Eastmedinipur

Apr 19 2023, 08:55

ভোররাতে নিমতৌড়ীতে মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক, আহত এক


তমলুক: হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নিমতৌড়ির DM অফিসে কাছে। একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই মেশিন ভ্যান সহ একাধিক গাড়িতে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু এক, আহত এক‌।

সূত্রে খবর, সোমবার ভোর চারটা নাগাদ তিনটে ইটবোঝাই মেশিন ভ্যান নন্দকুমার দিক থেকে নিমতৌড়িতে দিকে যাওয়ার সময় একটি মেশিন ভ্যানের টায়ার বাস্টা হয়ে যাওয়ার কারণে রাস্তা পাশে সারাচ্ছিলেন। নন্দকুমারের দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই মেশিন ভ্যান সহ একাধিক গাড়িতে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, গুরুত্বর যখম এক।

ঘটনা স্থলে পৌঁছায় জাতীয় সড়কের এম্বুলেন্স। যখম ব্যক্তিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ভোর রাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্প্রতি কয়েক মাস আগে দুর্ঘটনায় এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছিলো। তারপর আবার এই ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Eastmedinipur

Apr 18 2023, 17:05

*ভারতবর্ষের মধ্যে এই প্রথম সতী পীঠের ৫১ পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে তুলে দেওয়া হলো স্বাস্থ্যসম্মত ভোগের সার্টিফিকেট*


পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ৫১ পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে প্রতিদিন প্রায় ৫০০ থেকে হাজার ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন। মন্দিরের ভোগ যাতে স্বাস্থ্যকর হয় সেই কারণেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মন্দির কর্তৃপক্ষর হাতে আজ ফুড সেফটি দপ্তরের তরফ থেকে সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।

বেশ কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি দপ্তরের আধিকারিক মিনু কুন্ডু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এই সার্টিফিকেটের বিষয় নিয়ে, এরপরে দ্রুত মন্দির কর্তৃপক্ষ যে সমস্ত নিয়মাবলী রয়েছে এই সার্টিফিকেট পাওয়ার জন্য সেই সমস্ত নিয়মাবলী পূরণ করে ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেন।

ফুড সেফটি দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয় এরপর অডিট সম্পূর্ণ হওয়ার পরেই সমস্ত নিয়মাবলী মেনেই মঙ্গলবার দুপুরে দেবীর বর্গভীমা মায়ের মন্দিরে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি উপস্থিত হয়ে এই সার্টিফিকেট তুলে দেন মন্দির কর্তৃপক্ষের হাতে। জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে, পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি আধিকারিক মিনু কুন্ডু সহ অন্যান্যরা।

সারা ভারতবর্ষের একান্ন পীঠের মধ্যে দেবী বর্গভিমা মায়ের মন্দির এই প্রথম এই ধরনের সার্টিফিকেট প্রদান করা হয় এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়। এই সার্টিফিকেটে যাতে সম্মান আগামী দিনে রাখতে পারা যায় সেই কারণে ভোগের দিকে আরও বেশি করে নজর থাকবে মন্দির কর্তৃপক্ষের সার্টিফিকেট হাতে পাওয়ার পর এমনটাই জানান বর্গভীমা মন্দির কমিটির সম্পাদক শিবাজী অধিকারী।

Eastmedinipur

Apr 18 2023, 16:42

*পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি*

ঝটিতি সফরে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ হেঁড়িয়াতের বিজেপি নেতৃত্বদের সঙ্গে করলেন আভ্যন্তরীণ বৈঠক৷ এবং বৈঠক শেষেই ফের তিনি ছাড়লেন জেলা৷ তাৎপর্যপূর্ণভাবে, এদফার সফরে সংবাদমাধ্যমের সামনে একটি শব্দও খরচ করতে দেখা গেল না স্মৃতিকে৷ যা নিয়ে ইতিমধ্যেই কর্মীদের অন্দরে জল্পনা তুঙ্গে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক বলেই কি স্মৃতির মুখে কুলুপ?

একান্ত আলাপচারিতায় এই নিয়ে আলোচনা বাড়ছে কর্মীদের অন্দরে৷এদিন সকাল ১২ টা নাগাদ সড়ক পথে হেঁড়িয়া পৌঁছায় কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে কাঁথি সংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বরা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে সংবর্ধনা জানাতে হাজির ছিলেন৷ তবে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু৷ স্থানীয় একটি বেসরকারি হোটেলে বিজেপি নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন স্মৃতি। দলীয় সূত্রের খবর: পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই দলের রূপরেখা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷

বৈঠকে উপস্থিতি ছিলেন বিজেপির দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র সহ বিজেপি নেতৃত্বরা। প্রায় এক ঘন্টা বৈঠক করার পর আবারও গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও প্রতিক্রিয়া দেননি স্মৃতি৷ তাঁর সাফ কথা, ‘কোনও উত্তর দেব না৷’’ কিন্তু কেন? তা নিয়েই বাড়ছে কর্মীদের জল্পনা৷

Eastmedinipur

Apr 17 2023, 16:29

*মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সি*

জেলাশাসকের দপ্তরে মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সি। ভর্তি তাম্রলিপ্ত গভরমেন্ট মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এ। তীব্র গরমে ও অতিরিক্ত কাজের চাপের জেরে অসুস্থ বলে জানালেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দিনভর 42° তাপমাত্রা। তীব্র গরমের ফলে অসুস্থ হয়ে পড়েন নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সি। দ্রুত আনা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে মিটিং চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আনা হয়। ভর্তি করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

জেলা জুড়ে ভয়ঙ্কর তাপমাত্রায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক তাপপ্রবাহের ফলে ঘরের বাইরে বের হওয়ার উপায় নেই।তবু কাজের তাগিদে রোদকে উপেক্ষা করে ঘরের বাইরে বের হতে হয় কর্মরত সকলকেই। জেলাশাসক দপ্তরে মিটিং এর সময় অসুস্থ হয়ে পড়ে নন্দকুমারের বিডিও শানু বক্সী। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা জানান যে অতিরিক্ত গরম এবং কাজের চাপ এবং গতকাল দীর্ঘ পথ জার্নি করার ফলে অসুস্থ হয়ে পড়েছেন। এখন আপাতত সুস্থ রয়েছে ওনার সিটি স্ক্যান করা হবে। তারপরে জানা যাবে মূল অসুস্থতার কারণ।

Eastmedinipur

Apr 17 2023, 14:08

*জেলার ঠিকাদারদের কাজ না দেওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিদ্যুৎ ভবনে*


পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের যেসব ঠিকাদারেরা রয়েছে তারা সারা বছর ধরে কাজ করে। সে আমফান ঝড় হোক, আর ফণী ঝড়-ই হোক বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিদ্যুতের তার সহ বিদ্যুতের একাধিক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় দ্রুত তার সঙ্গে ছাড়াইয়ের কাজ করে দিতে হয় এইসব ঠিকাদারদের। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ স্বাভাবিক রাখতে এইসব ঠিকাদারদের ওপরই নির্ভর করতে হয় বিদ্যুৎ দপ্তরকে। আরডিএসএস এর টেন্ডার বাতিল করার পাশাপাশি সারা বছর জেলায় ২০০০ এরও বেশি ঠিকাদারদের রুটি-রুটিতে আঘাত করতে চাইছে ডি সি এল এমনটাই অভিযোগ ঠিকাদারদের।

সোমবার পুরনো জেলা শাসকের দপ্তর থেকে মিছিল করে তমলুকের বিদ্যুৎ দপ্তর বিজলি ভবনে রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পূর্ব মেদনীপুর ইউনিটের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এমনটাই জানালেন ঠিকাদার সংস্থার নেতৃত্বরা।

Eastmedinipur

Apr 17 2023, 12:47

*পুলিশের মানবিক মুখ, তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি পেতে তুলে দেওয়া হলো ছাতা, জল, ওয়ারেশ ও খাবার*


পূর্ব মেদিনীপুর : দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। কোথাও কোথাও লু বইছে। ফলে কর্মরত ট্রাফিক পুলিশ থেকে ট্রাক ও গাড়ির চালকরা অস্বস্তির স্বীকার। তাদের কথা ভেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া মহকুমা ট্রাফিক পুলিশের উদ্যোগে শিল্প শহর হলদিয়ার মঞ্জুশ্রীমোড়,সিটি সেন্টার,ব্রজলালচক, রানীচক, কাপাসএড়্যা, সহ অন্যান্য জায়গায় কর্মরত ট্রাফিক পুলিশকে একটি করে ছাতা, জল, ওয়ারেশ সহ খাবার যেমন তুলে দেওয়া হয়। তেমনি জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ি, ট্রাক চালকদের ওয়ারেশ, জল ও খাবার তুলে দেওয়া।

দূর দূরান্ত থেকে গরমে গাড়ি বা ট্রাক নিয়ে আসার সময় গরমে অসুস্থ হয়ে পড়ে অনেকে। তাদের কথা ভেবে এই প্রয়াস বলে জানান ট্রাফিক কর্তারা।

Eastmedinipur

Apr 17 2023, 09:59

হলদিয়া সিটিসেন্টার তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দাওয়াত -এ ইফতার মজলিশ


হলদিয়াঃহলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে হলদিয়াতে ১৫ নং ওয়ার্ডে দেভোগ সিটিসেন্টার পৌরসভার সন্নিকটে অনুষ্ঠিত হলো দাওয়াত এ ইফতার মজলিস।তার সাথে সাথে দুঃস্থদের ঈদের উপহার প্রদান,ইমাম ও পুরোহিতগণকে সম্বর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ আব্দুস সামাদ,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেক আনোয়ারউদ্দিন,রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আনোয়ার পাশা,রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অভিষেক দাস,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উপদেষ্ঠা দেবপ্রসাদ মন্ডল,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক সেক আজিজুল রহমান,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ,হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,শ্রমিকনেতা সত্য শঙ্কর সাউ,হলদিয়া শহর বঙ্গজননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,মঞ্চ পরিচালনা করেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা উক্ত অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সেক আরিফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্বগন।

Eastmedinipur

Apr 16 2023, 21:13

*রাজ্য কমিটির নির্দেশে ব্লক কমিটি প্রকাশ বিধায়কে*


মহিষাদল: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনা শুধু সময়ের অপেক্ষা। পঞ্চায়েত নির্বাচনে আগে দলকে শক্তপোক্ত করতে শাসকদল তৃণমূলে রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল স্তরে নতুন কমিটি প্রকাশ হচ্ছে। রাজ্য কমিটি জানিয়ে দিয়েছে জেলা ও ব্লক কমিটি প্রকাশ করতে হবে ১৭ ই এপ্রিলের মধ্যে। সেই নির্দেশ মতো। রাজ্যের অন্যান্য জেলার ব্লক স্তরের সাথে রবিবার মহিষাদল ব্লক কমিটি প্রকাশ করেন স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবানী দে কুন্ডু সহ অন্যান্যরা। 

এদিন মহিষাদল সিনেমা মোড়ে দলিয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি প্রকাশ করেন।মাদার, মহিলা, যুব সহ মোট প্রায় ৫৬ জনের নামের তালিকা প্রকাশ করেন বিধায়ক তিলককুমার চক্রবর্তী। 

ব্লক সভাপতি- সুদর্শন মাইতি, মহিলা সংগঠনের সভাপতি জোহরা বিবি,যুব সভাপতি সুরেন্দু মানা সহ অন্যান্যরা। পাশাপাশি ব্লকের ১১ টি অঞ্চলের সভাপতিদের নামের তালিকাও প্রকাশ করে দেওয়া হয়। অঞ্চল সভাপতি আগামী ২৭ তারিখের মধ্যে অঞ্চল কমিটি তৈরি করতে হবে। 

পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠনকে আরও মজবুত করতে নেতৃত্বদের কাজে লাগাতে নতুন কমিটি গড়ে তুলছে দল। তৃণমূল স্তরের কমিটি সম্পূর্ণ হলে পঞ্চায়েত ভোটের জন্য ছড়িয়ে পড়বে পদাধিকারী থেকে কর্মী সমর্থকেরা। 

বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, প্রবীন ও নবীন দের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সকলেই ব্লক ও অঞ্চলের কর্ম সমর্থকদের নিয়ে আগামীদিনে আরও বেশি উন্নয়ন মূলক কাজ হবে এটা আমার আশা।

Eastmedinipur

Apr 16 2023, 17:53

*পায়ে হেঁটেই ভারতজুড়ে যোগ প্রচার*


কর্নাটকের মাইশোরে যোগগুরু নামে পরিচিত ২৯ বছরের যুবক কৃষ্ণা নায়েক যোগাভ্যাসের প্রচারে এবং পরিবেশ সচেতনতায় পায়ে হেঁটেই শুরু করেছেন ভারতযাত্রা। প্রায় ছয়মাস হল কর্নাটকের মাইশোর থেকে যাত্রা শুরু করে পায়ে হেঁটেই কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন।

গতকাল মেদিনীপুর শহরে রাত্রিবাসের পর আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পৌঁছান।কোলাঘাট নতুন বাজারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্তরের মানুষের পক্ষ হতে কৃষ্ণা নায়েককে সংর্বধনা দিয়ে উৎসাহিত করা হয়। এদিন ইনি কোলাঘাটেই এই সংস্থার আপ্যায়িত হন এবং রাত্রিবাস করেন। এরপর ওনার পথচলার লক্ষ্য হল কলকাতা উত্তরবঙ্গ হয়ে ঝাড়খন্ড, বিহার উত্তর প্রদেশ হয়ে দিল্লি অভিমুখে।

এই তিব্র তাপপ্রবাহকে উপক্ষা করেই কৃষ্ণা নায়েক

মাইলের পর মাইল হেঁটে চলেছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। সঙ্গি বলতে একটি তেরঙ্গা জাতীয় পতাকা, আর কাঁধে ঝোলানো একটি কিটব্যাগ। যেখানে যা জুটছে খাচ্ছেন এবং আশ্রম স্কুল বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের গৃহে অনুমতি সাপেক্ষে রাত্রিবাস করছেন।

সাক্ষাৎকারে এই হার না মানা অদম্য যুবক জানিয়েছেন, "যোগ হলো ভারতবর্ষের নিজস্ব সম্পদ। আমার আবেদন আমার প্রিয় দেশবাসী সুস্বাস্থ্য এবং নীরোগ থাকতে নিঃশুল্ক পদ্ধতির নিয়মিত এই যোগাভ্যাস করুন, নিয়মিত হাঁটুন। তারসাথে সুস্থ ও সুন্দর নির্মল পরিবেশ গড়ে তুলতে পরিবেশের প্রতি সবাই সচেতন হন।"

এই পরিব্রাজক জানিয়েছেন, আগামীদিনে তার লক্ষ্য ভারতবর্ষের ২৮টি রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পায়ে হেঁটে তার এই বার্তা প্রচার করার।

এদিন এই যুবক কোলাঘাটে পৌছালে তাকে দেখতে বহু মানুষ ভীড় করেন এবং এনার কঠিন কর্মসূচি দেখে ও শুনে বিস্ময় প্রকাশ করেন।

কোলাঘটবাসীর পক্ষ অসীম দাস জানান, 

সুস্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে এনার যে কঠিন কৃচ্ছ সাধন এবং দুরহ কর্মসূচি তার সফল হোক। দেশের মানুষ এতে উদ্বুদ্ধ হোক। ও নিজে সুস্থ থেকে এই দূর্গম প্রয়াস সফল করে বাড়ি ফিরুক এই কামনা করি।

Eastmedinipur

Apr 16 2023, 13:55

*তীব্র তাপদাহে হাসফাস সাধারণের জিবন, তার মাঝে হঠাৎ ঘূর্ণিঝড়ের দেখা, আতঙ্কিত হুগলি নদী তীরবর্তি হলদিয়া শিল্পাঞ্চলের সিটি সেন্টারের পথচলতি মা


কয়েক দিন ধরে পূর্ব মেদিনিপুর জেলার তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে, কখনো 42 ডিগ্রি সেলসিয়াস আবার কখনো 43 ছাড়িয়ে, এর মাঝেই হঠাৎই ঘূর্ণিপাক, অতিরিক্ত গরমের ফলেই এই ধরনের ঘূর্ণিপাক দাবি স্থানিয়দের, এলাকার মানুষ বেশকিছুটা আতঙ্কিত।

পার্শ্ববর্তী হুগলি নদী থেকেই তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সিটি সেন্টারের বুকে এমনটাই দাবি স্থানীয়দের। তবে প্রথমবার টর্নেডো টাইপ এই ঘূর্ণিঝড় বেশকয়েকটি জায়গায় দেখতে পায় পথচারিরা। আকর্ষণ এর পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি করেছে এই টর্নেডো টাইপ ঘূর্ণিঝড়।