাজ্য জানিয়েছে যে নিম্ন আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে আজ।

ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২

সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় জখম ২। জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর দিল্লির খাল লাগয়া এলাকায়। ঘটনায় জানা যাচ্ছে আর ভারতী বিল্ডার্স নামে এক ইমারতী ব্যবসায়ীর রোডের ধারে থাকা মাল তোলার জন্য আসছিল ৭ জন লোডার, সেই সময় পাঁশকুড়াগামী একটি লরি ধাক্কা মারে দুজন লোডারকে।

তার মধ্যে বিশ্বনাথ দাস নামে এক লোডার গুরুতরভাবে জখম হয়, ভেঙে যায় বাম পা সাথে মাথা ও কান ফেটে রক্ত ঝরতে শুরু করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং তাকে ভর্তি করে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে তারপর তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় কলকাতায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে অপর এক লোডার তিনিও সাময়িকভাবে জখম হয়েছেন। বর্তমানে সে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, যে দুজন দুর্ঘটনায় জখম হয়েছে তাদের বাড়ি যথাক্রমে দাসপুরের পার্বতীপুর ও আরখানা গ্রামে।

पुलिस या एम्बुलेंस, खतरे की स्थिति में किस नंबर पर कॉल करें?

एसबी न्यूज ब्यूरो: खतरा-आपदा कहने कितनों को नहीं आता. कब कौन सा खतरा सामने आ जाए कहना मुश्किल है. चाहे सड़क पर हों या घर में, सड़क पर हों या दफ्तर में, ख़तरा कभी भी सामने आ सकता है। फोन करूंगा, किसे पहले बताना चाहिए, सोचते-सोचते कई बार 'गोल्डन ऑवर' गुजर जाता है।

आपात्कालीन परिस्थितियों में लोग भ्रमित हो जाते हैं। हेल्पलाइन में कई नंबर हैं। सोचते सोचते बहुत समय बीत जाता है.सरकार समस्या के समाधान के लिए प्रतिबद्ध है. हाल ही में सरकार द्वारा '112' अखिल भारतीय आपातकालीन हेल्पलाइन नंबर लॉन्च किया गया है।

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১২ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।   তবে আজ বেলা ১২টা নাগাদ রাণী রাসমণি অ্যাভিনিউতে একটি জমায়েত আছে। যেখানে ১৫০০-২০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯ টি ব্লকে সুন্দরবন দিবস পালন হল

এসবি নিউজ ব্যুরো: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন দিবস পালনের কথা ঘোষণা করেন ২০১১ সালের ১১ ই ডিসেম্বর। সেই মতো ১৩ তম বছর পালন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার১৯ টি ব্লকে। কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার শোভা যাত্রার মধ্য দিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন

অন্যদিকে, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সাগরদ্বীপে রুদ্রনগর কিষাণ মান্ডিতে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন।

এছাড়াও মথুরাপুর ১ নম্বর ব্লকে মন্দিরের বাজারের বিধায়ক জয়দেব হালদার এবং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের উপস্থিতিতে গাছের চারা লাগিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা হয়।

নামখানা ব্লকের নামখানা তে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি এই সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় সুন্দরবন দিবসের সূচনা করেন।

সব জায়গাতেই এলাকার মহিলা এবং পুরুষ বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ব্যান্ড ঢোল মাদল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।প্রতিটি ব্লকে পঞ্চ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, বক্তারা ম্যানগ্রোভ যাতে ধ্বংস না হয় সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কুনোরের ভারত সেবাশ্রমে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার উদ্বোধন হল

এসবি নিউজ ব্যুরো: আশ্রমের আবাসিক সহ স্থানীয় মানুষদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কুনোরের ভারত সেবাশ্রমে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার উদ্বোধন করা হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,সহসভাপতি বুলি রায়,মুস্তাফানগর অঞ্চলের প্রধান গোলাম মুস্তাক,আশ্রমের স্বামিজী জ্যোতিরময়নন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কুনোর এলাকার বরাবরি পানীয় জলের সমস্যা ছিল।প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হতো স্থানীয় মানুষ সহ আশ্রমের ছোট ছোট আবাসিকদের। আশ্রমের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির কাছে আবেদন করা হয়েছিল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান জন্য। আবেদনে সারা দিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যায়ে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জল পরিষেবার উদ্বোধন করা হল। পরিষেবা চালু হওয়ায় খুশি ভারত সেবাশ্রম এর আবাসিকরা সহ স্থানীয়রা।