kolkata

Apr 04 2023, 13:56

শ্রীরামপুরে যাবার পথে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি


কলকাতা: শ্রীরামপুরে যাবার পথে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের জানান ,মায়ের কাছে প্রার্থনা করলেন যে নো বাংলা থেকে অশান্তি মুক্ত হয়।

যারা অশান্তি করছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। রিষড়ায় রাজ্যপালের সাথে সাংবাদিকদের পুলিশ ঢুকতে না দেওয়ায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি।

kolkata

Apr 04 2023, 13:50

জরুরী ভিত্তিতে শুনানির আবেদন


কলকাতা: গতকাল সন্ধ্যায় আবার রিষড়ায় ফের অশান্তি হয়।পুনরায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন করেন তিনি।

মামলাকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।পাশাপাশি,রাজ্যকেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আগামীকাল শুনানির সম্ভাবনা।

kolkata

Apr 04 2023, 13:48

পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের


কলকাতা: পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বীরভূমের মল্লারপুর থানার ওই ঘটনায় মৃতের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাগননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে ওই টাকা নাবালকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। হেফাজতে মৃত্যুর মামলায় মল্লারপুর থানার পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশ, আগামী দিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পুলিশকে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতে হবে। ২০২০ সালের ২৯ অক্টোবর বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানার একটি ঘরে রাখা হয়। পরে সেখান থেকেই ওই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন ওঠে।

kolkata

Apr 04 2023, 13:14

*লাগাতার উত্তেজনা, রিষড়ায় গেলেন রাজ্যপাল*

রিষড়ায় পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল। রাতে দফায় দফায় অশান্ত রিষড়ার ৪ নম্বর রেলগেট। তার সরেজমিনে তদন্ত করতে গেলেন রাজ্যপাল। কাল ঠিক কী হয়েছিল? অশান্তির পর কী পদক্ষেপ পুলিশের। শিলিগুড়িতে জি–২০ সম্মেলন কাটছাঁট করে ফিরে এসেছেন রাজ্যপাল।

kolkata

Apr 04 2023, 13:09

*রিষড়াকাণ্ডের জেরে দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল*

রিষড়াকাণ্ডের জের, আজ মঙ্গলবার তড়িঘড়ি দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার কলকাতায় ফিরেই তিনি বলেন, 'যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে তাঁদের ছাড় দেওয়া হবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। আমরা সকলে একসঙ্গে শান্তি রক্ষা করব।'

kolkata

Apr 03 2023, 12:39

*রামনবমীতে হাওড়ার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট*

কলকাতা: রামনবমীতে হাওড়ার শিবপুরে হওয়া অশান্তি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এনআইএ তদন্ত ও সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলায় এই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস সিবাগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।আগামী ৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে হাওড়া ও ডালখোলার ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে।

পাশাপাশি, রাজ্যকে ওই দিনের সিসিটিভি ও ভিডিও ফুটেজ আদালতে জমা করতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। শিশু‌‌ এবং ব্যবসায়ীরা যাতে নিজেদের কাজে যেতে পারে,‌সেই দিকেও রাজ্যকে নজর রাখতে হবে। পুলিশকে এলাকায় শান্তিপূর্ণ পরিস্হিতি নিশ্চিত করতে হবে।

kolkata

Apr 03 2023, 10:46

*নাটক পর্যালোচনা* শান্তির সংস্কৃতিতে থিয়েটার -খোঁজের পথে কাল্পিক


অজয় বিশ্বাস: এক বুক থিয়েটারকে আবেগে জড়িয়ে শিল্পের দায়ে কৈশোরের উদ্দামতায় ৬১তম বিশ্ব থিয়েটার দিবসে বারাসাত সুভাষ ইনস্টিটিউশন মঞ্চে থিয়েটারে উদযাপন করল বারাসাত কাল্পিক । অভিরুপ পালের সরোদের ঝংকারে এদিনের সন্ধ্যার সূচনার পর অস্থির সময়ের কথাকে নিজের আঙ্গিকে বলার যেই প্রচেষ্টা কাল্পিক সারা বছর করে চলেছে। তার প্রদর্শনেই পথ চলার দ্বাদশ বর্ষে কাল্পিক থিয়েটারী ভঙ্গিতে পরিবেশন করল অজয় বিশ্বাসের নির্দেশনায় বারাসাত কাল্পিকের কর্মশালা ভিত্তিক শিশু প্রযোজনা ' ওলটপালট '।

সারল্যের সাথে ব্যঙ্গ রসাত্মক এই নাটক নিখাদ আনন্দের সাথে যমলোকের ঘটনায় গোঁফ চুরির মাধ্যমে আমলাতান্ত্রিক ব্যর্থতার কথা তুলে ধরা হয়। পরিবেশনার দ্বিতীয় ভাগে ছিল অর্ণব কুমার রায় নির্দেশিত কাল্পিকের যুব শিল্পীদের প্রযোজনা "আফটার দ্যা ডেথ "।নাটকে বেশ কিছু ছোট গল্পের মূকাভিনয়ে জীবনের তুচ্ছতা ও মৃত্যুর অনিবার্যতায় জীবিতদের আচরণ তুলে ধরা হয়েছে ।অনুষ্ঠানের শেষ পর্বে অভিনীত হয় কাল্পিকের নিজস্ব প্রযোজনা "গল্পের মতো এভাবেই থেকে যায়"।

দেবব্রত ব্যানার্জী নির্দেশিত এই নাটক বলে যায় রাষ্ট্রের চোখরাঙানির মধ্যেই কৃষকের বয়ান, অতিমারি কবলিত কাজ হারানো এক চোর এর গল্প, এক ডাক্তার ও কষাই এর না ধরতে পারা প্রভেদ, অভিনেতার দায় ও জীবনের কথা, পরিযায়ী শ্রমিকের শেষ অবলম্বন হারিয়ে আত্মহনের পথ বাছতে গিয়েও এক আশার কথা।

বারাসাত কাল্পিকের নির্দেশক দেবব্রত ব্যানার্জী জানান সংস্কৃতির খোঁজে যে আশার বার্তা ও থিয়েটারী দায় খোঁজার শপথ নিয়ে তারা পথ চলা শুরু করছেন, যুদ্ধ ও অতিমারী বিধ্বস্ত পৃথিবী তার কিছুটা বদল ঘটালেও শিল্প ও শিল্পীর প্রয়োজনীয়তা থাকবেই। সেই তাগিদ থেকেই বারাসাতের নাট্যমোদী দর্শক ও বিদ্বজনের উপস্থিতিতে বারাসাত কাল্পিক থিয়েটারের শিখাকে অমলিন রাখার অঙ্গীকার নিল নতুন খোঁজার ইচ্ছাকে সলতে করে।

kolkata

Mar 31 2023, 11:29

*পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা*

কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষন শুভেন্দুর। তবে সেই আর্জিতে কোন সাড়া দিল না হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগ্নানমের মত, আপাতত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। দ্রুত শুনানির এই মুহূর্তে প্রয়োজন কোথায়? সোমবার আসতে নির্দেশ।

kolkata

Mar 31 2023, 11:28

*হাওড়া শিবপুরের গতকালের অশান্তির ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ*


কলকাতা: হাওড়া শিবপুরের গতকালের অশান্তির ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে আইনজীবী বিষয়টি আদালতের সামনে আনেন।ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সিবিআই তদন্তেরও আবেদন জানানো হয়েছে। নিয়ম মেনে মামলা দায়ের করার পরামর্শ ডিভিশন বেঞ্চের।

kolkata

Mar 30 2023, 18:56

*কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় তদন্তে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই*


কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এবার তার তদন্তে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল সিবিআই। তাদের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় রাজ্য পুলিশ কোনও সহযোগীতা করছে না সিবিআইয়ের সঙ্গে।

দাবী, মামলার নথি হস্তান্তর করেছে না রাজ্য পুলিশ। হাইকোর্টে তারা বলেছে, সব ক্ষেত্রে এই অসহযোগিতা কাম্য নয়। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বলে আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যেহেতু এখনো পর্যন্ত কোন স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক।