North24Paragana1

Mar 13 2023, 12:57

এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের পৌর পিতা ও বিধায়কের শুভেচ্ছা


উত্তর ২৪ পরগনা: আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানিহাটি পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন দাস এর উদ্যোগে ২'নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন পাড়ার প্রায় ৫৫ জন ছাত্রছাত্রীর হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পেন পেন্সিল স্কেল বোর্ড ।এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও দু'নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন দাসের শুভেচ্ছা বার্তা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে।

North24Paragana1

Mar 12 2023, 19:11

খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার


উত্তর ২৪ পরগনা:খড়দহ স্পোর্টস একাডেমির তরফে ও বেঙ্গল ফুটবল একাডেমির আই লিগের অনুর্দ্ধ ১৫ ফুটবল দল নিয়ে আয়োজিত আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।প্রয়াত প্রখ্যাত ফুটবলার পরিমল দে ও চিন্ময় চ্যাটার্জীর স্মরণে খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারী শুরু হয়ে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার।এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি ও মহামাডেন স্পোর্টিং ক্লাবের সাথে এই ফাইনাল খেলায় এক এক গোল করার পর ট্রাইবেকারে জয় লাভ করে এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি।

এই সমগ্র অনুষ্ঠানে খেলোয়াড় ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার পৌরপ্রধান নীলু সরকার,প্রখ্যাত ভারত সেরা ফুটবলেরারা।উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলি,রঞ্জিত মুখার্জী,মনোরঞ্জন ভট্টাচার্য,জগদীশ ঘোষ,কবির বসু,অনন্ত ঘোষ,মহ রফিক,পিনাকী দত্তের মত ফুটবল মাঠ কাঁপানো প্রতিভাবান প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা।

এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত,ফুটবল খেলোয়াড় শেখ সাহিল,অনুর্দ্ধ ১৭ ভারতীয় দলের খেলোয়াড় জুলফিকার গাজী।এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।আমন্ত্রণ মূলক এই ফুটবল প্রতিযোগিতাকে নিয়ে বলতে গিয়ে খড়দহ স্পোর্টস একাডেমির সম্পাদক পিনাকী দত্ত জানান

অন্যদিকে এই ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে বলতে গিয়ে ফুটবলার রঞ্জিত মুখার্জি ও জগদীশ ঘোষ জানান।

North24Paragana1

Mar 12 2023, 19:05

"শুভেন্দু বাড়াবাড়ি করলে ব্যারাকপুরে ওর আসা বন্ধ করে দেবো " এইভাবেই বিরোধী দলনেতাকে হুশিয়ারি দিলেন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্র


উত্তর ২৪ পরগনা: প্রসঙ্গত গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিককে একমাসের মধ্যে জেলে ঢোকানোর হুশিয়ারি দিয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিধানসভায় বিধায়কদের মধ্যে আলোচনার সময় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ককে দেখিয়ে বলেন এরা কোন দলের বিধায়ক । পাল্টা নৈহাটির বিধায়ক বলেন শিশির বাবু কোন দলে রয়েছেন । যার পরই রীতিমতো চটে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন এক মাসের মধ্যেই জেলে ঢুকিয়ে দেবো ।

এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে । রবিবার বিকেলে এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নির্মল কর । তিনি এদিন শুভেন্দু অধিকারী কে হুশিয়ারি দিয়ে বলেন, "আগামী এক মাসের মধ্যে ও পার্থ ভৌমিক কে জেলে ঢোকাবে বলেছে আমরাও দেখবো শুভেন্দুও কি করে ব্যারাকপুরে ঢোকে ।

শুভেন্দু হিরো হতে চাইছে ও আসুক ওকে জিরো বানিয়ে ছেড়ে দেবো আমরা । নির্বাচন অব্দি বিজেপি কর্মীরা কি ভাবে ব্যারাকপুরের রাস্তায় বেরোয় সেটাও আমরা দেখবো । আমরা সব বুঝে নেবো । আমরা পরিষ্কার বলছি ও পূর্ব মেদিনীপুরের ছেলে ওকে ওখানেই রাখা হবে । এখানে ওকে ভোটের দ্বায়িত্ব দিয়েছে বিজেপি কিন্তু আমরা ওকে এখানে ঢুকতে দেবো না । ও ব্যারাকপুর এলে এই এলাকার জনগন ওকে উত্তর দিয়ে দেবে ।" তিনি এদিন আরো বলেন পার্থ ভৌমিক যে কাজ করছে সেটা শুভেন্দু অধিকারী সহ্য হচ্ছে না । শুভেন্দু জানে না পার্থ ভৌমিক এর গায়ে হাত পড়লে শুভেন্দু বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে" ।

North24Paragana1

Mar 12 2023, 19:03

তৃণমূলের বিরুদ্ধে মিছিল করল তৃণমূলই


উত্তর ২৪ পরগনা: গত কয়েকদিন আগে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাড়োয়ার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাওয়া যায়। সেই পোষ্টারের নিচে লেখা ছিল আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। বিধায়কের বিরুদ্ধে যে পোস্টার মারা হয়েছিল তা তৃণমূলের পক্ষ থেকেই মারা হয়েছিল এমনটাই উদ্দেশ্য করে লেখা ছিল সেই পোস্টারে।

এই পোস্টার মারার বিরুদ্ধে অর্থাৎ যে সমস্ত তৃণমূলের কর্মীরা পোস্টার মেরেছিল তাদের বিরুদ্ধে আজ রবিবার হাড়োয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তৃণমূলের কর্মীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম ,হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ কয়েক হাজার তৃণমূলের কর্মীরা ও সমর্থকরা। হাড়োয়া বিডিও অফিস থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। হাড়োয়া বাজার শ্মশান ঘুরে কেরালা মোড়ের কাছে শেষ হয় এই মিছিল।

North24Paragana1

Mar 12 2023, 16:18

বিজেপির পঞ্চায়েতের প্রস্তুতি


উত্তর ২৪ পরগনা: সামনে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এখন থেকেই কোমর বাধছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করার চিন্তা ভাবনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছে সমস্ত বুথ স্তর পর্যন্ত নিজেদের সংগঠন পৌঁছে দিতে হবে।

সেইমতো রাজ্যে বুথ স্বশক্তিকরন কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ নৈহাটির ৫ নম্বর বাজারে এলাকায় করা হল বুথ স্বশক্তিকরণ কর্মসূচি। ওই জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি ও অন্যান্য নেতাকর্মী।

রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, আজ থেকে রাজ্যজুড়ে বুথ স্বশক্তিকরন কর্মসূচি শুরু হয়েছে।যার মধ্যে দিয়ে আমরা রাজ্যের সমস্ত বুথস্তর পর্যন্ত নিজেদের সংগঠন বিস্তার কররো। এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রতারিত হয়েছেন বহু মানুষ। সেই বিষয়টিও জনসমক্ষে তুলে ধরবো। পঞ্চায়েত নির্বাচনের আগে এখন থেকেই বিজেপি যে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে চাইছে তা রাজ্য বিজেপি নেত্রীর গলাতেই স্পষ্ট।

North24Paragana1

Mar 12 2023, 10:34

ফের বিজেপি সিপিএমকে হুমকি দিলেন কামারহাটির বিধায়ক


উত্তর ২৪ পরগনা: কামারহাটি পাঁচমাথা মোড়ে দলীয় এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে কড়া ভাষায় হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন," বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কা পেটি বান্ধ লো, মৌসম বাদাল রাহা হে।"

"পাঠান আভি মারা নেহি,পাঠান জিন্দা হে,টাইগার ইজ ব্যাক টাইগার আভি জিন্দা হে।" আমাদের গরম করবেন না,গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না।

North24Paragana1

Mar 11 2023, 16:46

নিয়োগে দুর্নীতির অভিযোগ বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্কুলের চাকরি যাওয়ার সম্ভাবনা


উত্তর ২৪ পরগনা: প্রাইমারি,আপার প্রাইমারি পর এবার এসএসসি-র গ্রুপ সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে।আর তা স্পষ্ট ওএমআর শিট কারচুপি থেকেই।হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন যে ৩ হাজার ৪৭৭ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ৩ হাজার ১১৬ জন চাকরি প্রাপকের নাম রয়েছে ওএমআর শিট বিকৃত কাণ্ডে।

আর  তাতেই এবার নাম জড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসেরও।অভিযোগ ওএমআর শিট বিকৃত করে স্কুলের গ্রুপ 'সি'-পদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাঁকে।সবচেয়ে আশ্চর্যের বিষয়,যখন তিনি এসএসসি-র গ্রুপ সি পদের চাকরি পেয়েছিলেন তখন কাউন্সিলর পদেও ছিলেন তৃণমূলের ডাকাবুকো নেত্রী দোলন বিশ্বাস।

স্বভাবতই প্রশ্ন উঠেছে কার সুপারিশে চাকরি পেলেন তিনি।নিজের ক্ষমতার অপব্যবহার?নাকি তাঁর নিয়োগের পিছনে বড় কোনও মাথা রয়েছেন?তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার সদর শহর বারাসাতে।বিতর্কের জেরে তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরের চাকরি যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়েছে।

North24Paragana1

Mar 11 2023, 15:53

শিয়ালদহ মেইন লাইনে ইন্টারলকিং এর কাজ চলার কারণে আগামীকাল অবধি চলবে ভোগান্তি


উত্তর ২৪ পরগনা: নৈহাটি এবং হালিশহরে ইন্টারলকিং এর কাজ চলায় শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল দেরিতে চলছে।প্রতিটি ট্রেনই ২০ মিনিট থেকে ২৫ মিনিট  দেরিতে চলছে।গত তিন দিন ধরেই এই ইন্টারলকিং কাজ চলছে। চলবে আগামীকাল অবধি।তবে আজ এবং কাল অনেক ট্রেন বাতিল থাকায় যাত্রিদের দুর্ভোগ বাড়বে।

North24Paragana1

Mar 11 2023, 13:30

খরদহে পুকুরের পাশে পাঁচিল তোলা কে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে


উত্তর ২৪ পরগনা: খরদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার এক পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পুকুরের পাশে পাঁচিল তুলে পুকুর-ভরাট করতে চাইছে বর্তমান কাউন্সিলর চম্পা দাস এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলার তাপস দাশগুপ্তের। খরদহ পৌরসভার এই ১৬ নম্বর ওয়ার্ড মহিলা প্রার্থী হওয়ায় চম্পা দাস এই ওয়ার্ড থেকে গত‌ পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন। পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত। খরদহ পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে এই বিষয়ে চিঠিও দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস বাবু।

প্রাক্তন কাউন্সিলরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর চম্পা দাস। পাশাপাশি বর্তমান কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরকে তোলাবাজ বলে সম্বোধন করেছেন। প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমনটাই অভিযোগ এনেছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাস।আর শাসকদলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর এর গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানান, পৌরসভা এ বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার পর গোটা ঘটনার তদন্ত করবে আর পৌরসভা গত ভাবে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেবে।

North24Paragana1

Mar 11 2023, 10:11

বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের


উত্তর ২৪ পরগনা: বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি মদন মিত্রের ।কামারহাটি বিধানসভার একটি সভা থেকে বলেন, "বিজেপি, কংগ্রেস, সিপিএম মনে রাখবেন এই তিন জনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিনেশ্বরের গঙ্গায় কি করে তর্পন করতে হয় , নেড়া করতে হয় আমরা জানি। নেড়া হয়ে আমাদেরকে ভয় দেখাবেন না ।"এছাড়াও তিনি বলেন,"পশ্চিমবঙ্গ পুলিশকে বলি, আপনারা ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদল।

পুলিশের মধ্যে চর রয়েছে ।তৃণমূল যদি মনে করে বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্রও আছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে । ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই। সিপিআইএম, বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় "।

পুলিশ কে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র ।এদিন বিরোধীদের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল ছিল সেই মিছিল শেষে সভা থেকে এমনটাই বলেন তিনি।