*রাজ্যে বন্ধ "দ্য কেরালা স্টোরি" নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে*
কলকাতা: রাজ্যে বন্ধ "দ্য কেরালা স্টোরি"নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন।আবেদন করা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।মামলা দায়ের করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
মামলাকারীর আবেদন,এই ভাবে নোটিফিকেশন জারি করে সিনেমা বন্ধ করা যায় না। এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপের সমান। জনস্বার্থ মামলায় নোটিফিকেশন খারিজের আবেদন মামলাকারী আইনজীবীর।জরুরী ভিত্তিতে শুনানির আবেদন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
![]()
May 10 2023, 13:23