Nadia

Apr 17 2023, 14:10

প্লাস্টিকের বালতির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২জন, ঘটনা নদীয়ার কৃষ্ণনগরের


নদিয়া: এক নজরে দেখে মনে হবে প্লাস্টিকের বালতির ফেরিওয়ালা। কিন্তু বালতি কেটে একটার পর একটা বালতি সাজিয়ে তার ভিতর করে গাঁজা ভর্তি করে চলছিল পাচারের চেষ্টা। কিন্তু তার আগেই সে খবর পৌঁছে যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের কাছে।

গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগরের রোড স্টেশন এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫কেজি গাঁজা। ধৃতেরা হলো পিন্টু দাস ও শুভঙ্কর পাল। তাদের বাড়ি আসামে। তারা আসামের শিলচর থেকে গাঁজা নিয়ে এসে পাচারের চেষ্টা করছিল।

Nadia

Apr 17 2023, 12:05

সরকারি পশু হাসপাতাল এবং বনদপ্তরের উদাসীনতায় চোখের সামনে দগ্ধে দগ্ধে মরতে হলো হনুমানকে, এলাকায় ক্ষোভ


পশু হাসপাতাল বন্ধ ! বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বনদপ্তরের একাধিক নাম্বারে লাগাতার ফোন করেও এলাকাবাসীরা পেলেন না। চোখের সামনে গুরুতর অসুস্থ হনুমানের দগ্ধে দগ্ধে মৃত্যু দেখলো এলাকাবাসী ক্ষোভের সৃষ্টি সরকারি দপ্তরের বিরুদ্ধে।

চরম নির্মম ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি বিল পুকুর শনি মন্দির সংলগ্ন এলাকায়।

ওই এলাকার প্রবীণ বাসিন্দা শান্তি রঞ্জন দেবনাথ বলেন, গতকাল আনুমানিক তিনটে নাগাদ ওই এলাকার এক গৃহস্থ বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি রক্তাক্ত অসুস্থ হনুমান। তার ঘাড়ে পিঠে এবং পায়ে কুকুর বা অন্য জাতীয় কোন প্রাণী কামড়ের ক্ষত দিয়ে ঝরছে রক্ত। এই অবস্থায় শান্তিপুর মতিগঞ্জ পশু হাসপাতাল বন্ধ থাকলে, ওই হনুমানটিকে উদ্ধার করার জন্য বনদপ্তরের বিভিন্ন নাম্বারে ফোন করা শুরু করে এলাকার ছেলেরা। কখনো অসুস্থ হনুমানের কথা শুনে কেটে দেওয়া হয় নাম্বার দিয়ে দেওয়া হয়। কিন্তু কেউই তৎপর হয়নি প্রাণীটিকে উদ্ধার করতে।

এরপর বিট অফিসার এক ম্যাডামের নাম্বার পেয়ে রাত আটটা থেকে নটা এই এক ঘন্টা সময়ের মধ্যে অন্তত পাঁচটা মোবাইল থেকে পনের বার ফোন করা হয়েছে। তিনিও দুই একবার ফোন রিসিভ করলেও, নেটওয়ার্কের দোহাই দিয়ে হ্যালো হ্যালো করে কেটে দিয়েছেন।

যদিও এ প্রসঙ্গে দায়িত্বে থাকা বিট অফিসার জানিয়েছেন গতকাল ছিল রবিবার তাই ল্যান্ড লাইন হয়তো বেজে গেছে। তবে নেটওয়ার্ক খারাপ থাকার জন্য আমার ফোনে দুটি ফোন এসেছিল কিন্তু শোনার আগেই তা কেটে যাচ্ছিলো।

স্থানীয় যুবক বিক্রম দেবনাথ বলেন, ওসব তাদের কর্তব্য এড়িয়ে যাবার অজুহাত, প্রত্যেক ক্ষেত্রেই কল রেকর্ডিং রয়েছে, তা বাদে সরকারি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করলেই, চলে আসার কথা সেখানে এতবার নানান রকম মোবাইল থেকে ফোন করা হয়েছে, তা কি করে অস্বীকার করেন তিনি? তাহলে সরকারি তহবিলের গঠিত এ ধরনের দপ্তর রেখে লাভ কি? শুধু আজ নয়, এর আগেও আমরা লক্ষ্য করেছি প্রথমে ছবি তুলে পাঠাতে হবে তারপরে ভিডিও তুলে পাঠাতে হবে, এভাবে উনাদের কাজ আমাদের করে দিতে হবে জীবনের ঝুঁকি নিয়ে, তারপরে মনে হলে কখনো আসবেন কখনো বা আসবেন না।

ওই এলাকার ওপর এক যুবক বাপি দেবনাথ বলেন, আমাদের ট্যাক্সের টাকায় সরকারি দপ্তর গড়া, তাদের মাইনা থেকে শুরু করে পৌঁছানোর গাড়ি সব কিছুরই টাকা আমরা সাধারণ মানুষ দিয়ে থাকি, কিন্তু সাধারণ মানুষের কোনো মূল্যই নেই তাদের কাছে, কতটা অমানবিক হলে একটা হনুমান হোক বা অন্য কোন প্রাণী মরে যাচ্ছে শুনেও ফোন তোলেন না। মানুষের হোক বা আর অন্য কোনো প্রাণীর প্রাণের মূল্য তো আর আলাদা হয় না?

এলাকার গৃহবধূ উর্মিলা বিশ্বাস বলেন, এর আগে এরকমই এক হনুমান নিয়ে, মতিগঞ্জ মোড়ে অবস্থিত পশু চিকিৎসালয়ে গিয়েছিলাম, সেখানে এ ধরনের কাজের জন্য বাহবা দেওয়া তো দূরে থাক, অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। সরকারি দপ্তরের কর্মীদের এ ধরনের আচরণ হলে, উদ্দেশ্য পূরণ হবে কিভাবে?

Nadia

Apr 17 2023, 12:03

*আতঙ্ক! স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড*


নদিয়া: নদীয়ার হাঁসখালীর ভায়না হল্ট স্টেশন লাগোয়া দোকানে আগুন । আনুমানিক সকাল আটটা নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে । স্থানীয়রা তাড়াতাড়ি এসে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । খবর দেয়া হয় দমকল দপ্তরে । ঘটনাস্থলে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছায় দমকলের ইঞ্জিন । গ্রামবাসীদের চেষ্টায় চারটি দোকানের পরে আগুন ছড়ায়নি । দমকল গিয়ে আগুন নেভায় । চারটি দোকান আগুনে ভোজ হলেও কিভাবে আগুন লাগল এ নিয়ে চর্চা শুরু হয়েছে । কেউ বলছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।

অনেকের বক্তব্য এত দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়েছে এতে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার বা অন্য কিছু ধরনের দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়েছে । দমকলের আধিকারিকরা দেখছেন কিভাবে আগুন লেগেছে । হল স্টেশন এলাকায় এভাবে আগুন লাগায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

Nadia

Apr 16 2023, 12:17

হাঁসখালি কাণ্ডে গ্রেফতার ৫


নদীয়া:চলতি মাসের ৮ তারিখ নদীয়ার হাঁসখালি থানা এলাকার বড় চুপিয়াতে সাতসকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল স্থানীয় প্রাক্তন যুব সভাপতি আমদ আলী বিশ্বাসকে। এই খুনের ঘটনার ৮ দিন পর পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে হাসখালি থানার পুলিশ। এদের মধ্যে স্থানীয় রাণীনগর পঞ্চায়েতের সদস্য এবং তার ছেলেও খুনের ঘটনায় অভিযুক্ত।আবারো প্রমাণ হলো

পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হতে হচ্ছে একাধিক তৃণমূল নেতাকে। আজ অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশি সুত্রে খবর এদের প্রত্যেককেই পাঁচ থেকে আট দিনের পুলিশ কাস্টডি চাওয়া হবে। কোথা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে এত আগ্নেয় অস্ত্রের রমরমা বা কি কারণে খুন করা হয়েছিল আহমদ আলীকে সে বিষয়েই তদন্ত করতে চায় হাসখালি থানার পুলিশ।

Nadia

Apr 15 2023, 09:35

*নববর্ষের প্রথম দিনেই উদ্ধার হল বোমা*


নদিয়া: চলতি রোজার মধ্যেই, বাংলা নববর্ষের প্রথম দিন মাঝরাতে ব্যাপক বোমাবাজি, পরপর পাঁচটি বোমার আঘাতে কেঁপে উঠলো নদীয়ার শান্তিপুর মিদ্দা পাড়া, মহিলা শিশুদের নিয়ে সারারাত বাড়ির বাইরে, দুশ্চিন্তায় পরিবার

চলতি রোজার মধ্যেই, মধ্যরাতে মুড়ি-মুরকির মতন বোম পরলো নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হরিনদী মিদ্দে পাড়ায়।ওই এলাকার জমাট মিদ্দা এবং ইনজো মইদ্দা দুই ভাইয়ের পাশাপাশি বাড়ি বাড়িতে পরিবারের মহিলা এবং শিশুরা ঘুমানোর পর আনুমানিক রাত একটা নাগাদ হঠাৎ বোম পড়তে শুরু করে।তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় তাদের, এরপর ওই দুটি বাড়িতে মোট চারটে বোম পড়ে। যদিও তার আগেই ঢোকার সময় রাস্তায় একটি বোম মারে বলে অভিযোগ ওই দুই পরিবারের।

এ প্রসঙ্গে, ওই দুই পরিবারের অভিভাবক আকার আলী মিদ্যা জানান, পূর্ব রাগবশত একটি ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে পাশের গ্রামের স্বপন শেখ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বোম পাড়ার সাথে সাথে সকলে বেরিয়ে আসলেও ততক্ষণে পালিয়ে যায়। বোম পড়ার একটি বাড়ির প্রধান ইনজো মিদ্দা, বলেন ঘটনার সাথে, দুষ্কৃতী স্বপন শেখের শ্বশুরবাড়ি অর্থাৎ আমাদের প্রতিবেশী রাকো শেখের ছেলেরাও যুক্ত থাকতে পারে।তবে আজ ভোর রাতেই শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে গেছে।

আকাত আলী মিদ্দার বৌমা নাজিমা বিবি, পরিবারের মহিলা এবং শিশুদের নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন গতকাল সারারাত। এরপরে আজ সকালে আবারো, প্রতিবেশী রাকো শেখের ভাইয়ের ছেলেরা কালাম রাজু সেখরা অনেকেই দলবদ্ধভাবে লোহার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে শাসিয়ে যায়। বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘুরে দেখে যান স্থানীয় মেম্বার, রবিন মাঝি, তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন।

প্রতিবেশীরা বলেন পার্শ্ববর্তী এলাকা সাহেবডাঙ্গার বাসিন্দা দুলু শেখের ছেলে স্বপন শেখ, হরিনদী, মিদ্দেপাড়ার রাখো শেখের বিবাহিত মেয়ে সাত বছরের বাচ্চা সহ পুনরায় বিবাহ করে। সমাজ থেকে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার কথা জানতে পেরে, তারা অনুমান করে জমাত আলী মৃদ্দা এবং ইনজো মৃধা কে সন্দেহ করে।

পরবর্তীতে অসামাজিক কাজকর্মের জন্য ওই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেলে তার জন্যও দোষী সাব্যস্ত করে এই দুই পরিবার প্রধানকে। আর তারই জেরে হয়তো এই ঘটনা।

তবে দুই পরিবারের পক্ষ থেকে মহিলা রা আতঙ্কে রয়েছেন যথেষ্ট। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক দুষ্কৃতীদের।

লিখিত অভিযোগের পর তদন্ত শুরু হবে বলে জানা গেছে শান্তিপুর থানাসূত্রে।

Nadia

Apr 14 2023, 16:30

*সারম্বরে পালিত হলো আম্বেদকর জয়ন্তী*

নদীয়ার বেথুয়া ডহরি আমবেকার পিটিআই কলেজে সারম্বরে পালিত হলো আম্বেদকর জয়ন্তী উৎসব মশাল জ্বালিয়ে উদ্বোধনের সূচনা করেন রানাঘাটের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট জন।

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং যথার্থ ঔষধের ব্যবস্থা করা হয় এই আম্বেদকর কলেজ থেকে।

Nadia

Apr 13 2023, 18:38

আজ নীল পুজো আর এই নীল পুজোয় আতা পারতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়


নদীয়া : নিল পুজোর আতা ফল পাড়তে গিয়ে গাছ থেকে পরে মৃত্যু হলো যুবকের।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কল্যানী রবিন্দ্র পল্লীতে।

জানাযায় মৃত যুবক আনুমানিক বছর ২৭ এর বিকাশ দাস। নিল পুজো উপলক্ষে আতা ফল পাড়তে বৃহস্পতিবার গাছে উঠলে গাছের ডাল ভেঙ্গে পরে যায় বিকাশ। তাকে উদ্ধার করে কল্যানী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির এসসি মোর্চার সভাপতি শ্রীনিবাস মন্ডল। হাসপাতালে ভর্তি করা হলে শুরু হয় চিকিৎসা। চিকিৎসা চলাকালীন ঘন্টা দুয়েক পরে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

এরপর তার মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার পরিবারে।

Nadia

Apr 13 2023, 17:20

*ঈদ উপলক্ষে দেওয়া হল উপহার*

নদীয়ার তেহট্টো থানা এলাকার উত্তর সাহেবনগর এ থলেটিক ক্লাবের উদ্যোগে খুশির ঈদ উপলক্ষে উপহার প্রদান ক্লাব সংগঠকদের।

উত্তর সাহেব নগর এ্যাথলেটিক ক্লাবের আটপৌরের পক্ষ থেকে নদীয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের ৫০ জন মানুষের হাতে ইদের উপহার তুলে দেওয়া হল ৷ উপহার গ্রহিতাদের সম্মান , শ্রদ্ধা ও প্রনাম জানায় ক্লাব কর্তৃপক্ষ ৷ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল ধর্মের মানুষ।

Nadia

Apr 13 2023, 16:17

আবাস যোজনার প্রকল্পে দুর্নীতির তদন্তে দুই কেন্দ্রীয় প্রতিনিধি দল সহ অতিরিক্ত জেলাশাসক


নদীয়া : আবাসনসহ কেন্দ্রীয় একাধিক প্রকল্পের তদন্তে ফের কল্যাণীতে কেন্দ্রীয় দু'জনের একটি প্রতিনিধি দল। সঙ্গে এডিএম, কল্যাণী মহকুমা শাসক, কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক ও চাকদা থানার পুলিশ প্রশাসন। সকাল থেকে ঘুরে দেখলেন কল্যাণী ব্লকের শিকারপুর চক তারিনিপুর অঞ্চল। অভিযোগের ভিত্তিতে একাধিক বাড়িতে ভিজিট করলেন তারা। এরপর কল্যাণী ব্লকের ঈশ্বরীপুর ছগড়াপাড়া এলাকায় ভিজিট করছেন ওই প্রতিনিধি দলের আধিকারিকেরা।

Nadia

Apr 12 2023, 09:19

* সন্ধান মিলল ডুবে যাওয়া যুবকের*

গতকাল স্নান করতে আসা তলিয়ে যাওয়ার দুই তরুণ মধ্যে আজ সকালে হঠাৎই ভেসে ওঠে এক যুবক দেহ । জানা যায় গতকাল ফুলিয়া মালিপোতা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই তরুণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গতকাল ডুবুরি তল্লাশি চালীয়ে সন্ধান মেলেনি তরুণদের। আজ সকালে মৎস্যজীবীদের নজরে আসে মালিপোতা ঘাট সংলগ্ন এলাকাতেই ভেসে রয়েছে দেহ। জানা যায় উদ্ধার হওয়ার তরুণের নাম সুদীপ রায়। এবং অপরজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার পুলিশ।