kolkata

Apr 14 2023, 20:16

*আজ ইডেন গার্ডেনে আইপিএল*


কলকাতা: আজ আইপিএল এ ইডেন গার্ডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ । টসে জিতে কে কে আর বোলিং করার সিদ্ধান্ত নেয়। সানরাইজ হায়দ্রাবাদ ৫ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে এখনও পর্যন্ত।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 14 2023, 19:41

*অমিত শাহের সভার পরেই পাল্টা আক্রমণ তৃণমূলের*

বীরভূমে সভা করতে গিয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন অমিত শাহের সভার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'একটা আসন পেতে কালঘাম ছুটবে।শূন্য থেকে এক হবে কি না, ভেবে দেখুন।'বিজেপির হেভিওয়েট নেতা সভা শেষ করে ফিরে যাওয়ার পরেই রাজ্যের শাসক দলের তরফে টুইট করা হয়। সেখানে তীব্র ভাষায় আক্রমণ করা হয় অমিত শাহকে।

kolkata

Apr 14 2023, 19:37

দক্ষিণেশ্বরে পূজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
কলকাতা: চৈত্রের শেষ দিন বাংলা সফরে এসে দক্ষিণেশ্বরে পূজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

kolkata

Apr 14 2023, 19:17

*কালীঘাটে মমতা, দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ !*

আগামীকাল থেকে শুরু হচ্ছে আরও একটি নতুন বাংলা বছর। তার আগে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আচমকাই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পুজো। করলেন আরতি। সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপধ্যায়ও। পুজো শেষে রাজ্যবাসীকে জানালেন নববর্ষের আগাম শুভেচ্ছা। অন্যদিকে, দক্ষিণেশ্বরের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নববর্ষের প্রাক্কালে মা ভবতারিণীর মুখ দর্শন করবেন তিনি।

kolkata

Apr 14 2023, 19:07

*বেঙ্গল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল*

কলকাতা: কলকাতার আর সি এস টেবিল টেনিস অ্যাকাডেমি তে শেষ হল বেঙ্গল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনালের আসর। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের ৪২ টি স্কুল থেকে প্রায় ৩৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন সম্মানে সম্মানিত টেবিল টেনিস খেলোয়াড় পৌলীমা ঘটক, সাঁতারু বুলা চৌধুরী, জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষক সৌরভ চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার দেবাশীষ মুখোপাধ্যায়, টেবিল টেনিস সংগঠক রবি চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ঠ ব্যক্তিত্ব।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 14 2023, 16:54

*কলকাতায় শুরু হল পেন মহোৎসব*


কলকাতা: আজ থেকে কলকাতার ICCR এ শুরু হল পেন মহোৎসব। চলবে আগামী ১৬ ই এপ্রিল পর্যন্ত। আজ এই মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা দেবশঙ্কর হালদার , বিশিষ্ঠ লেখিকা যশোধরা রায়চৌধুরী , পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সী, প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর ডিরেক্টর ডক্টর স্বাতী গুহ, আই জি , আই পি এস সভ্যসাচি মিশ্র সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রসেনজিৎ গুচাইট এবং সুব্রত দাস জানালেন যে এখানে ২০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা মূল্যের বিক্রয় যোগ্য পেন আছে। তবে মূল আকর্ষণ ছিল, জার্মান সংস্থা নির্মিত একটি সোনার তৈরি পেন যার মধ্যে ৪৮ টি হিরে বসানো আছে । এটির মূল্য ভারতীয় টাকায় ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকা। এছাড়াও একধিক কলমের কালেকশন ছিলো নজর বিহীন। কলকাতার পেন প্রেমীদের কাছে এই প্রদর্শনী অনেকটাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 13 2023, 20:05

*বিজেপি বিধায়িকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজ্যের কাছে রিপের্ট তলব কলকাতা হাইকোর্টের*


কলকাতা:বিজেপি বিধায়িকি অগ্নি মিত্রা পালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজ্যের কাছে রিপের্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ২৪ এপ্রিল পুলিশকে তদন্তের কেস ডাইরি জমা দিতে হবে। ওইদিন পুলিশকে তদন্তের বিস্তারিত রিপোর্ট দিতে হবে। তবে রাজ্য জানিয়েছে, এই মুহূর্তে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার দরকার নেই। অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ যে, গত ৭ এপ্রিল তিনি বিষ্ণুপুর থানায় ৭ এপ্রিল ডেপুটেশন দিতে যান।

সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়। কিন্তু প্রচার করা হয় সংশ্লিস্ট থানার আইসি মৈনাক ব্যানার্জী হুমকি দিচ্ছেন। পুলিশ বাধ্য হয়ে ডিজে বক্স বাজাতে বরণ করে।অগ্নিমিত্রা বক্তব্যে দাবী করেন, মসজিদের সামনে কেন ডি জে বাজানো বন্ধ করতে হবে। এর পর তো দুর্গা পুজোয় অঞ্জলী ও আস্তে আস্তে দিতে বলবে পুলিশ। তার আইনজীবী বলেন, এই বক্তব্যের মধ্যে কোথায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে সেটা কোর্ট বিচার করে দেখুক। কিন্তু রাজ্যের বক্তব্য ছিল, সম্প্রীতি রক্ষার জন্য পুলিশ যা করার করছে। পুলিশ রিপোর্ট দিতে সময় চায়।

kolkata

Apr 13 2023, 16:55

*২০১৪ র প্রশ্ন ভুল মামলা উত্তরদাতা সকল প্রার্থীকেই বাড়তি নম্বর দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের*


কলকাতা: ২০১৪ র প্রশ্ন ভুল মামলা উত্তরদাতা সকল প্রার্থীকেই বাড়তি নম্বর দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ। ৬ টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকেই বাড়তি নম্বর দিতে হবে। ২০১৪ র টেটের ৬ টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে।

এই টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ শুরু হয়। প্রশ্নপত্র ভুল নিয়ে মামলায় পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করে আদালত। তারই জবাবে অভিযোগ খতিয়ে দেখে বিশ্বভারতী জানায় যে অভিযোগের যৌক্তিকতা রয়েছে, অর্থাৎ প্রশ্ন ভুল রয়েছে। এর প্রেক্ষিতে শুধুমাত্র মামলাকারীদের ওই ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেন সেই সময়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী।

তাদের বক্তব্য, শুধু মামলাকারিরা কেন ভুল প্রশ্নের নম্বর পাবেন, বাড়তি নম্বর সবাইকে দিতে হবে। সেই সময় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পরে মামলাকারীদের আবেদন খারিজ হয়ে যায়। এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০১৯ সালের ১ এপ্রিল সুপ্রিম কোর্ট চূড়ান্ত নিষ্পত্তির জন্য মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায়। সেই মামলা এতদিন বিচারাধীন ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এদিনই তারই রায়দান করল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

kolkata

Apr 11 2023, 17:00

*গান্ধী মূর্তির সামনে চলা ধর্নার মেয়াদ বাড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা*


কলকাতা: গান্ধী মূর্তির সামনে চলা ধর্নার মেয়াদ বাড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা। সেখানে গত ২৭ জানুয়ারি থেকে তারা আন্দোলন করছেন। তবে মঙ্গলবার সেনা বাহিনীর বক্তব্য না শুনে তা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

পরবর্তী নির্দেশ দেওয়ার আগে এই মামলায় সেনাকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। কারণ, বিচারপতির মতে আন্দোলনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে সেনার বক্তব্য শোনা প্রয়োজন। সদ্য শহীদ মিনার থেকে মহার্ঘ্য ভাতা নিয়ে চলা সরকারি কর্মচারীদের সরাতে সেনাবাহিনী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

মূলত, ময়দান থেকে সব অবস্থান বিক্ষোভ সরানোর জন্য সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাইকোর্টে আবেদন করেছেন। এর জেরে ময়দান চত্বর জুড়ে চাকরি, বকেয়া ডি এ সহ নানা ইস্যুতে চলা প্রায় ১৪ টি ধর্না অবস্থান আন্দোলনের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে রয়েছে।

kolkata

Apr 11 2023, 16:52

*টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে*

কলকাতা: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে। পুলিশ ও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি। রীতিমতো টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে গেল পুলিশ। 

মঙ্গলবার দুপুরে ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত করার কথা ছিল সল্টলেকে এসএসসি ভবনের সামনে। 

উচ্চ প্রাথমিকে চাকরির দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর অভিযান ছিল তাদের। কিন্তু তারা সামনে জমায়েত হয় এবং বিকাশ ভবনের মেইন গেটের সামনে রাস্তায় বসে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী থানায়।