kolkata

Apr 03 2023, 10:46

*নাটক পর্যালোচনা* শান্তির সংস্কৃতিতে থিয়েটার -খোঁজের পথে কাল্পিক


অজয় বিশ্বাস: এক বুক থিয়েটারকে আবেগে জড়িয়ে শিল্পের দায়ে কৈশোরের উদ্দামতায় ৬১তম বিশ্ব থিয়েটার দিবসে বারাসাত সুভাষ ইনস্টিটিউশন মঞ্চে থিয়েটারে উদযাপন করল বারাসাত কাল্পিক । অভিরুপ পালের সরোদের ঝংকারে এদিনের সন্ধ্যার সূচনার পর অস্থির সময়ের কথাকে নিজের আঙ্গিকে বলার যেই প্রচেষ্টা কাল্পিক সারা বছর করে চলেছে। তার প্রদর্শনেই পথ চলার দ্বাদশ বর্ষে কাল্পিক থিয়েটারী ভঙ্গিতে পরিবেশন করল অজয় বিশ্বাসের নির্দেশনায় বারাসাত কাল্পিকের কর্মশালা ভিত্তিক শিশু প্রযোজনা ' ওলটপালট '।

সারল্যের সাথে ব্যঙ্গ রসাত্মক এই নাটক নিখাদ আনন্দের সাথে যমলোকের ঘটনায় গোঁফ চুরির মাধ্যমে আমলাতান্ত্রিক ব্যর্থতার কথা তুলে ধরা হয়। পরিবেশনার দ্বিতীয় ভাগে ছিল অর্ণব কুমার রায় নির্দেশিত কাল্পিকের যুব শিল্পীদের প্রযোজনা "আফটার দ্যা ডেথ "।নাটকে বেশ কিছু ছোট গল্পের মূকাভিনয়ে জীবনের তুচ্ছতা ও মৃত্যুর অনিবার্যতায় জীবিতদের আচরণ তুলে ধরা হয়েছে ।অনুষ্ঠানের শেষ পর্বে অভিনীত হয় কাল্পিকের নিজস্ব প্রযোজনা "গল্পের মতো এভাবেই থেকে যায়"।

দেবব্রত ব্যানার্জী নির্দেশিত এই নাটক বলে যায় রাষ্ট্রের চোখরাঙানির মধ্যেই কৃষকের বয়ান, অতিমারি কবলিত কাজ হারানো এক চোর এর গল্প, এক ডাক্তার ও কষাই এর না ধরতে পারা প্রভেদ, অভিনেতার দায় ও জীবনের কথা, পরিযায়ী শ্রমিকের শেষ অবলম্বন হারিয়ে আত্মহনের পথ বাছতে গিয়েও এক আশার কথা।

বারাসাত কাল্পিকের নির্দেশক দেবব্রত ব্যানার্জী জানান সংস্কৃতির খোঁজে যে আশার বার্তা ও থিয়েটারী দায় খোঁজার শপথ নিয়ে তারা পথ চলা শুরু করছেন, যুদ্ধ ও অতিমারী বিধ্বস্ত পৃথিবী তার কিছুটা বদল ঘটালেও শিল্প ও শিল্পীর প্রয়োজনীয়তা থাকবেই। সেই তাগিদ থেকেই বারাসাতের নাট্যমোদী দর্শক ও বিদ্বজনের উপস্থিতিতে বারাসাত কাল্পিক থিয়েটারের শিখাকে অমলিন রাখার অঙ্গীকার নিল নতুন খোঁজার ইচ্ছাকে সলতে করে।

kolkata

Mar 31 2023, 11:29

*পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা*

কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষন শুভেন্দুর। তবে সেই আর্জিতে কোন সাড়া দিল না হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগ্নানমের মত, আপাতত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। দ্রুত শুনানির এই মুহূর্তে প্রয়োজন কোথায়? সোমবার আসতে নির্দেশ।

kolkata

Mar 31 2023, 11:28

*হাওড়া শিবপুরের গতকালের অশান্তির ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ*


কলকাতা: হাওড়া শিবপুরের গতকালের অশান্তির ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে আইনজীবী বিষয়টি আদালতের সামনে আনেন।ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সিবিআই তদন্তেরও আবেদন জানানো হয়েছে। নিয়ম মেনে মামলা দায়ের করার পরামর্শ ডিভিশন বেঞ্চের।

kolkata

Mar 30 2023, 18:56

*কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় তদন্তে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই*


কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এবার তার তদন্তে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল সিবিআই। তাদের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় রাজ্য পুলিশ কোনও সহযোগীতা করছে না সিবিআইয়ের সঙ্গে।

দাবী, মামলার নথি হস্তান্তর করেছে না রাজ্য পুলিশ। হাইকোর্টে তারা বলেছে, সব ক্ষেত্রে এই অসহযোগিতা কাম্য নয়। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বলে আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যেহেতু এখনো পর্যন্ত কোন স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক।

kolkata

Mar 30 2023, 18:47

*কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দ্বায়িত্ব নেবেন আগামীকাল*


কলকাতা: হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টি.এস শিবাগনাণম।বৃহস্পতিবার অবসর নিয়েছেন হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ২০২১ সালের ১১ অক্টোবর থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে ছিলেন। তাঁর অবসরের পর শুক্রবার থেকে ওই পদের দায়িত্ব নিচ্ছেন হাইকোর্টের সিনিয়র বিচারপতি টি.এস শিবাগনাণম। এই মর্মে কেন্দ্রীয় আইন মন্ত্রক নির্দেশিকা জারি করল।

kolkata

Mar 30 2023, 18:40

*তরুণ প্রতিভাবান ফুটবলারদের অন্বেষণ*


কলকাতা: আজ কলকাতার ভেটারান্স স্পোর্টস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ থেকে ১৫ বছর বয়সের তরুণ প্রতিভাবান ফুটবলার দের অন্বেষণ এবং তাদের সম্পূর্ণ অবৈতনিক ভাবে ফুটবল প্রশিক্ষণ দেওয়া ও এ সংক্রান্ত বিষয়ে যাবতীয় খরচ খরচা বহনকে নিয়ে একটি চুক্তি হস্তান্তরিত হয় ভেটারান্স স্পোর্টস ক্লাব এবং যীষ্ণু মিত্র ফাউন্ডেশনের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জগদীশ মিত্র , প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক তথা ভেটারান্স ক্লাবের সভাপতি শ্যাম থাপা, সাধারণ সম্পাদক সুমিত মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অর্জুন পুরস্কার সম্মানে সম্মানিত প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক, আই এফ্ এ এর প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Mar 30 2023, 15:45

*জোড়া মিছিলে অবরুদ্ধ ধর্মতলা*

  হাইভোল্টেজ বুধবারের পর বৃহস্পতিবারেও উত্তাল শহর। অবরুদ্ধ মহানগরের কেন্দ্রবিন্দু ধর্মতলা। রাস্তায় বসে পড়ে হকের ডিএ-র দাবিতে চলছে প্রতিবাদ-অবস্থান। সরকারী কর্মীদের একাংশ আবার শিয়ালদা ও হাওড়া থেকে জোড়া মিছিল করে শহিদ মিনার প্রাঙ্গণের দিকে এগিয়ে যান । ধর্না মঞ্চে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা 'চোর চোর' স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

kolkata

Mar 30 2023, 10:57

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল মহা সারম্বরে


কলকাতা: রামনবমী উপলক্ষ্যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে প্রতি বছরের মতো এ বছরেও ২০০০ কুমারী পূজা অনুষ্ঠিত হল মহা সারম্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুমারীদের দেবী রূপে আরাধনা করলেন সাধারণ মানুষ।

কথিত আছে ১৩২৭ সালে চৈত্র মাসের রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথমে কুমারী পূজা শুরু করে এই আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গনেই। সেই থেকে প্রতিবছরই মহাসমারোহে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চৈত্র মাসের নবমী তিথিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।

kolkata

Mar 29 2023, 16:21

*এলপিজির কাটআউট সামনে রেখে মমতার প্রতিবাদ*

লাগাতার মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে 'Liquefied Petroleum Gas' সিলিন্ডারের কাটআউট সামনে রেখে করা হল প্রতিবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে চলছে ধর্না-অবস্থান।

kolkata

Mar 29 2023, 16:20

*ধর্না মঞ্চে তৃণমূলের লোগো নিয়ে উঠছে প্রশ্ন*

  রেড রোডে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ধর্নামঞ্চের ব্যানারে তৃণমূলের লোগো? এ নিয়ে উঠছে প্রশ্ন। তবে, মমতার সাফ কথা, ‘অনুষ্ঠান দলের, কিন্তু আমি সরকারের তরফ থেকে আছি। আমি ডবল ডিউটি পালন করছি।’