Nadia

Apr 13 2023, 17:20

*ঈদ উপলক্ষে দেওয়া হল উপহার*

নদীয়ার তেহট্টো থানা এলাকার উত্তর সাহেবনগর এ থলেটিক ক্লাবের উদ্যোগে খুশির ঈদ উপলক্ষে উপহার প্রদান ক্লাব সংগঠকদের।

উত্তর সাহেব নগর এ্যাথলেটিক ক্লাবের আটপৌরের পক্ষ থেকে নদীয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের ৫০ জন মানুষের হাতে ইদের উপহার তুলে দেওয়া হল ৷ উপহার গ্রহিতাদের সম্মান , শ্রদ্ধা ও প্রনাম জানায় ক্লাব কর্তৃপক্ষ ৷ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল ধর্মের মানুষ।

Nadia

Apr 13 2023, 16:17

আবাস যোজনার প্রকল্পে দুর্নীতির তদন্তে দুই কেন্দ্রীয় প্রতিনিধি দল সহ অতিরিক্ত জেলাশাসক


নদীয়া : আবাসনসহ কেন্দ্রীয় একাধিক প্রকল্পের তদন্তে ফের কল্যাণীতে কেন্দ্রীয় দু'জনের একটি প্রতিনিধি দল। সঙ্গে এডিএম, কল্যাণী মহকুমা শাসক, কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিক ও চাকদা থানার পুলিশ প্রশাসন। সকাল থেকে ঘুরে দেখলেন কল্যাণী ব্লকের শিকারপুর চক তারিনিপুর অঞ্চল। অভিযোগের ভিত্তিতে একাধিক বাড়িতে ভিজিট করলেন তারা। এরপর কল্যাণী ব্লকের ঈশ্বরীপুর ছগড়াপাড়া এলাকায় ভিজিট করছেন ওই প্রতিনিধি দলের আধিকারিকেরা।

Nadia

Apr 12 2023, 09:19

* সন্ধান মিলল ডুবে যাওয়া যুবকের*

গতকাল স্নান করতে আসা তলিয়ে যাওয়ার দুই তরুণ মধ্যে আজ সকালে হঠাৎই ভেসে ওঠে এক যুবক দেহ । জানা যায় গতকাল ফুলিয়া মালিপোতা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই তরুণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গতকাল ডুবুরি তল্লাশি চালীয়ে সন্ধান মেলেনি তরুণদের। আজ সকালে মৎস্যজীবীদের নজরে আসে মালিপোতা ঘাট সংলগ্ন এলাকাতেই ভেসে রয়েছে দেহ। জানা যায় উদ্ধার হওয়ার তরুণের নাম সুদীপ রায়। এবং অপরজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার পুলিশ।

Nadia

Apr 11 2023, 18:00

*স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক*

ভাগিরতির জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক, উদ্ধার কার্যে এনডিআরএফ এর প্রতিনিধি দল। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়াতে ভাগিরতির জলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক।

শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার মালিপোতা ঘাটে স্নান করতে যায় বছর ২১ এর দুই যুবক। একজনের নাম সুদীপ কর্মকার ও অপর জনের নাম সুদীপ রায়। তারা দুই জনই ভাগিরতির জলে স্নান করতে নামে। এরপরই তারা দুই জনই হঠাৎই জলে তলিয়ে যায়। সূত্রের খবর তাদের বাড়ি বাদকুল্লা এলাকায়। ঘাটের পাড়ে তাদের জামাকাপড় পরে থাকতে দেখে ওই স্থানে থাকা কিছু ব্যক্তি শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। এই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ।

Nadia

Apr 11 2023, 17:58

ভাগিরতির জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক, উদ্ধার কার্যে এনডিআরএফ এর প্রতিনিধি দল


নদীয়া : নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়াতে ভাগিরতির জলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক।

শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার মালিপোতা ঘাটে স্নান করতে যায় বছর ২১ এর দুই যুবক। একজনের নাম সুদীপ কর্মকার ও অপর জনের নাম সুদীপ রায়। তারা দুই জনই ভাগিরতির জলে স্নান করতে নামে।

এরপরই তারা দুই জনই হঠাৎই জলে তলিয়ে যায়। সূত্রের খবর তাদের বাড়ি বাদকুল্লা এলাকায়। ঘাটের পাড়ে তাদের জামাকাপড় পরে থাকতে দেখে ওই স্থানে থাকা কিছু ব্যক্তি শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। এই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ।

Nadia

Apr 11 2023, 16:09

*পুলিশি হামলার প্রতিবাদে কল্যাণীতে রাস্তা অবরোধ*

রামনবমীর শোভাযাত্রায় পুলিশি হামলার প্রতিবাদে আজ নদীয়ার কল্যাণীতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ মিছিল বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ একাধিক বিশ্ব হিন্দু পরিষদের সদস্য।

নদীয়া দক্ষিণ জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কল্যানী মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন।

প্রসঙ্গত শ্রীরাম পুরে রাম নবমী শোভাযাত্রা চলাকালীন সেই মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এদিন কল্যানী আইটিআই মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষথেকে এর পর কল্যানী মহকুমা শাসকের দপ্তরে সামনে পথ আটকে বিক্ষোভ দেখায় তারা।

বিক্ষোভ শেষে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়।বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন কল্যানী বিধান সভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

Nadia

Apr 11 2023, 13:03

ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার ওএমআর শিট পাওয়া গেল নদীয়ার করিমপুর এর হাটে বাজারে ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ


নদীয়া: এবার হাটে পড়ে থাকা কোলকাতা ইউনিভার্সিটির OMR সিট ঘিরে চাঞ্চল্য ছড়াল করিমপুরে। জানা গিয়েছে দিন কয়েক আগে করিমপুরের রেগুলেটেড মার্কেটে একটি একটি সাহিত্য পত্রিকার সভা ছিল। সভাশেষে ওই সংগঠনের সদস ও পেশায় শিক্ষক দেবজ্যোতি কর্মকার ও সন্তু প্রামানিক বসতে গিয়ে দেখেন বেশ কয়েকটা OMR সিট সেখানে পড়ে আছে। তারা হাতে নিয়ে দেখেন সেগুলি কলকাতা ইউনিভার্সিটির ২০১৮ সালের কোনো পরীক্ষার OMR সিট।

প্রথমে সেগুলো নিয়ে গুরুত্ব না দিলেও পরে কলকাতা ইউনিভার্সিটির OMR সিট সংক্রান্ত খবর টিভিতে দেখার পর তারা ওই OMR সিট গুলোকে থানায় জমা দেওয়ার পরিকল্পনা করেন। এরপর আজ সকালে তারা ওই OMR সিট দুটি করিমপুর থানায় জমা দেন। কিভাবে ওই OMR সিটগুলি এখানে এলো তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে তারা।

Nadia

Apr 10 2023, 18:46

পানীয় জল রাস্তা সহ একাধিক দাবিতে নদীয়ার তেহট্টে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ নাগরিক মঞ্চের

নদীয়া : রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থা উন্নতির দাবিতে তেহট্টের PWD মোড়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সোমবার বিকালে তেহট্ট নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, তেহট্ট একটি মহকুমা শহর হওয়া সত্ত্বেও কোনো উন্নত পরিকাঠামো নেই।

রাস্তা, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সবই বেহাল। উন্নত পরিকাঠামো গড়ে তুলে নাগরিকদের স্বাচ্ছন্দের দাবিতে এদিন অবরোধে সামিল হন তাঁরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা পানীয় জলের ব্যবস্থা করতে হবে তারই দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। এরপর তাঁরা তেহট্টের বিডিওর কাছে বিক্ষোভকারীরা স্মারকলিপি জমা দেয়।

Nadia

Apr 10 2023, 18:44

ভাড়াটিয়াকে খুন করে মধ্যরাতে বাড়ির মালিক কে ফোন! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হওয়া যুবতীর মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই মিললো পরিচ


শান্তিপুর জাতীয় সড়কের পাশে আমবাগান থেকে সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় যুবতীর খোঁজ মিলেছিলো আজ সকালে। শান্তিপুর থানা তৎপরতায়, কয়েক ঘন্টা বাদেই খোঁজ মিললো যুবতীর।

মৃত যুবতীর নাম রাখী মন্ডল (২০), বাড়ি রানাঘাট থানা এলাকায়। পরিবারের অভিযোগ, রানাঘাট থেকে কাঁচরাপাড়া যাওয়ার সময় স্টেশন থেকে যুবতীর প্রেমিক তাকে অপহরণ করে খুন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাঘাট এলাকার কিশোরী রাখী মন্ডল খুব অল্প বয়সে পাড়ার এক যুবকের সাথে প্রেম করে বিয়ে করে। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি , বছর খানেকের মধ্যে স্বামীকে ছেড়ে বাবার বাড়ি ফিরে আসে রাখি, সাথে একটি পুত্র সন্তান। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে কাঁচরাপাড়ায় স্টেশন সংলগ্ন অঞ্চলে কাজ নেয় রাখি। তিন বছরের পুত্র সন্তান রাখির মায়ের কাছে থাকতো। কাজের সূত্রে কাঁচরাপাড়া ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন রাখি। কয়েক মাস আগে পালপাড়ার যুবক নকুল মন্ডলের সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ে রাখি। কাঁচরাপাড়ায় একা ঘর ভাড়া নেওয়া নিয়ে দুজনের মধ্যে অশান্তি বাড়তে থাকে।

কাজ করা নিয়ে অনড় অবস্থান নেওয়ায় নকুল ও রাখির সম্পর্কের বিচ্ছেদ ঘটে। গতকাল অর্থাৎ রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ রানাঘাটে তার মায়ের কাছে থাকা ছেলের সাথে দেখা করতে এসেছিলেন ওই যুবতী। দশটা নাগাদ ট্রেন ধরে রানাঘাট থেকে কাঁচরাপাড়া পৌঁছানোর কথা রাখি। তার মা কাজলী মন্ডলের অভিযোগ, রানাঘাট থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়া যাওয়ার সময় নকুল আমার মেয়েকে অপহরণ করে। তাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য ওই আম বাগানে দেহ ফেলে আসে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, খুনের পর প্রেমিক নকুল রাখির মোবাইল থেকে কাঁচরাপাড়ায় বাড়ি মালিকের ফোন নাম্বার খুঁজে নিয়ে মধ্যরাতে রাখিকে খুনের কথা জানায় ।

তারপর থেকে বাড়ির মালিক আর নকুলের সাথে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেননি। বাড়ি মালিকের পক্ষ থেকে রাখির পরিবারকে বিষয়টি জানানো হয়। রাখি রানাঘাট থেকে বেরিয়ে কাঁচরাপাড়া না পৌঁছানোই বাড়ির মালিক ও তার পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। ভোর সাড়ে তিনটা নাগাদ রাখির বাড়িতে পৌঁছায় বাড়ি মালিকরা। তারপর থেকে শুরু হয় খোঁজাখুঁজি পুলিশের মধ্যস্থতায় পরিবার জানতে পারে শান্তিপুর আমবাগান থেকে উদ্ধার হওয়া দেহ তাদের পরিবারের মেয়ে রাখির।

পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

Nadia

Apr 10 2023, 17:00

*পুরোহিত ভাতার দাবিতে মিছিল*

পুরোহিত ভাতার দাবিতে ব্রাহ্মণ ও আব্রাহ্মণ পুরোহিতদের মিছিল।শুধু মুসলমানরাই ইমাম ভাতা,মোহাজ্জিন ভাতা পাবে তা নয়,সকল ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ পুরোহিতরাই যেন ভাতা পায়, সেই দাবিতে নদীয়ার বগুলার গৌরহরি মডার্ন টোলের পক্ষ থেকে সোমবার বগুলায় এক বিশাল মিছিল করা হল। রীতিমতো ব্যানার,পোস্টার হাতে নিয়ে হয় সেই মিছিল।

সেই মিছিলে যোগ দিয়েছিলেন মতুয়া,মাহিষ্য সহ নমঃশূদ্র এবং ব্রাহ্মণ,অব্রাহ্মণরা।ওই টোলের কর্ণধার অভিরাম বিশ্বাস জানিয়েছেন,'পুরোহিত মানেই পরের হিত করা।আগে স্কুল কলেজ ছিল না, টোলের মাধ্যমে পড়াশোনা হত।গত ৮ বছর ধরে আমরা এই টোল চালিয়ে যাচ্ছি।অথচ মুসলমানদের ইমাম ভাতা, মোহাজ্জিন ভাতা দেওয়া হলেও ব্রাহ্মণ,অব্রাম্মণ পুরোহিতরা সেই ভাতা পান না।দীর্ঘদিন ধরেই আমরা ব্রাহ্মণ, অব্রাহ্মণ পুরোহিতদের ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছি।আমরা চাই,সকলের জন্য হোক সমান অধিকার।

মাদ্রাসা এবং বিভিন্ন স্কুল কলেজে যেমন শিক্ষা দেওয়া হয়ে থাকে, তেমনই আমাদের টোলের মাধ্যমে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ পুরোহিতদের পৌরহিত্যেরদের শিক্ষা দেওয়া হয়।আমরা চাই,সরকার আমাদের দাবি পূরণ করুক।'মূলত, বাড়িতে বিভিন্ন পূজোর ক্ষেত্রে এখন দেখা যায় পুরোহিতের অভাব।অনেক সময় ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে উপোস থেকে পুজোর জোগাড় হয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোহিত আসেন না।

বাড়ির কচিকাঁচারা উপোস থেকে শেষপর্যন্ত শুধুমাত্র পুরোহিতের কারণে ভীষণ কষ্ট ভোগ করে।বাড়ির কর্তা পুরোহিত সঠিক সময় না আসায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন, যদি কোন পুরোহিত ধরা যায়,সেই আশায়।অবশ্য তাতেও সমাধান হয় না সবক্ষেত্রে।সরস্বতী পুজো করতে গিয়ে হয়ে যায় টেনশন।শুধু সরস্বতী পুজোই নয় লক্ষ্মীপূজো, গণেশ পুজো, কার্তিক পুজো সহ একাধিক পূজার ক্ষেত্রেই পুরোহিতের অভাবে টেনশন ভোগ করতেই হয় পুজো উদ্যোক্তাদের।সেই টেনশন মেটাতে এবার পুরোহিতের যোগান দিচ্ছেন নদীয়ার হাঁসখালি ব্লকের বগুলার গৌরহরি মিশন মডার্ন টোলের প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিতরা।

যদিও তাদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে অনেকেই এবার বাংলা নববর্ষের গণেশ এবং লক্ষ্মীপূজো করবেন।ওই মিশনের কর্ণধার অভিরাম বিশ্বাস জানিয়েছেন,'সুপ্রিম কোর্টের নির্দেশে অব্রাহ্মণদেরও পৌরহিত্য করার অধিকার রয়েছে।সেই নির্দেশ মেনে আমরা অব্রাহ্মণকে পৌরহিত্য করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি।'বগুলা স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব ঈশ্বর শশধর মল্লিকের বাড়ি।

সেই বাড়িতেই বর্তমানে গৌরহরি মিশন মডার্ন টোলের হেডকোয়ার্টার।ওই টোলের বর্তমানে আরও ৫২টি শাখা রয়েছে।এর আগে ওই মিশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কাননবালাদেবী সহ বেশ কয়েকজন মহিলা বিভিন্নরকম দেব-দেবীর পূজো করছেন।ওই মিশনের কার্যকরী কমিটির সদস্য মিল্টন বিশ্বাস জানিয়েছেন,'বছরে নির্দিষ্ট দিনে আমরা পৌরহিত্যের প্রশিক্ষণ দেওয়ার শুরু করার আগে উপনয়নের ব্যবস্থা করি। ইতিমধ্যেই অনেক মহিলা এবং পুরুষকে উপনয়ন দিয়ে তাদের পৌরহিতদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।তাদের মধ্যে মহিলাদেরই ছিল আধিক্য। বিকল্প পেশা হিসেবে পৌরহিত্যের কাজে উৎসাহিত হচ্ছেন মহিলারা।'কয়েকদিন আগে কোলে বাচ্চা নিয়েও উপনয়ন নিতে এসেছিলেন বেশ কয়েকজন মহিলা।তাদের দেখভাল করছিলেন কাননদেবী।

তিনি গত দু'বছর ধরে দুর্গাপুজোতেও পৌরহিত্যের ভূমিকা পালন করছেন। কয়েকদিন আগে ৭০ জন অব্রাহ্মণদের পৌরহিত্যের প্রশিক্ষণ দেওয়ার শুরুর আগে উপনয়ন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।ওই মিশনের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নলিনী রায় মন্ত্র পাঠ করে উপনয়ন দেওয়ার ব্যবস্থা করেছিলেন।চাকদহের নরেন্দ্রপল্লীর বাসিন্দা দেবাশীষ পাঠকের মাধ্যমে মহিলা এবং পুরুষদের উপনয়ন দেওয়া হয়।এরপর তারা পৌরহিত্যের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পুজো মন্ডপ থেকে শুরু করে বাড়ির পুজোর ক্ষেত্রেও পুরোহিতের দায়িত্ব পালন করবেন।কেন তারা পৌরহিত্যের প্রশিক্ষণ নেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন,

সেই বিষয়ে প্রায় সকলেরই বক্তব্য,'আমরা পুজো করি বাড়িতে।নিয়ম নিষ্ঠা পালন করতে পারি না, না জানার কারণে।তাই আমাদের ইচ্ছে, নিয়ম নিষ্টার সঙ্গে পুজো করার। প্রশিক্ষণ নিয়ে অন্তত আমরা বাড়ির পূজোটা নিষ্টার সঙ্গে করতে পারব।এরপর যদি পারি, তাহলে পুজো মণ্ডপ শুরু করে অন্যের বাড়িতেও আমরা পৌরহিত্যেরর দায়িত্ব পালন করতে পারব।'গৌরহরি মিশন এবং মডার্ন টোলকে সরকারি স্বীকৃতি দেওয়া এবং ইমাম ভাতার মত হিন্দু পুরোহিতদেরও সকলকে ভাতা দেওয়ার দাবিতে গত ৮ জানুয়ারি বগুলাতে এবং তারপরে কৃষ্ণনগরে ডিএম অফিসে সেই দাবিতে বিশাল মিছিলে যোগ দিয়েছিলেন অনেকেই।আবার বগুলাতে সোমবার হল মিছিল । এই মিছিলে দেখতে রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমান । তারা জোরের সঙ্গে বলেন ভাতার জন্য কি এবার ধর্মান্তকরণ হতে হবে । প্রশ্ন অনেক, উত্তর অজানা ।