North24Paragana1

May 22 2023, 18:46

হালিশহরে ভেঙে ফেলা হল স্কুল, রাস্তায় খুদে পড়ুয়ারা


উত্তর ২৪ পরগনা: এবার হালিশহরে বাঘমোড় দীর্ঘ কয়েক বছর ধরে দু:স্থ দরিদ্র বাচ্চাদের নিয়ে চলতো বেসরকারি উদয়ন স্কুল।২০১৪ সাল থেকে চলতো এই প্রাইভেট প্রাইমারি স্কুল টি। অবশেষে রাতের অন্ধকারে জমির মালিকপক্ষ কোনরকম কোন কিছু না জানিয়ে ভেঙে ফেলে স্কুল বিল্ডিং টি। স্কুল ভেঙ্গে ফেলায় রাস্তায় খুদে পড়ুয়া ছাত্রছাত্রীরা। অনুরোধ মুখ্যমন্ত্রী বিধায়ক চেয়ারম্যানের কাছে তাদের আবার যেন পড়ার সুযোগ করে দেওয়া হয়।

North24Paragana1

May 22 2023, 13:51

*শ্যামনগর মিলনগড়ে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু দুই কিশোরের *


উত্তর ২৪ পরগনা: পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৯ নম্বর শ্যামনগর মিলনগড় পুকুরে । মৃতদের নাম বিনায়ক সিং ( ৭) ও পীযুষ কুন্ডু ( ৬)। এঁরা ভাটপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের আতপুর নতুন পল্লির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অনেক বাচ্চা পুকুরে স্নান করতে নেমেছিল।

পীযুষ ও বিনায়ককে ডুবে যেতেই অন্যরা চিৎকার শুরু করে। এলাকার লোকজন দুজনকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পাড়ায় দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আতপুর নতুন পল্লী এলাকায়।

North24Paragana1

May 22 2023, 11:21

*বসিরহাটের তৃণমূল সাংসদের নিদান, ভোট চাইতে আসলে বাঁশ দিয়ে তাড়ান*


উত্তর ২৪ পরগনা:বসিরহাটের দক্ষিণ বিধানসভার সোলাদানা স্কুল সংলগ্ন মাঠে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা ছিল আজ । উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি , বসিরহাট সাংসদ নুসরাত জাহান সহ তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব । এছাড়াও উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থকরা । সাংসদ নুসরাত জাহান বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র বাংলার মানুষের জন্য কিছু দেয় না । ১০০ দিনের টাকা আটকে দিয়েছে। বাংলার মানুষ তোমাকে ভোট দেবে কেন বাংলার মানুষের জন্য তুমি কি করেছো ।

একটাও ভোট দেবে না বসিরহাটের মানুষ বড় বাঁশ রেডি করবে আর ওই বাঁশ দিয়ে ঘাপা ঘাপ ঢাপা ধাপ দেওয়ার নিদান দিলেন । পঞ্চায়েত ভোটে আবার প্রমাণ দেবে সে কংগ্রেস আসুক আর বিজেপি আসুক ,আসলে আমরা ডাবল ইঞ্জিন সরকারকে বিশ্বাস করিনা ।

North24Paragana1

May 21 2023, 12:25

ভাটপাড়ার মণ্ডলপাড়ায় সেন বাড়ির নিরাপত্তারক্ষী নিখোঁজ


উত্তর ২৪ পরগনা:৩ দিন ধরে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তীপুর মন্ডলপাড়ায় প্রাচীন সেন বাড়ির নিরাপত্তারক্ষী । ছেলের খোঁজ পেতে রবিবার সকালে অবন্তীপুর মন্ডল পাড়ায় হাজির হয়েছেন নদীয়ার বগুলার বাসিন্দা সাবিত্রী বিশ্বাস। নিরাপত্তারক্ষী তাঁর ছেলে ৪০ বছরের অশোক কুমার বিশ্বাস বৃহস্পতিবার সন্ধের পর থেকে নিখোঁজ।

এদিন ছেলের কর্মস্থলে এসে বৃদ্ধা সাবিত্রী দেবী দেখেন ঘরের মধ্যে প্যান্টের পকেটে মোবাইল ও মানিব্যাগ রয়েছে। কিন্তু বেপাত্তা ছেলে। ছেলের খোঁজ পেতে এদিন তিনি ভাটপাড়া থানার দ্বারস্থ হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও চাইছেন, মিশুকে শান্ত স্বভাবের অশোক সুস্থভাবেই ফিরে আসুক।

North24Paragana1

May 21 2023, 09:51

বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, মৃত তিন বাইক আরোহী


উত্তর ২৪ পরগনা:ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে যাচ্ছিল তিনজন যুবক বাইক নিয়ে।বাইক খুব জোরে চালাচ্ছিল ওই তিন যুবক। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটির রোডে এক পিকআপ ভ্যানের সঙ্গে খুব গতিতে ধাক্কা মারে ওই বাইক।

বাইকে থাকা তিনজন যুবক বি টি রোড এ ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া তেতুলতলা মোড় এলাকায়, ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

North24Paragana1

May 19 2023, 19:01

*রেললাইনের ধারে গলার নলী কাটা অবস্থায় ভীন রাজ্যের যুবকের মৃতদেহ উদ্ধার*

উত্তর ২৪ পরগনা: আগ্রার বাসিন্দা যুবক ৩২ বছর বয়সী রাকেশ শর্মা বরানগর ন'পাড়া এলাকায় দিনমজুরের কাজ করত।গত তিনদিন ধরে নিখোজ ছিল রাকেশ।নিখোজের অভিযোগ করা হয়েছিল বরানগর থানা ও দমদম জিআরপি তে।আজ বরানগর ন'পাড়া রেল লাইনের ধারে জঙ্গলে গলার নলিকাটা অবস্থায় রাকেশ শর্মার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বরানগর থানা ও দমদম জিআরপির পুলিশকে।

রাকেশ শর্মার পরিবারের লোকজন অভিযোগ করছে রাকেশ শর্মাকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাকেশের এক বন্ধু মুকেশের দিকে অভিযোগের আঙুল তুলছে পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ ও দমদম জিআরপির আধিকারিকেরা।

North24Paragana1

May 19 2023, 14:46

পানিহাটির দণ্ড উৎসব উপলক্ষ্যে পানিহাটি মহোৎসবতলা ঘাট পরিদর্শনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা


উত্তর ২৪ পরগনা: এবছরের দন্ড মহোৎসব দেখতে দেখতে পদার্পণ করল ৫০৭ বছরে। গত বছর দন্ড মহোৎসবে একটা বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাকে পুনরায় যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগী হয়ে এ বছর ৫০৭ বছরের দন্ড মহোৎসব সুন্দরভাবে ভক্তরা আসতে পারে পুজো দিতে পারে তার জন্য নেমে পড়েছে প্রশাসন। তাদের পক্ষ থেকে গত ১৬ তারিখে পানিহাটি পৌরসভায় উচ্চপর্যায় আলোচনা হয় দীর্ঘক্ষণ।

সেই আলোচনার পরেই আজ সকালে পানিহাটি মহোৎসবতলা ঘাটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলে রাস্তা দেখে তারা মন্দির কর্তৃপক্ষ সহ বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। জায়গাটি ও ঘুরে দেখেন যাতে কোনোভাবেই দুর্ঘটনা না ঘটে। তার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে।

এদিন ডিসি সেন্ট্রাল, আই সি খরদহ সহ সব উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন ।তারা পুঙ্খানুপুঙ্খভাবে এলাকা পরিদর্শন করেন।

North24Paragana1

May 19 2023, 14:42

খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত তিন


উত্তর ২৪ পরগনা:ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া ব্লকের ফতুল্য পুর গ্রামে ফকির পাড়ার মাঠে । আজ সকালে কাঁকরোল খেতে কাজ করতে এসেছিল বাগানের মালিক আনারুল জামার। বয়স ৪৮ ।তার দিয়ে কাঁকরোল খেতের মাচা তৈরি করে কাঁকরোল চাষ হয় । সেই তারেই হাত লাগা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয় আনারুল জামাতদার । পাশে থাকা আনারুল জমাদ্দারের ছেলে রহমান জমাদ্দার বয়স ১৮ বাবাকে বাঁচাতে এসে বিদ্যুৎপৃষ্ট হয় ।

তারপর পাশে থাকা আরও এক ব্যক্তি রফিকুল ফকির ব (৫৫ ), ঘটনা দেখার পর তড়িঘড়ি ছুটে গিয়ে বাঁচাতে যায় পর পর তিনজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ ।তিনজনের বডি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় ।

North24Paragana1

May 18 2023, 16:15

এগারার বিস্ফোরণ এর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইনের সভায় বললেন অর্জুন সিং


উত্তর ২৪ পরগনা;পুলিশ নিস্ক্রিয়!! তাই এগরার ঘটনা ঘটেছে! মুখ্যমন্ত্রী ও একই কথা বলেছেন।পুলিশ কে আরো সক্রিয় হতে হবে। না হলে এই ঘটনা বারে বারে ঘটবে।

এছাড়াও জুটমিল মালিকদেরও অর্জুন সিং এর হুশিয়ারি ,কোন রকম শ্রমিক স্বার্থে আঘাত লাগলে আন্দোলন এবং ধম'ঘট চলবে।কখনো হাল্কা আন্দোলন, আবার কখনো ধম' ঘটে যাবার নির্দেশ শ্রমিকদের।

North24Paragana1

May 18 2023, 16:13

বারাসাত স্টেডিয়াম পরিদর্শনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী


উত্তর ২৪ পরগনা:আজ বারাসাত স্টেডিয়াম পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রথীন ঘোষ সহ তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা। মাঠ পরিদর্শন করে ক্রীড়া মন্ত্রী জানান, অ্যাস্ট্রাফ অবিলম্বে তুলে ফেলা হবে এবং সামনের মরশুম থেকেই যত দ্রুত সম্ভব খেলা শুরু করার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী ।