Howrah

May 20 2023, 07:33

*শুরু হল হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা*


আজ থেকে হাওড়া পুরি বন্দেভারত এক্সপ্রেস বাণিজ্যিক যাত্রা শুরু করলো। হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স থেকে সকাল ৬:১০ নাগাদ পুরি উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে রওয়ানা হয় বন্ধে ভারতে এক্সপ্রেস।

এই ট্রেনে বহু সংখ্যায় মানুষ উড়েযাত্রার উদ্দেশ্যে রওনা দেন এর পাশাপাশি রাস্তার রেললাইন ধারে বহু মানুষ দাঁড়িয়ে তাকে এক ঝলক পাবার জন্য অপেক্ষায় থাকেন ও বন্দে ভারত এক্সপ্রেস আসলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।

Howrah

May 19 2023, 17:06

*উদ্বোধন হল রাস্তা পরিস্কার করার মেশিন*

আজ উনিশে মে হাওড়া পৌর নিগমের সাফাই বিভাগের আয়োজনে হাওড়া পৌর নিগমের ভেতরের রাস্তায় একটি মেশিন উদ্বোধন করলেন হাওড়া পৌর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয় সেই মেশিনটিকে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন সুজয় বাবু। তিনি জানালেন হাওড়া শহরের যত রাজপথ আছে। সেই রাস্তাগুলি এই মেশিনের দ্বারা পরিষ্কার রাখা হবে। উনাদের লক্ষ্য গ্রীন হাওড়া ক্লিন হাওড়া। আজকে আনুষ্ঠানিকভাবে এই মেশিনের সূচনা করা হলো পরবর্তীকালে আরেকটি মেশিন আনা হবে বলে জানালেন সুজয় বাবু।

তিনি বললেন এই গাড়িগুলোকে রোড ক্লিপার গাড়ি বলা হয়। এর কাজ হল রাস্তায় যত ময়লা পড়ে থাকবে সেগুলোকে পরিষ্কার করা এবং রাস্তায় তার পাশাপাশি জল দেওয়া এই গাড়িগুলোর মূল্য ৪৫ লক্ষ টাকা এবং তিনিও আরো বলেন হাওড়া তে এই ধরনের অত্যাধুনিক রোড ক্লিনিং গাড়ি প্রথম চালু করা হলো তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী কে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং হাওড়া কর্পোরেশনের অনুমোদনে এই মেশিন দুটি পাওয়া গেছে রাস্তা পরিষ্কারের জন্য।

এই থেকে বোঝা গেল হাওড়া বাসির কাছে এটি একটি বড় পাওনা তার পাশাপাশি সুজয় বাবুকে জিজ্ঞেস করা হলে এই মেশিনের জন্য তো অনেকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তখন তিনি জানালেন না কারোরই কর্মসংস্থান বন্ধ হবে না। হাওড়া শহরে বড় রাস্তা বাদে অনেক ছোটখাটো রাস্তা আছে যেগুলোতে তারা কাজ করবে। তাই কারো কর্মসংস্থান ছেদ হওয়ার কোন কারণ নেই। বলে জানালেন হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়।

Howrah

May 19 2023, 17:04

* আগ্নেয়াস্ত্র বিক্রি করতে ধরা পড়ল দুস্কৃতি*


গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হাওড়া লিলুয়া থানার পুলিশ চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেরি এলাকায় অভিযান চালায়।এখান থেকে গ্রেফতার করে দুজনকে।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রি করতে এসেছিলো।

আজ দুজনকে হাওড়া আদালতে তোলা হয়।বলে পুলিশ সূত্রের খবর জানা যায় ধৃত ওই ব্যক্তিদের নাম বিপ্লব ঢালী(২০)। বাড়ি বেহালার সরশুনা,অপর ব্যক্তির নাম শুভদীপ পাল(৩৫) ঠাকুরপুকুরের বাসিন্দা।এদের কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়েছে পুলিশ।ধৃতেরা আগ্নেয়াস্ত্র কোথায় বিক্রি করতে এসেছিলো এবং ওই আগ্নেয়াস্ত্র দিয়ে কি ধরনের অপরাধ সংগঠিত করা হতো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Howrah

May 19 2023, 17:01

*জুটমিল ভয়াবহ অগ্নিকাণ্ড*


ঘুষুড়ির তিরুপতি জুটমিলে আগুন।মিল সূত্রে জানা গেছে এদিন দুপুর দুটো নাগাদ মিলের গোডাউনে স্তূপাকার জুটে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে জুটের গাট। কর্মীরা সেই সময় মিলে কাজ করছিল। তারা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দমকলে খবর দিলে ঘটনাস্থলে একে একে চারটি ইঞ্জিন পৌঁছায়।

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা চারদিক থেকে জল ছিটিয়ে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের পক্ষ থেকে জানানো হয়েছে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রচুর টাকার পাট ভস্মীভূত হয়েছে। কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকে এই আগুন।

Howrah

May 18 2023, 14:20

*হাওড়া- পুরি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী*


আজ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দক্ষিণপূর্ব রেলের কটক, পুরী স্টেশনের নবিকরন সহ নতুন রেল লাইনের উদ্বোধনও করা হয়।

এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানোর জন্য মূলত এই অনুষ্ঠান।এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। তিনি তার ভাষণে বন্দে ভারত ট্রেনের চালু হওয়ার বিষয়ে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

Howrah

May 17 2023, 19:35

* বন্দে ভারতের সূচনা আগেই সেজে উঠলো হাওড়া স্টেশন*

আগামীকাল চালু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই নিয়েই হাওড়া স্টেশনে সাজো সাজো রব। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আজ হাওড়া স্টেশনে আসেন দক্ষিণ পূর্ব রেলের এডিশনাল জেনারেল ম্যানেজার অতুল্য সিনহা।

রেল সূত্রের খবর বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি চলবে। অন্যদিন সকাল ছটা দশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর বারোটা পয়ত্রিশ মিনিটে পুরীতে পৌছাবে। আবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে পুরী থেকে ছেড়ে ট্রেনটি রাত আটটা তিরিশ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

Howrah

May 17 2023, 17:40

*জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথে নামল পুরসভা*

বর্ষায় শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে নড়েচড়ে বসল হাওড়া পুরসভা। আজ সকালে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে ইঞ্জিনিয়াররা। প্রশাসক মন্ডলীর সদস্য বাপি মান্নার নেতৃত্বে পুরসভার ইঞ্জিনিয়াররা, ৭, ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডের নিকাশি নালাগুলি ঘুরে দেখেন।

প্রতি বছর বর্ষায় হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ৫০ টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ১৬ টি ওয়ার্ডে কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যায় পড়েন শহরবাসী। এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাওড়া পুরসভা এ বছর বর্ষার আগেই বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে পুরসভা। যাতে জমা জল দ্রুত নেমে যায়। সুজয় চক্রবর্তী জানান গত বছরের মতো এবারও বর্ষার আগে তারা নর্দমা থেকে পলি তোলার কাজ শেষ করতে চান। যাতে দ্রুত জল বেরিয়ে যেতে পারে। তিনি বলেন বেশি বৃষ্টিতে জল জমলেও তা দ্রুত নেমে যাবে। এর পাশাপাশি তিনি বর্ষার আগে ভাঙ্গা রাস্তা সারানোর কাজ শেষ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন।

Howrah

May 17 2023, 12:25

*আগামীকাল উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেসের*


আগামী ২০ শে মে শনিবার থেকে শুরু হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।  তার জন্য আজ ১৭ ই মে থেকে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। এই ট্রেনটি হাওড়া থেকে ৬:১০ তে ছাড়বে ও সেই দিন দুপুরবেলা ১২: ৩৫ এ পুরী তে পৌঁছবে, আবার দুপুর ১৩:৫০ পুরী থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দেবে।

 হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর কোনজার রোড, কোটক, ভুবনেশ্বর, খুরদা রোড এ দাঁড়াবে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ডিসেম্বর মাসে উদ্বোধন হওয়ার পর ভালো সাড়া পড়েছে রাজ্যে। তাই এইবার দ্বিতীয় বন্দে ভারত চলতে শুরু করবে কেন্দ্রীয় সরকার।

Howrah

May 16 2023, 19:12

*অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা*

উত্তর কলকাতা কালচারাল সোসাইটি আয়োজিত কবি প্রণাম উপলক্ষ্যে, উত্তরপাড়া আনন্দবিতান এর কর্ণধার নরেশ রায় চৌধুরী ও পাপড়ি রায় চৌধুরীর নির্দেশনায় এবং সর্বানী সেনের নৃত্য পরিচালনায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে, অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দোপাধ্যায় এর সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Howrah

May 15 2023, 18:26

*সন্ধ্যা নামতেই শুরু ঝড় বৃষ্টি*

হাওড়ায় সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি।শহর জুড়ে কালো আকাশ।তীব্র গরমের পর অবশেষে মিলল স্বস্তি।তাপমাত্রা কমলো বেশ কিছুটা।বাতাসে ঠান্ডার আমেজ।