Nadia

May 16 2023, 17:48

*পরীক্ষার প্রথম দিনেই কলেজে ভাঙচুর*

পরীক্ষা শুরুর প্রথম দিনেই তৃণমূলের দুই কলেজের ছাত্র সংসদের সংঘর্ষে রণক্ষেত্র নদীয়ার শান্তিপুর কলেজ, দফায় দফায় ভাঙচুর।

 স্নাতক স্তরের ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা হিসাবে কম্পালসারি বাংলা ছিলো আজ। শান্তিপুর কলেজে সিট পড়ে কৃষ্ণনগর ডিএল রায় কলেজের ১০৮০ জন পড়ুয়াদের।

পরীক্ষা শুরুর আগে, ছাত্র-ছাত্রীদের কথা অনুযায়ী ,শান্তিপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে ডি এল রায় কলেজের ইউনিয়নের ছেলেদের সাথে শান্তিপুর কলেজের এক অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের বচসা বাধে ।

তবে, পরীক্ষার্থী না হয়ে শান্তিপুর কলেজ ক্যাম্পাসে কিভাবে ঢুকলো ইউনিয়নের ছেলেরা সে প্রসঙ্গে শান্তিপুর কলেজের আরক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরীক্ষার্থী না হয়েও তারা কলেজে প্রবেশ করতে চাইছিলো পরীক্ষায় নকল করার সহযোগিতার জন্য, বাধা দিলেই এই বাধে এই অশান্তি । 

এরপর তারা ক্লাসরুমের সামনে রাখা বেশ কয়েকটি গাছের টব ভাঙচুর করে। পরীক্ষা কেন্দ্রের দরজা জানলা ভাঙচুর করে, বেশ কিছুটা সময় বিলম্বে শুরু হওয়ার পর, শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে আবারো রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিপুর কলেজ।

অন্যদিকে শান্তিপুর কলেজের সিট পড়েছিলো কৃষ্ণনগর গভমেন্ট কলেজেএ সেখানেও বেশ কিছু ছাত্রদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

তবে এ বিষয়ে, প্রথম অশান্তির সূত্রপাতের সাক্ষী অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল এ বিষয়ে মুখ খোলেননি।

প্রধান অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য আজ উপস্থিত না থাকার কারণে, ভারপ্রাপ্ত অধ্যাপক দীপঙ্কর ভট্টাচার্য জানান গোটা বিষয়টি অধ্যক্ষা এবং গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

তবে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুর কলেজের নিরাপত্তা বিষয়ক সিসি ক্যামেরা, শান্তিপুর থানার পুলিশ পোস্টিং, এবং গেটে কড়া নিরাপত্তা কোনটাই নজরে আসেনি অভিভাবকদের।

Nadia

May 16 2023, 17:45

* ১৫ দফা দাবি নিয়ে পথে নামলো স্বাস্থ্য কর্মীরা*


করোনা পরবর্তী সময় থেকে একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে রাজ্যের আশা কর্মীরা। অভিযোগ, কর্ম ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনা ও স্বল্প মজুরি সহ বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও অনেক সময় হেনস্থা, নিপীড়নের ঘটনাও ঘটে। সরকারি কর্মীর স্বীকৃতি সহ মাসিক ২১ হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক দাবিতে বিভিন্ন জেলার স্বাস্থ আধিকারিক এর কাছে ডেপুটেশন, বিক্ষোভ সংঘটিত করেছিলো।

যা তাদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি সরকারি তরফে।

তবে এবার স্বাস্থ্যকর্মী হিসেবে সামাজিক স্বীকৃতি দাবি তুলেছে তারা। সাথে ভাতা বৃদ্ধি সহ পনের দফা দাবি।

বকেয়া সমস্ত প্রাপ্য মেটানোর দাবিও তুলেছেন তারা। তারা বলেন করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন তার পুরস্কার স্বরূপ সরকার কর্তৃপক্ষ ঘোষণা করেছিল এক লক্ষ টাকা বীমার , কিন্তু তাও মেলেনি তাদের। বরং মেলা খেলা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে তাদের বিনা পারিশ্রমিককে যেতে বাধ্য করা হয়।

এমনকি ন্যূনতম সময় না দিয়েই তাৎক্ষণিকভাবে কিছু কাজের রিপোর্ট জমা দিতে বলা হয়, ঘরে বাইরে এভাবে চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও বকেয়া না পেয়ে আজ তারা বিক্ষোভ দেখায় নদীয়ার কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে। ডেপুটেশন দেয় সি এম ও এইচ কে। তবে তারা বলেন আগামী দিনে তারা আরো সঙ্ঘবদ্ধ হয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবেন।

Nadia

May 15 2023, 20:38

*উদ্ধার হল হোরোইন! গ্রেফতার ২*


লক্ষাধিক টাকার হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করলো এসটিএফ। সূত্রের খবর, রবিবার ভোররাতে গোপনসূত্রে খবর পেয়ে নদীয়া এসটিএফ রানাঘাট থানাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে রানাঘাট থানার খেদাইতলা এলাকা থেকে দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করে।

ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। সোমবার নদীয়া এসটিএফ তদন্তের স্বার্থে ধৃত দুই হেরোইন পাচারকারীকে নিজেদের হেফাজতে চেয়ে কৃষ্ণনগর NDPS আদালতে তুললে বিচারক তাদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Nadia

May 15 2023, 16:12

*রোগীর পাতে পড়ছে না ভাত!*

দীর্ঘ ১৪ দিন পরছেনা রোগীর পাতে ভাত । শুধু ভাত নয় জল খাবারটাও চুরি হয়ে গেছে । অভিযোগ করছেন স্বয়ং রুগীর পরিবার । বেশ কিছুদিন যাবৎ কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল সেই ছবি আমরা তুলে ধরেছিলাম । রোগীর নিজের অভিজ্ঞতা থেকে এসে জানিয়েছে চিকিৎসা করাতে এসে ভর্তির হতে হয়েছিল হাসপাতালে । মনে করেছিলাম সুস্থ হয়ে বাড়ি যাবো । বড় হাসপাতাল ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন দুদিনের মধ্যে একটা ডাক্তারও দেখতে যাননি রোগীকে । রোগীর অভিযোগ তার জ্বর কমে গেছে, বিনা চিকিৎসায় হাসপাতালে রয়েছে তখন তিনি চিকিৎসককে বলেন তাকে ছুটি দেয়ার জন্য । চিকিৎসকাকে জানান ছুটি তার হবেনা সে তখন বলে আমি হাসপাতাল থেকে চলে যাব। তুমি যেতে পারবে কিন্তু আমরা তোমাকে হাসপাতালের কোন কাগজ দেবো না । রোগী যখন বলে, কাগজ যখন দেবেন না সইয়ু আমি করব না । অভিযোগ জানান হাসপাতালে তাহলে অভিযোগ জানানো হবে রোগীর নামে । ভাবতে পারেন হাসপাতালে রোগী কেউ ভয় দেখানো হচ্ছে পুলিশের । ঘটনা জানবার জন্য বারবার ফোন করা হয়েছিল কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে বি এম ও এইচ সাথি কুন্ডুকে । তিনি ফোন তোলেন নি । রোগীর পরিবারের অভিযোগ শিশুর চিকিৎসার জন্য বলা হলে শিশুর পরিবারের সাথে খারাপ ব্যবহার করে চিকিৎসক । বিএমএইচ কে লিখিত অভিযোগ জানানো হয়েছে । আজ পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি । এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাস বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার নিজের দপ্তরের এই দশা রোগী আজ খাবার পায় না পাশাপাশি বগুলা গ্রামীন হাসপাতাল রয়েছে সেখানে খাবার চলছে তাহলে কি এখানেও কোন দুর্নীতির জাল । আবার মুখ্যমন্ত্রী গর্ব করে বলছেন তিন বছরে ডাক্তার দেড় বছরে নার্স । হাসপাতালের এই করুণ দৃশ্য দেখে সবাই হতবাক জনমানুষে প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঁচ টাকায় ডাল ভাতের ব্যবস্থা করা হয় রাজনীতির জন্য আর হাসপাতালে রোগী পায় না ভাত । কৃষ্ণগঞ্জ ভিডিও কামাল উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে মুখ খুলবেন না। অথচ তিনিও এই হাসপাতালের কমিটিতে রয়েছেন ।

Nadia

May 15 2023, 16:10

*পাট বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড*

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হয়ে গেল একটি পাট বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাজিরপুর বাজারে। আজ একটি দশ চাকার লরিতে পাট বোঝাই এর কাজ চলছিল। এমন সময় ইলেকট্রিক তার থেকে ওই লরিতে অগ্নি সংযোজিত হয়।তেহট্ট ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে করিমপুর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই, যদিও অশ্বিভূত হয়ে গেছে গোটা গাড়ির পাট।।

Nadia

May 14 2023, 15:51

*ATM জালিয়াতি তদন্তে গ্রেপ্তার ২*

এটিএম জালিয়াতি তদন্তে নেমে গ্রেপ্তার আরও দুই, মূল অভিযুক্ত দীপঙ্কর মোদক ও শিব শঙ্কর বসু নামের আরও দুজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। ধৃতরা কলকাতার বাসিন্দা এর মধ্যে শিব শংকর বসু পেশায় একজন আইনজীবী।

দীপঙ্কর মোদক এ টি এম এ টাকা ভরার কাজ করতেন। গত ২রা মে শ্রীরামপুরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মোট ৬ কোটি ২৪ লক্ষ টাকা তোলা হয়। বিভিন্ন এটিএমে টাকা ভরার জন্য এই টাকা তোলা হয়েছিল। তার মধ্যে ১ কোটি ২৯ লক্ষ টাকা জালিয়াতি হয় বলে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সঞ্জীব সরকার, সঞ্জীব পাত্র এবং সন্তু দত্ত নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদ করে দীপঙ্কর মোদক এবং শিব শংকর বসু কে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে এক কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়। ধৃতদের ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। বাকি টাকাও খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।

Nadia

May 14 2023, 12:32

*উদ্ধার হল নিষিদ্ধ কাশির সিরাপ*

চাপড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেতার আত্মীয় সহ চার জন।

চাপড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচারে এবার নাম জড়ালো শাসকদলের। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে শনিবার রাতে চার জনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতদের মধ্যে দু'জন চাপড়ার প্রভাবশালী দুই তৃণমূল নেতার ভাই ও ভাইপো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে দুটি বিলাসবহুল চারচাকা গাড়ি কৃষ্ণনগর থেকে চাপড়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা চাপড়ার দৈয়েরবাজারের চেকপোস্টের সামনে গাড়ি দুটিকে আটক করে। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ৯৯৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এরপরই ওই দুই গাড়ির চালক ও আরোহী সহ চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলো চাপড়ার বাঙালঝির বাসিন্দা সাকিল আহমেদ ও মানিক চাঁদ শেখ এবং শ্রীনগরের বাসিন্দা বাচ্চু মিস্ত্রি ও বড় বালিডাঙার বাসিন্দা আজিজুল শেখ। এদের মধ্যে ধৃত সাকিল চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য জাহান আলী মোল্লার ভাইপো এবং ধৃত বাচ্চুর ভাই গোলাম মোস্তফা মিস্ত্রি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের ঘটনায় শাসকদলের নাম জড়িয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি অপরাধীর বিচার হবে।

Nadia

May 13 2023, 16:49

*গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে শুরু উত্তেজনা*

এক গৃহবধুকে মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নদীয়ার হাঁসখালি থানা এলাকার গোবিন্দপুর কলোনি, ভাঙচুর করা হয় অভিযুক্তর বাড়ি,ঘটনাস্থলে হাসখালি থানার পুলিশ।

নদীয়ার হাসখালি থানা এলাকার গোবিন্দপুর কলোনির পিংকি মন্ডল এবং পুণ্য মন্ডল নামে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গন্ডগোল বাঁধতো। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার মীমাংসা করার চেষ্টাও করেন। স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে অভিযুক্ত স্বামী পুণ্য মধ্যপান করে অশান্তি চরমে উঠলে অভিযুক্ত স্বামী পুণ্য মন্ডলের মারে গুরুতর আহত হয় তার স্ত্রী পিংকি মন্ডল। এরপর আর রাতারাতি পিংকি মন্ডলকে ভর্তি করা হয় হাঁসখালি প্রাথমিক খাদ্যকেন্দ্রে।

সেখানে তার অবস্থার অবনতি হলে পিংকিকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। পাড়া-প্রতিবেশীর অভিযোগ পিংকিকে শক্তিনগর জেলা হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। এরপর সেখানেই মৃত্যু হয় পিঙ্কির যদিও তার স্বামী কাউকে না জানিয়েই সেই দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আজ সকাল থেকেই বাড়ি থেকে বেপাত্তা অভিযুক্ত স্বামী তারপরে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে হাসখালি থানার পুলিশ পৌঁছে গন্ডগোল থামানোর চেষ্টা করেন। যদিও স্থানীয়দের অভিযোগ যে এই ধরনের মধ্যযুগ পাড়ায় থাকায় তাদের পরিবেশ নষ্ট হচ্ছে তাই তারা চান অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি।

Nadia

May 13 2023, 16:47

*কল্যাণীর এইমস্ হাসপাতালে বক্তব্য রাখলেন রাজ্যপাল*

নদীয়ার কল্যাণী এইমস্ হাসপাতালের NMOCON 2023

42nd Annual National Conference of medicine Medicos Organisationব যোগ দেন রাজ্য পাল ডঃ সি ভি আনন্দ বোস। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী এইমস্ হাসপাতালের ডাইরেক্টার রামজী সিং, ভিনরাজ্যের একাধিক এইমস্ হাসপাতালের ডাইরেক্টার সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠান ১৩ ও ১৪ মে ২০২৩ এই দুদিন চলবে বলে জানাযায়। এই অনুষ্ঠানে স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা।

Nadia

May 13 2023, 16:09

*বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল*

হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর সি বি আনন্দ বোস। তাকে ফুলের বুকে দিয়ে বিশ্ববিদ্যালয় স্বাগত জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভাগে ভাগে দফা দফা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের টিচিং নন টিচিং স্টাফ, প্রফেসর সকলের সঙ্গে তিনি আলোচনা সারবেন বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্রে।