Birbhum

May 27 2023, 12:40

সংগীত,আদিবাসী নৃত্য, তবলা ও অংকন শিক্ষার্থীদের একদিনের কর্মশালা, দুবরাজপুরে


বীরভূম:-স্থানীয় সঙ্গীত ও নৃত্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ব্রহ্মচারী নিত্যচৈতন্য হলে আজ এক সংগীত কর্মশালার আয়োজন করা হয়। অন্তত ১০০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্ট,বীরভূম টেগোর ফাউন্ডেশন ফর রিসোর্স ডেভেলপমেন্ট ও কলকাতার বেহালা নৃত্যাঞ্জলির যৌথ উদ্যোগে এই কর্মশালায় সংগীত, সাঁওতালি নৃত্য, তবলা এবং অংকন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সঙ্গীত চর্চায় প্রশিক্ষণ দেন কলকাতার দুই স্বনামধন্য শিল্পী জয়দেব বিশ্বাস ও লোকসংগীত শিল্পী চন্দ্রা বিশ্বাস। আদিবাসী নৃত্যের উপর প্রশিক্ষণ দেন শিল্পী ডোনা রায়। চিত্রশিল্পী ঝুলন অধিকারী অঙ্কন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।এই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উদ্যোক্তাদের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী রবিশঙ্কর ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন দুবরাজপুর রেওয়াজ ভবনের কর্ণধার তবলা শিল্পী ফটিক কবিরাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ বিশ্বাস প্রমুখ।

Birbhum

May 26 2023, 18:18

*দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নজরুলের জন্মদিন পালন*


 বীরভূম:- কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পাওয়ার হাউস মোড়ে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী। এছাড়াও মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সনাতন পাল, সাগর কুন্ডু, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, কবি ও সাহিত্যিক সৈয়দ সাইফুদ্দিন সহ আরও অনেকে। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে।

তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি 'বিদ্রোহী কবি'। আজ বৃহস্পতিবার কবির ১২৫ তম জন্মদিনটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করে থাকি। আগে আমরা সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে দিনটি উদযাপন করতাম। কিন্তু মাঝে করোনা অতিমারির জন্য বন্ধ রেখেছিলাম। আগামী বছর থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করব।

Birbhum

May 25 2023, 15:35

*লোকপুর থানার বারাবন জঙ্গলে বালতি ভর্ত্তি তাজা বোমা উদ্ধার*


বীরভূম:- আবারও বোমা উদ্ধার হল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার বারাবন জঙ্গলে। বোলপুর, দুবরাজপুর, কাঁকড়তলার পর এবার লোকপুরে। লোকপুর থানার বারাবন জঙ্গলে প্রায় ২২টি তাজা বোমা উদ্ধার করল লোকপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বারাবন জঙ্গলে তল্লাশি চালায় লোকপুর থানার পুলিশ। সেই জঙ্গলে একটি বালতি ভর্ত্তি প্রায় ২২ টি তাজা বোমা দেখতে পায় পুলিশ।

ঘটনাস্থল চারিদিক ঘিরে রাখে লোকপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারপর সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। কি কারনে বোমা মজুদ করা হয়েছিল, এই বোমা মজুদের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ।

Birbhum

May 25 2023, 15:20

*আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ২ দুষ্কৃতী*


বীরভূম:- আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই বীরভূম জেলার কাঁকরতলা থানার পুলিশের জালে ধরা পড়ল দুজন দুষ্কৃতী। সেখ রাজা এবং সেখ আলাউদ্দিন ওরফে লাদেন দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র কারবার করতো বলে পুলিশ সূত্রে খবর।

সেখ রাজা ঝাড়খন্ডের ঘোড়ামারা ও সেখ আলাউদ্দিন ওরফে লাদেন কাঁকড়তলার বাসিন্দা। দুজনেই আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার করতো। তাঁরা ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে বিক্রি করতো বলে পুলিশ জানিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরবেলায় ঝাড়খন্ড লাগোয়া বড়রা গ্রামের আলার মিলের কাছে হাতেনাতে দুই দুষ্কৃতীকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়।

এদিন কাঁকরতলা থানার পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে দুবরাজপুর আদালতের বিচারক ৪ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।

Birbhum

May 24 2023, 20:10

*পুলিশের জালে দুই থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২*


বীরভূম:- জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র,বোমা,বোমার মশলা উদ্ধার অব্যাহত।বগটুই ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে দাড়িয়ে সর্বত্র বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।এদিকে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে ও জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদানের মাধ্যমে আগ্নেয়াস্ত্র সহ বোমা বারুদ উদ্ধারের দাবি তোলেন।সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের সক্রিয়তা লক্ষনীয়।প্রায় প্রতিনিয়ত জেলার কোথাও না কোথাও বোমা বিস্ফোরণ,বোমা,আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত। গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ ফেটে পড়ে।

সেই ঘটনার জের মিটতে না মিটতেই জেলার তিন থানা এলাকা থেকে দুই দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশ।জানা যায়, মঙ্গলবার রাতে মাড়্গ্রাম থানার ধুলফেলা মোড়ে খাজারুল সেখ নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ পুলিশ ধরে ফেলে। তার বাড়ি যবুনী গ্রামে।কি উদ্দ্যেশ্যে এবং কি কাজে সেই পিস্তল ব্যবহার করতো তা পুলিশ তদন্ত করছে। আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। লোকপুর থানার পুলিশ বুধবার ভোরে বারাবন জঙ্গল মোড় থেকে স্থানীয় থানার বিশালপুর গ্রামের সাধু চরণ জমাদার নামে এক ব্যক্তিকে একটি ওয়ান সার্টার দেশী পিস্তল ও কার্তুজ সহ পুলিশ আটক করে। এদিন দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের পরিত্যক্ত বাড়ি থেকে থলে ভর্তি ১৫ টি বোমা উদ্ধার করে। এনিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য।

Birbhum

May 24 2023, 19:34

*ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা খয়রাসোলে*


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে অবতীর্ণ ।সেরূপ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকেও চলছে প্রচার কর্মসূচি। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত বুথস্তরে আলোচনা সভার পরেই আজ বুধবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার ও প্রসার ঘটানো এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, কেনিজ রশিদ, রুনু সিংহ সহ অন্যান্য অঞ্চলের মহিলা নেতৃত্ব। এছাড়াও ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব শেখ জয়নাল, উজ্জ্বল হক কাদেরী, প্রলয় ঘোষ, আইএনটিটিইউসি র ব্লক সভাপতি কাঞ্চন দে প্রমুখ নেতৃত্ব।আজকের অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জী জানান জেলার নির্দেশে সমস্ত বুথ স্তরে আলোচনা সভার পরে আজ খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লকের মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Birbhum

May 24 2023, 14:49

ফের বীরভূমে বোমা উদ্ধার,কাঁকরতলা থানা এলাকায়


বীরভূম:- বীরভূম যে বোমা বারুদের স্তূপে দাড়িয়ে বিরোধী দলের বক্তব্য ফের একবার উচ্চস্বরে ধ্বনিত হবে।উল্লেখ্য বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে জেলার সমস্ত থানায় ডেপুটেশন প্রদান করা হয় মাসাধিক কাল জুড়ে।সেখানে অন্যান্য দাবির পাশাপাশি পুলিশকে বোমা উদ্ধারের জন্য ও দাবি তোলেন।বিজেপির পক্ষ থেকে একই দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।সেই দাবীর সপ্তাহ পার হতে না হতেই বোমা উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

উল্লেখ গত সোমবার দুবরাজপুর থানার ঘোড়া পাড়া গ্রামে বোমা বিস্ফোরণের জেরে বাড়ীর একাংশ ভেঙে পড়ে।সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের বোমা উদ্ধার।কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে ইসিএলের একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ১৫ টি তাজা বোমা উদ্ধার করল কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাত্রে অভিযান চালিয়ে কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি থলি ভর্তি প্রায় ১৫ টি তাজা বামা উদ্ধার হয়।

ঘটনাস্থলের চারদিকে ঘিরে রেখেছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বোমা গুলি উদ্ধার ও নিষ্ক্রিয়করণের জন্য।বোমা উদ্ধার ঘিরে পুলিশ মহলে চলছে জোর জল্পনা। কি কারনে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করা হয়েছিল, এবং বোমা মজুদের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে কাঁকরতলা থানার পুলিশ।

Birbhum

May 23 2023, 20:02

*কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত ছাত্রের পরিবারকে চাকরিতে যোগদান*


বীরভূম:- লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় গতকাল মৃত্যু হয় ১৬ বছর বয়সী স্থানীয় মাদ্রাসায় দশম শ্রেণীতে পাঠরত নওপাড়া গ্রামের সেখ সুমন। পিডিসিএল এর গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা।এর পরিপ্রেক্ষিতে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী,লোকপুর থানার ওসি, পিডিসিএল এর প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারকে চাকরি ও সৎকর্ম করার জন্য নগদ টাকার বিনিময়ে রফা হয়। গতকালের আলোচনার সাথে সাথে আজ মঙ্গলবার মৃতের পরিবারকে চাকরিতে যোগদান করানো হয়।

 গঙ্গারামচক কয়লা উত্তোলন সংস্থায় মৃতের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলেকে অর্থাৎ শেখ হীরক আলীকে জয়েন করালেন কর্তৃপক্ষ।যোগদান করানোর সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তথা নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ লুতফুর রহমান সহৎনওপাড়া তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীগণ।

Birbhum

May 23 2023, 12:58

সমাজ সচেতনতা মূলক বার্তা জলসা এ বোখারীয়া থেকে


বীরভূম:- দিনদিন বাড়ছে সর্বনাশা ড্রাগের নেশা।এছাড়াও অন্যান্য নেশাগ্রস্ত এর মধ্যে দিয়েও সমাজে, সংসারে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ।পাশাপাশি মোবাইলে আসক্ত যুবসমাজও বিপথগামী হয়ে পড়ছে। সেই সমস্ত দিক দিয়ে বিরত থাকা এবং ইসলাম ধর্মীয় নীতি অনুসারে পথচলা কর্তব্য । তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে। থাকবে না কোনো ভেদাভেদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

এরূপ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় গতকাল রাতে খয়রাসোল ব্লকের বুধপুর মতি মসজিদ পরিচালিত গাবতলা প্রাঙ্গণে জলসা এ বোখারীয়া অনুষ্ঠান থেকে।উপস্থিত ছিলেন খানকাহ এ বোখারীয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরীকত মৌলানা সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী। বক্তা হিসেবে ছিলেন হাফিজ আমিরুল ইসলাম , হাফিজ সামিউল খান সহ স্থানীয় গ্রামের পেশ ইমামগণ।

Birbhum

May 22 2023, 15:16

*গঙ্গারামচক থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের*


বীরভূম:- লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় থানার নওপাড়া গ্রামের দশম শ্রেণীতে পাঠরত ১৬ বছর বয়সী যুবক সেখ সুমন। ঘটনাটি সোমবার আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ নওপাড়া মাদ্রাসা সংলগ্ন ক্যানেল পাড়ের রাস্তার মধ্যে ঘটে। স্থানীয়দের বিবরণে প্রকাশ সকালে প্রাতঃকৃত করার উদ্দেশ্যে ক্যানেলের রাস্তা ধরে পারাপার করার সময় দ্রুত গতিতে আসা কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারায় সুমন।খবর পেয়ে গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে লোকপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, লোকপুর থানার ওসি, পিডিসিএলের প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারের সাথে রফা হয়। তারপর ঘটনাস্থল থেকে মৃতদেহ তুলে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের পরিবার কে একটি চাকরি এবং সৎকাজ সহ অন্যান্য খরচের দায়ভার বহন করতে রাজি হন পিডিসিএল কতৃপক্ষ, সেই রফা অনুযায়ী মৃতদেহ ছাড়া হয়।আলোচনা সভায় গ্রামবাসীদের দাবি ওঠে যে, রাত্রি থেকে ভোর চারটে পর্যন্ত এই রাস্তার উপর কয়লা ট্রান্সপোটিং করতে হবে, অন্য সময় বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত লাইসেন্স প্রাপ্ত এবং সুদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর ব্যবস্থা করা। উল্লেখ্য দিন কয়েক আগে কয়লা বোঝায় ডাম্পার রাস্তার মধ্যে উল্টে যায়।সে প্রেক্ষিতে হেলপার দিয়ে কয়লা বোঝায় ডাম্পার চালানোর অভিযোগ ওঠে। এমনকি কম বেতনে ঐ সমস্ত হেলপার দিয়ে চালকের কাজ করানোর অভিযোগ, যার যেরে প্রতিনিয়ত ঘটছে এরূপ ঘটনা।

বিশেষ উল্লেখ্য আজকের মধ্যেই নওপাড়া মাদ্রাসা সংলগ্ন অপরপ্রান্তে কয়লা বোঝায় ডাম্পারের সাথে ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকটারটি ক্যানেল পাড়ের নীচের দিকে ঝুলে পড়ে, তবে হতাহতের কোনো খবর নেই। একান্ত সাক্ষাৎকারে দূর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাতে আসা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। অপরদিকে পিডিসিএল এ কর্মরত জেএমপিএল এর ম্যানেজার বিধান চন্দ্র খাঁ কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এবং বারবার দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন রাস্তার মধ্যে ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা হবে।