North24Paragana1

May 26 2023, 16:03

যেখাণে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেখানে নিজের ভিভিআইপি নিরাপত্তা নিয়ে লজ্জিত সাংসদ অর্জুন সিং


উত্তর ২৪ পরগনা:"আমার নিরাপত্তা নিয়ে চলতে লজ্জা হয়।ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষ কে নিরাপত্তা দিতে পারছি না, আমি নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি!অপরাধিরা নিরাপত্তা পাচ্ছে।আরা সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে!! জলজ্যান্ত একটি নিরিহ ছেলে কে মেরে দিল!! আক্ষেপ সাংসদ অর্জুন সিং এর।

এক সাক্ষাৎকারে সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে বসে এক বিরিয়ানির ব্যবসায়ীদের কাছে স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে,মোটা টাকা তোলা চাওয়া হচ্ছে। কখনো বাইরের জেল থেকে আবার কখনো সেন্ট্রাল জেল থেকে। এদের যারা কালেক্টর তাদের গ্রেফতার করলেই আসল মাথা পাওয়া যাবে। পুলিশ কে তিন মাস আগে বলেছি এদের কে ধরতে। পুলিশ মাথা ধরতে গিয়ে এরা পার পেয়ে যাচ্ছে।

North24Paragana1

May 26 2023, 14:19

ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২, আটক আরো ২


উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২ আটক আরো ২। গ্রেফতার হওয়া ২ আসামির নাম শফি খান ও জামশেদ আনসারী। শফি খানকে খড়দহ রহড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জামশেদ আনসারী কে বীরভূমের মুরারাই থেকে গ্রেফতার করা হয়েছে। এই কথা সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য।

North24Paragana1

May 26 2023, 11:56

ব্যারাকপুর ডাকাতির ঘটনায় গ্রেফতার এক

উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুর ডাকাতির ঘটনার তদন্ত নেমে টিটাগড় থানার পুলিশ গতকাল রাতে হাওড়ার বাঁকড়া থেকে সানি নামের একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ।

পুলিশ সূত্রের খবর ধৃত সানি কামারহাটি অঞ্চলের বাসিন্দা। ধৃত সানিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে সেদিনের ঘটনার বিষয়ে সম্পর্কে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি।আজ ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

North24Paragana1

May 25 2023, 18:33

*ব্যারাকপুর কাণ্ডে থানায় কংগ্রেসের বিক্ষোভ ও বিধায়কের সিসিটিভি লাগানোর নিদান*


উত্তর ২৪ পরগনা: গতকাল সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরীতে ওল্ড ক্যালকাটা রোডে সোনার দোকানে দুষ্কৃতী হামলা হয় সেই দোকানে এবং সেখান থেকে বাড়িতে যায় জাতীয় কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা নেতৃত্বের মধ্যে ছিলেন তাপস মজুমদার শক্তি মৈত্র কৌস্তুভ বাগচী সহজ জেলা এবং রাজ্যের নেতৃত্ব কর্মীরা এরপরে ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত টিটাগড় থানা তারা ডেপুটেশন এবং বিক্ষোভ দেখান।

অন্যদিকে, "শুধু প্রশাসনের উপর ভরসা করলে চলবে না। নিজের এলাকাকে নিজের নিরাপত্তার জন্য মুড়ে ফেলতে হবে সিসিটিভিতে।" ব্যারাকপুরে এসে দলীয় কর্মী এবং দলীয় কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

North24Paragana1

May 25 2023, 12:08

ব্যারাকপুর পলতা জুড়ে ২৪ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক


উত্তর ২৪ পরগনা:গতকাল গুলিবিদ্ধ হন এক স্বর্ণ ব্যবসায়ী ব্যারাকপুর সেন্ট্রাল রোডে। এখনও পর্যন্ত কোন দুষ্কৃতী গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী শনিবার বারাকপুর পলতা জুড়ে এই ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে।

স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত সবাই ঘটনার স্থল থেকে মিছিল করে ব্যারাকপুর পুলিশ কমিশনার এর অফিস পর্যন্ত যাবেন এবং তাদের নিরাপত্তা দাবি করবে বলে জানালেন স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত সরকার।

North24Paragana1

May 25 2023, 11:27

ইউ পি এস সি পরীক্ষায় সাফল্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেলেন সফল পরীক্ষার্থী


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার চৌরঙ্গীর বাসিন্দা দিয়া দত্ত। এবারের ইউ পি এস সি পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন তিনি। সারা দেশে এবার প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায়।

পরীক্ষায় উত্তীর্ণর, পাশাপাশি তার র‍্যাঙ্ক হয়েছে ৭৮২।রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বুধবার সন্ধ্যায় অশোকনগরে তার বাড়িতে এসেছিলেন ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুভাশিস চক্রবর্তী। ফুল মিষ্টি ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিয়ার হাতে তুলে দেন তিনি।মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত দিয়া। তিনি বলেন, " নিজের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে মানুষের সেবায় নিয়োজিত করবেন, নিজের সমস্তটাই"।

ছবি: সৌজন্যে আই & সি এ, উত্তর ২৪ পরগনা।

North24Paragana1

May 24 2023, 19:38

*পড়ন্ত বিকেলে ব্যারাকপুরে জনবহুল এলাকায় চলল গুলি*


উত্তর ২৪ পরগনা: পড়ন্ত বিকেলে জনবহুল এলাকায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালালো ডাকাতরা। গুলিতে মৃত দোকান মালিকের ছেলে এবং গুরুতর গুলিবিদ্ধ হয়ে বারাকপুরের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন দোকান মালিক এবং আরেক কর্মচারী। ঘটনাটা ঘটেছে ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের কাছে একটি সিংহ জুয়েলার্স নামে সোনার দোকানে। তদন্তে টিটাগড় থানার পুলিশ।

North24Paragana1

May 24 2023, 16:02

দেবর্ষির সাফল্যে তাকে অভিনন্দন জানালেন মিশন মহারাজ ও রাজ্যের কৃষি মন্ত্রী


উত্তর ২৪ পরগনা: রহড়া রামকৃষ্ণ মিশন বয়েস হোম মিশনের ছাত্র দেবর্ষি বসাক এবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। দেবর্ষির এই সাফল্যে তাকে অভিনন্দন জানাতে মিশনে হাজির হলেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খরদার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথমে মিশনের মহারাজ স্বামী কৈবলা নন্দজী মহারাজ পুষ্পস্তবক ও মিষ্টি মুখ করিয়ে তাকে অভিনন্দন জানালেন।

রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের প্রধান শিক্ষক স্বামী কৈবলা নন্দজি মহারাজ বলেন," মাধ্যমিক পরীক্ষায় স্কুলের কোন সাফল্য না এলেও দেবর্ষির এই সাফল্য এই স্কুলের অন্যান্য ছাত্রকে অনুপ্রাণিত করবে"।

কৃতি ছাত্র দেবর্ষি বসাক জানালেন," ভবিষ্যতের সে ইঞ্জিনিয়ার হতে চায়।"ছেলের সাফল্যে খুশি দেবর্ষির বাবা ডাক্তার তাপস বসাক ছেলের ইচ্ছাকে প্রাধান্য দেবেন এমনটাই জানা যায়।

North24Paragana1

May 23 2023, 18:53

*এগরা বজবজ পর এবার সোদপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাজি*


উত্তর ২৪ পরগনা: এগরা, বজবজের পর তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । এদিন দুপুরে ঘোলা থানার অন্তর্গত সোদপুর আনন্দলোক সেন্ট্রাল রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হল । প্রায় ৩০০ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয় ।

সুকান্ত নাথ নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই বাজি উদ্ধার করা হয় । এই ঘটনায় অভিযুক্ত সুকান্ত নাথের স্ত্রী সুস্মিতা নাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘোলা থানার পুলিশ । নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলবে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর ।

North24Paragana1

May 23 2023, 11:11

সোদপুর মধ্যমগ্রাম রোডে অটো এবং ছোট গাড়ির সঙ্গে সংঘর্ষ


উত্তর ২৪ পরগনা:যাত্রী বোঝাই অটোটি সোদপুর থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল । পাঁচজন প্যাসেঞ্জার ছিল অটো টিতে । বোর্ডঘর মোড়ের সামনে একটি মুরগি বোঝাই ছোট হাতি গাড়ি হঠাৎ করে রাস্তার মাঝখানে ঘুরিয়ে দেয় । তখন অটোটি সজোড়ে ধাক্কা মারে ছোট হাতি গাড়ি টিকে, অটোতে থাকা পাঁচ জনের মধ্যে তিনজন গুরুতর জখম হয় ।

অটো এবং ছোট হাতি গাড়ির মধ্যেখানে চলে আসে একটি সাইকেল । সাইকেল আরোহীও গুরুতর আহত হয় । সকলকে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসা হয় । অটোতে থাকা একটি মেয়ে এবং সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজানো হওয়ায় তাদের কে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে । নিউ ব্যারাকপুর থানার পুলিশ দুটো গাড়িকে তুলে নিয়ে যায় । এবং মুরগী গাড়ির চালককে আটক করেছে ।