Eastmedinipur

Apr 20 2023, 15:56

*ভালো কাজের জন্য স্বাস্থ্য দপ্তরকে পুরস্কার প্রদান*


তমলুক: সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা আরো ভালোভাবে দিতে স্বাস্থ্য কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ গুলিকে পুরস্কৃত করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার সাব ডিভিশনাল হসপিটাল, ব্লক প্রাথমিক হেলথ সেন্টার, রুরাল হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার গুলিকে কায়াকল্প প্রকল্পের মাধ্যমে তুলে দেওয়া হলো পুরস্কার । প্রথমে পরিকাঠামো গত এবং তাদের কার্যক্ষমতার ওপরে উৎকর্ষতা পরিমাপ করা হয়, সমগ্র হাসপাতালের ডাক্তার থেকে হাসপাতাল পরিষ্কার করার সুইপার পর্যন্ত যে পরিষেবা প্রদান করে সমস্ত পরিষেবার মধ্য দিয়ে হাসপাতাল গুলির মধ্যে যে রেশ হয় তারই ভিত্তিতে প্রথমে হাসপাতাল স্তর এরপর জেলা স্তর, রাজ্য স্তর শেষে জাতীয় স্তরে পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে কায়াকল্প প্রকল্পের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্তরে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে গড় ময়না জাতীয় স্তরের পুরস্কার পায় এবং ১৮টি প্রাইমারি হেলথ সেন্টার রাজ্য স্তরের পুরস্কার পায় এছাড়াও সাব ডিভিশনাল হসপিটাল ও রুরাল হসপিটাল মিলে আরো ১৩ টি রাজ্য স্তরের পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি হেলথ অজয় কুমার বোস, পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী বিভাস রায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ। আগামী দিনে সমস্ত স্বাস্থ্য কর্মীরা যাতে সাধারণ মানুষকে ভালোভাবে পরিষেবা দিতে পারে সেই কারণেই তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

Eastmedinipur

Apr 19 2023, 19:38

* শিশু চোর রুখতে পথে নামল এলাকাবাসী*

মেছেদার কাকডিহি বাজারে শিশু চোর সন্দেহে অচেনা এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

১৯ ই এপ্রিল বুধবার পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের মেছেদার কাকডিহি বাজারে দুপুর নাগাত এক অচেনা যুবককে দেখতে পান এলাকাবাসি এরপর তাকে বিভিন্ন রকম প্রশ্নের মধ্য দিয়ে জিজ্ঞাসা বাদ করা হলে এলাকাবাসীর সন্দেহ হয় যে তিনি কোন শিশুকে চুরি করার মন্তব্য করছিলেন।

কার্যত এর পরেই তাঁকে শিশু চোর সন্দেহেই এলাকাবাসী ঘিরে ধরে ওই বাজারের মধ্যে এক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই করেন এরপর কোলাঘাট থানার পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেন ওই অচেনা ব্যক্তিকে। এই ঘটনার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Eastmedinipur

Apr 19 2023, 18:36

*পান চাষী সমস্যা সমাধানে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক*


পানের গুছিতে ৫০ টি র বেশি পান না দেওয়া, দাম ভাঙানি এবং উৎকোচ নেওয়া বন্ধ করা, নির্ধারিত দিনের বাইরে পান না কেনার দাবিতে সারা বাংলা পান চাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে বারে বারে অভিযোগ জানানো হয়েছে জেলাশাসক দপ্তরে। আজ জেলা শাসক পূর্ণেন্দু মাজীর পৌরহিত্তে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন দিব্যা মোরগেসন, হটিকালচার দপ্তর ও রেগুলেটেড দপ্তর এর প্রতিনিধি, ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং পান চাষী সমন্বয় সমিতির প্রতিনিধিদের সাথে ত্রিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে জেলাশাসক চাষীদের উত্থাপিত দাবিগুলির প্রতি সহমত হয়ে উপস্থিত অন্যান্য আধিকারিক এর কাছে জানতে চান বিষয়গুলির সত্যতা। তারা বিষয়টি ঠিক বলে জানালে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। ট্রেডারস এসোসিয়েশনের আধিকারিকগণ অভিযোগ করেন অন্যান্য জেলায় চাষিরা গুছিতে বেশি দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও চাষী প্রতিনিধিরা মালিকদের সমস্ত বক্তব্য ঠিক না বলে প্রতিবাদ করেন।

সর্বশেষ জেলা শাসক নির্দেশ দেন ৭ থেকে ১০ দিনের মধ্যে রেগুলেটেড কমিশনের আধিকারিকগন মার্কেট স্টাডি করবেন। চাষিরা দাম ঠিকমতো পাচ্ছেন কিনা, যা দরদাম হচ্ছে পানের সেই মতো শেষ পর্যন্ত তারা পাচ্ছেন কিনা এগুলোর সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য। সেই মোতাবেক পরবর্তী ব্যবস্থা তিনি নেবেন এবং নবান্নের কাছে আর্জি জানাবেন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনকে নিয়ে রাজ্যে এরকম ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করার ব্যবস্থা নেবেন।

পান চাষী সমিতির জেলা সভাপতি বিবেকানন্দ রায় বলেন আজকের বৈঠক দীর্ঘ আন্দোলনের ফসল। আমরা আশাবাদী জেলাশাসক দ্রুত বিষয়টি সমাধান করবেন। চাষীদের কাছে আবেদন পানকে কৃষি পণ্য করা, ন্যায্যদাম পাওয়া সহ অন্যান্য দাবিগুলি আন্দোলনের মধ্য দিয়েই আদায় করা সম্ভব। তিনি সকলকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

Eastmedinipur

Apr 19 2023, 17:46

* তীব্র তাপদহের মাঝে ফের টর্নেডো*

তীব্র তাপদাহে হাসফাস সাধারণের জিবন, তার মাঝে হঠাৎ ঘূর্ণিঝড়ের দেখা, আতঙ্কিত হলদিয়া শিল্পাঞ্চলের ক্ষুূদিরান নগরে।

কয়েক দিন ধরে চলছে পূর্ব মেদিনিপুর জেলার তাপপ্রবাহ দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে, কখনো 42 ডিগ্রি সেলসিয়াস আবার কখনো 43 ছাড়িয়ে, এর মাঝেই হঠাৎই ঘূর্ণিঝড় অতিরিক্ত গরমের ফলেই এই ধরনের ঘূর্ণিঝড় দাবি স্থানিয়দের, এলাকার মানুষ বেশকিছুটা আতঙ্কিত।

পার্শ্ববর্তী হুগলি নদী থেকেই তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ক্ষুদিরামনগরে এমনটাই দাবি স্থানীয়দের। তবে সিটি সেন্টার আই টি মাঠ পর ক্ষুদিরামনগরে টর্নেডো টাইপ এই ঘূর্ণিঝড় দেখতে পায় স্বানিয় মানুষজন আকর্ষণ এর পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি করেছে এই টর্নেডো টাইপ ঘূর্ণিঝড়।

Eastmedinipur

Apr 19 2023, 08:55

ভোররাতে নিমতৌড়ীতে মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক, আহত এক


তমলুক: হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নিমতৌড়ির DM অফিসে কাছে। একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই মেশিন ভ্যান সহ একাধিক গাড়িতে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু এক, আহত এক‌।

সূত্রে খবর, সোমবার ভোর চারটা নাগাদ তিনটে ইটবোঝাই মেশিন ভ্যান নন্দকুমার দিক থেকে নিমতৌড়িতে দিকে যাওয়ার সময় একটি মেশিন ভ্যানের টায়ার বাস্টা হয়ে যাওয়ার কারণে রাস্তা পাশে সারাচ্ছিলেন। নন্দকুমারের দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই মেশিন ভ্যান সহ একাধিক গাড়িতে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, গুরুত্বর যখম এক।

ঘটনা স্থলে পৌঁছায় জাতীয় সড়কের এম্বুলেন্স। যখম ব্যক্তিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ভোর রাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্প্রতি কয়েক মাস আগে দুর্ঘটনায় এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছিলো। তারপর আবার এই ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Eastmedinipur

Apr 18 2023, 17:05

*ভারতবর্ষের মধ্যে এই প্রথম সতী পীঠের ৫১ পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে তুলে দেওয়া হলো স্বাস্থ্যসম্মত ভোগের সার্টিফিকেট*


পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ৫১ পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে প্রতিদিন প্রায় ৫০০ থেকে হাজার ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন। মন্দিরের ভোগ যাতে স্বাস্থ্যকর হয় সেই কারণেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মন্দির কর্তৃপক্ষর হাতে আজ ফুড সেফটি দপ্তরের তরফ থেকে সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।

বেশ কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি দপ্তরের আধিকারিক মিনু কুন্ডু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এই সার্টিফিকেটের বিষয় নিয়ে, এরপরে দ্রুত মন্দির কর্তৃপক্ষ যে সমস্ত নিয়মাবলী রয়েছে এই সার্টিফিকেট পাওয়ার জন্য সেই সমস্ত নিয়মাবলী পূরণ করে ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেন।

ফুড সেফটি দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয় এরপর অডিট সম্পূর্ণ হওয়ার পরেই সমস্ত নিয়মাবলী মেনেই মঙ্গলবার দুপুরে দেবীর বর্গভীমা মায়ের মন্দিরে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি উপস্থিত হয়ে এই সার্টিফিকেট তুলে দেন মন্দির কর্তৃপক্ষের হাতে। জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে, পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি আধিকারিক মিনু কুন্ডু সহ অন্যান্যরা।

সারা ভারতবর্ষের একান্ন পীঠের মধ্যে দেবী বর্গভিমা মায়ের মন্দির এই প্রথম এই ধরনের সার্টিফিকেট প্রদান করা হয় এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়। এই সার্টিফিকেটে যাতে সম্মান আগামী দিনে রাখতে পারা যায় সেই কারণে ভোগের দিকে আরও বেশি করে নজর থাকবে মন্দির কর্তৃপক্ষের সার্টিফিকেট হাতে পাওয়ার পর এমনটাই জানান বর্গভীমা মন্দির কমিটির সম্পাদক শিবাজী অধিকারী।

Eastmedinipur

Apr 18 2023, 16:42

*পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি*

ঝটিতি সফরে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ হেঁড়িয়াতের বিজেপি নেতৃত্বদের সঙ্গে করলেন আভ্যন্তরীণ বৈঠক৷ এবং বৈঠক শেষেই ফের তিনি ছাড়লেন জেলা৷ তাৎপর্যপূর্ণভাবে, এদফার সফরে সংবাদমাধ্যমের সামনে একটি শব্দও খরচ করতে দেখা গেল না স্মৃতিকে৷ যা নিয়ে ইতিমধ্যেই কর্মীদের অন্দরে জল্পনা তুঙ্গে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক বলেই কি স্মৃতির মুখে কুলুপ?

একান্ত আলাপচারিতায় এই নিয়ে আলোচনা বাড়ছে কর্মীদের অন্দরে৷এদিন সকাল ১২ টা নাগাদ সড়ক পথে হেঁড়িয়া পৌঁছায় কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে কাঁথি সংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বরা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে সংবর্ধনা জানাতে হাজির ছিলেন৷ তবে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু৷ স্থানীয় একটি বেসরকারি হোটেলে বিজেপি নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন স্মৃতি। দলীয় সূত্রের খবর: পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই দলের রূপরেখা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷

বৈঠকে উপস্থিতি ছিলেন বিজেপির দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র সহ বিজেপি নেতৃত্বরা। প্রায় এক ঘন্টা বৈঠক করার পর আবারও গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও প্রতিক্রিয়া দেননি স্মৃতি৷ তাঁর সাফ কথা, ‘কোনও উত্তর দেব না৷’’ কিন্তু কেন? তা নিয়েই বাড়ছে কর্মীদের জল্পনা৷

Eastmedinipur

Apr 17 2023, 16:29

*মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সি*

জেলাশাসকের দপ্তরে মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সি। ভর্তি তাম্রলিপ্ত গভরমেন্ট মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এ। তীব্র গরমে ও অতিরিক্ত কাজের চাপের জেরে অসুস্থ বলে জানালেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দিনভর 42° তাপমাত্রা। তীব্র গরমের ফলে অসুস্থ হয়ে পড়েন নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সি। দ্রুত আনা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে মিটিং চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আনা হয়। ভর্তি করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

জেলা জুড়ে ভয়ঙ্কর তাপমাত্রায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক তাপপ্রবাহের ফলে ঘরের বাইরে বের হওয়ার উপায় নেই।তবু কাজের তাগিদে রোদকে উপেক্ষা করে ঘরের বাইরে বের হতে হয় কর্মরত সকলকেই। জেলাশাসক দপ্তরে মিটিং এর সময় অসুস্থ হয়ে পড়ে নন্দকুমারের বিডিও শানু বক্সী। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা জানান যে অতিরিক্ত গরম এবং কাজের চাপ এবং গতকাল দীর্ঘ পথ জার্নি করার ফলে অসুস্থ হয়ে পড়েছেন। এখন আপাতত সুস্থ রয়েছে ওনার সিটি স্ক্যান করা হবে। তারপরে জানা যাবে মূল অসুস্থতার কারণ।

Eastmedinipur

Apr 17 2023, 14:08

*জেলার ঠিকাদারদের কাজ না দেওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিদ্যুৎ ভবনে*


পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের যেসব ঠিকাদারেরা রয়েছে তারা সারা বছর ধরে কাজ করে। সে আমফান ঝড় হোক, আর ফণী ঝড়-ই হোক বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিদ্যুতের তার সহ বিদ্যুতের একাধিক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় দ্রুত তার সঙ্গে ছাড়াইয়ের কাজ করে দিতে হয় এইসব ঠিকাদারদের। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ স্বাভাবিক রাখতে এইসব ঠিকাদারদের ওপরই নির্ভর করতে হয় বিদ্যুৎ দপ্তরকে। আরডিএসএস এর টেন্ডার বাতিল করার পাশাপাশি সারা বছর জেলায় ২০০০ এরও বেশি ঠিকাদারদের রুটি-রুটিতে আঘাত করতে চাইছে ডি সি এল এমনটাই অভিযোগ ঠিকাদারদের।

সোমবার পুরনো জেলা শাসকের দপ্তর থেকে মিছিল করে তমলুকের বিদ্যুৎ দপ্তর বিজলি ভবনে রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পূর্ব মেদনীপুর ইউনিটের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এমনটাই জানালেন ঠিকাদার সংস্থার নেতৃত্বরা।

Eastmedinipur

Apr 17 2023, 12:47

*পুলিশের মানবিক মুখ, তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি পেতে তুলে দেওয়া হলো ছাতা, জল, ওয়ারেশ ও খাবার*


পূর্ব মেদিনীপুর : দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। কোথাও কোথাও লু বইছে। ফলে কর্মরত ট্রাফিক পুলিশ থেকে ট্রাক ও গাড়ির চালকরা অস্বস্তির স্বীকার। তাদের কথা ভেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া মহকুমা ট্রাফিক পুলিশের উদ্যোগে শিল্প শহর হলদিয়ার মঞ্জুশ্রীমোড়,সিটি সেন্টার,ব্রজলালচক, রানীচক, কাপাসএড়্যা, সহ অন্যান্য জায়গায় কর্মরত ট্রাফিক পুলিশকে একটি করে ছাতা, জল, ওয়ারেশ সহ খাবার যেমন তুলে দেওয়া হয়। তেমনি জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ি, ট্রাক চালকদের ওয়ারেশ, জল ও খাবার তুলে দেওয়া।

দূর দূরান্ত থেকে গরমে গাড়ি বা ট্রাক নিয়ে আসার সময় গরমে অসুস্থ হয়ে পড়ে অনেকে। তাদের কথা ভেবে এই প্রয়াস বলে জানান ট্রাফিক কর্তারা।