North24Paragana1

Mar 12 2023, 16:18

বিজেপির পঞ্চায়েতের প্রস্তুতি


উত্তর ২৪ পরগনা: সামনে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এখন থেকেই কোমর বাধছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করার চিন্তা ভাবনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছে সমস্ত বুথ স্তর পর্যন্ত নিজেদের সংগঠন পৌঁছে দিতে হবে।

সেইমতো রাজ্যে বুথ স্বশক্তিকরন কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ নৈহাটির ৫ নম্বর বাজারে এলাকায় করা হল বুথ স্বশক্তিকরণ কর্মসূচি। ওই জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি ও অন্যান্য নেতাকর্মী।

রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র বলেন, আজ থেকে রাজ্যজুড়ে বুথ স্বশক্তিকরন কর্মসূচি শুরু হয়েছে।যার মধ্যে দিয়ে আমরা রাজ্যের সমস্ত বুথস্তর পর্যন্ত নিজেদের সংগঠন বিস্তার কররো। এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রতারিত হয়েছেন বহু মানুষ। সেই বিষয়টিও জনসমক্ষে তুলে ধরবো। পঞ্চায়েত নির্বাচনের আগে এখন থেকেই বিজেপি যে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে চাইছে তা রাজ্য বিজেপি নেত্রীর গলাতেই স্পষ্ট।

North24Paragana1

Mar 12 2023, 10:34

ফের বিজেপি সিপিএমকে হুমকি দিলেন কামারহাটির বিধায়ক


উত্তর ২৪ পরগনা: কামারহাটি পাঁচমাথা মোড়ে দলীয় এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে কড়া ভাষায় হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন," বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কা পেটি বান্ধ লো, মৌসম বাদাল রাহা হে।"

"পাঠান আভি মারা নেহি,পাঠান জিন্দা হে,টাইগার ইজ ব্যাক টাইগার আভি জিন্দা হে।" আমাদের গরম করবেন না,গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না।

North24Paragana1

Mar 11 2023, 16:46

নিয়োগে দুর্নীতির অভিযোগ বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্কুলের চাকরি যাওয়ার সম্ভাবনা


উত্তর ২৪ পরগনা: প্রাইমারি,আপার প্রাইমারি পর এবার এসএসসি-র গ্রুপ সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে।আর তা স্পষ্ট ওএমআর শিট কারচুপি থেকেই।হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন যে ৩ হাজার ৪৭৭ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ৩ হাজার ১১৬ জন চাকরি প্রাপকের নাম রয়েছে ওএমআর শিট বিকৃত কাণ্ডে।

আর  তাতেই এবার নাম জড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসেরও।অভিযোগ ওএমআর শিট বিকৃত করে স্কুলের গ্রুপ 'সি'-পদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাঁকে।সবচেয়ে আশ্চর্যের বিষয়,যখন তিনি এসএসসি-র গ্রুপ সি পদের চাকরি পেয়েছিলেন তখন কাউন্সিলর পদেও ছিলেন তৃণমূলের ডাকাবুকো নেত্রী দোলন বিশ্বাস।

স্বভাবতই প্রশ্ন উঠেছে কার সুপারিশে চাকরি পেলেন তিনি।নিজের ক্ষমতার অপব্যবহার?নাকি তাঁর নিয়োগের পিছনে বড় কোনও মাথা রয়েছেন?তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার সদর শহর বারাসাতে।বিতর্কের জেরে তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরের চাকরি যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়েছে।

North24Paragana1

Mar 11 2023, 15:53

শিয়ালদহ মেইন লাইনে ইন্টারলকিং এর কাজ চলার কারণে আগামীকাল অবধি চলবে ভোগান্তি


উত্তর ২৪ পরগনা: নৈহাটি এবং হালিশহরে ইন্টারলকিং এর কাজ চলায় শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল দেরিতে চলছে।প্রতিটি ট্রেনই ২০ মিনিট থেকে ২৫ মিনিট  দেরিতে চলছে।গত তিন দিন ধরেই এই ইন্টারলকিং কাজ চলছে। চলবে আগামীকাল অবধি।তবে আজ এবং কাল অনেক ট্রেন বাতিল থাকায় যাত্রিদের দুর্ভোগ বাড়বে।

North24Paragana1

Mar 11 2023, 13:30

খরদহে পুকুরের পাশে পাঁচিল তোলা কে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে


উত্তর ২৪ পরগনা: খরদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার এক পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পুকুরের পাশে পাঁচিল তুলে পুকুর-ভরাট করতে চাইছে বর্তমান কাউন্সিলর চম্পা দাস এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলার তাপস দাশগুপ্তের। খরদহ পৌরসভার এই ১৬ নম্বর ওয়ার্ড মহিলা প্রার্থী হওয়ায় চম্পা দাস এই ওয়ার্ড থেকে গত‌ পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছিলেন। পুকুরের পাশে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত। খরদহ পৌরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে এই বিষয়ে চিঠিও দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তাপস বাবু।

প্রাক্তন কাউন্সিলরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলর চম্পা দাস। পাশাপাশি বর্তমান কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরকে তোলাবাজ বলে সম্বোধন করেছেন। প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমনটাই অভিযোগ এনেছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পা দাস।আর শাসকদলের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর এর গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানান, পৌরসভা এ বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার পর গোটা ঘটনার তদন্ত করবে আর পৌরসভা গত ভাবে উপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেবে।

North24Paragana1

Mar 11 2023, 10:11

বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের


উত্তর ২৪ পরগনা: বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি মদন মিত্রের ।কামারহাটি বিধানসভার একটি সভা থেকে বলেন, "বিজেপি, কংগ্রেস, সিপিএম মনে রাখবেন এই তিন জনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিনেশ্বরের গঙ্গায় কি করে তর্পন করতে হয় , নেড়া করতে হয় আমরা জানি। নেড়া হয়ে আমাদেরকে ভয় দেখাবেন না ।"এছাড়াও তিনি বলেন,"পশ্চিমবঙ্গ পুলিশকে বলি, আপনারা ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদল।

পুলিশের মধ্যে চর রয়েছে ।তৃণমূল যদি মনে করে বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্রও আছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে । ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই। সিপিআইএম, বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় "।

পুলিশ কে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র ।এদিন বিরোধীদের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল ছিল সেই মিছিল শেষে সভা থেকে এমনটাই বলেন তিনি।

North24Paragana1

Mar 10 2023, 17:01

নীলগঞ্জ ফাড়ির রঙ্গপুর ঘোষপাড়ায় এক ব্যাক্তি আত্মঘাতী


উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাড়ির রঙ্গপুর ঘোষপাড়ায় দিলীপ কুমার ঘোষ ভোর তিনটে নাগাদ নিজের মাথায় লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে আত্মঘাতী হলেন ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। মৃতদেহর পাশ থেকে একটি রিভার বার উদ্ধার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তিনি লিখে গেছেন বলে পুলিশ সূত্রে খবর।এবার সূত্রে খবর সুইসাইড নোটে  কাউকে তিনি দোষারোপ করেননি ।

এই সুইসাইড নোটে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার চলছিল। গতকাল রাতে খাওয়া দাওয়ার পর শুতেও যান। তারপর আজ সকালে কাজের লোক এসে দেখে বাড়ির পাশে  বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মানসিক সমস্যা না অন্য কোন সমস্যায় আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

North24Paragana1

Mar 10 2023, 17:00

শান্তিপূর্ণভাবে সফল হল ধর্মঘট


উত্তর ২৪ পরগনা: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মহার্ঘ ভাতার দাবিতে ডাকা ধর্মঘট শান্তিপূর্ণভাবে সফল হল বসিরহাটে।

সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি বেতনভুক্ত কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং বর্তমান মহার্ঘ ভাতা চালু করতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে সহ তিন দফা দাবি তুলে শুক্রবার গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয় সরকারি বেতনভুক্ত কর্মচারীদের পক্ষ থেকে।

শান্তিপূর্ণভাবে এদিন বসিরহাট মহাকুমা জুড়ে ধর্মঘট সফল হয় দাবি সংগ্রামী যৌথ মঞ্চে। বসিরহাট মহাকুমা অফিসে এদিন কর্মচারীদের উপস্থিতির সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। বসিরহাট মহাকুমা অফিসের পাশাপাশি বসিরহাট মিনাখা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন বিদ্যালয়ে ও সরকারি দপ্তরের সরকারি কর্মচারীদের উপস্থিতি একেবারেই ছিল না বললে চলে।

পড়ুয়াদের উপস্থিতি বিদ্যালয়ে ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। কিছু কিছু বিদ্যালয় পড়ুয়ারা আসলে শিক্ষকদের দেখা না পাওয়ায় তারা আবার বাড়ি চলে যায়। এদিন ধর্মঘট সমর্থনে বসিরহাট মহাকুমা শাসক অফিস থেকে এসডিপিও বাংলা ঘুরে আবার মহাকুমা শাসকের সামনে সমাপ্ত হয় ধর্মঘট সমর্থনকারীদের বিক্ষোভ মিছিল। হাসনাবাদের টাকি পৌরসভার সামনে সরকারি কর্মচারীরা পৌরসভার অফিসে কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তিন দফার দাবি তুলে। এছাড়াও বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় মহার্ঘ ভাতার দাবী তুলে বিক্ষোভ মিছিল করেন সরকারি কর্মচারীরা।

North24Paragana1

Mar 10 2023, 17:00

শান্তিপূর্ণভাবে সফল হল ধর্মঘট


উত্তর ২৪ পরগনা: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মহার্ঘ ভাতার দাবিতে ডাকা ধর্মঘট শান্তিপূর্ণভাবে সফল হল বসিরহাটে।

সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি বেতনভুক্ত কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং বর্তমান মহার্ঘ ভাতা চালু করতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে সহ তিন দফা দাবি তুলে শুক্রবার গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয় সরকারি বেতনভুক্ত কর্মচারীদের পক্ষ থেকে।

শান্তিপূর্ণভাবে এদিন বসিরহাট মহাকুমা জুড়ে ধর্মঘট সফল হয় দাবি সংগ্রামী যৌথ মঞ্চে। বসিরহাট মহাকুমা অফিসে এদিন কর্মচারীদের উপস্থিতির সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। বসিরহাট মহাকুমা অফিসের পাশাপাশি বসিরহাট মিনাখা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন বিদ্যালয়ে ও সরকারি দপ্তরের সরকারি কর্মচারীদের উপস্থিতি একেবারেই ছিল না বললে চলে।

পড়ুয়াদের উপস্থিতি বিদ্যালয়ে ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। কিছু কিছু বিদ্যালয় পড়ুয়ারা আসলে শিক্ষকদের দেখা না পাওয়ায় তারা আবার বাড়ি চলে যায়। এদিন ধর্মঘট সমর্থনে বসিরহাট মহাকুমা শাসক অফিস থেকে এসডিপিও বাংলা ঘুরে আবার মহাকুমা শাসকের সামনে সমাপ্ত হয় ধর্মঘট সমর্থনকারীদের বিক্ষোভ মিছিল। হাসনাবাদের টাকি পৌরসভার সামনে সরকারি কর্মচারীরা পৌরসভার অফিসে কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তিন দফার দাবি তুলে। এছাড়াও বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় মহার্ঘ ভাতার দাবী তুলে বিক্ষোভ মিছিল করেন সরকারি কর্মচারীরা।

North24Paragana1

Mar 10 2023, 13:04

ভাটপাড়ার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা রুখলেন তৃণমূলের একাংশ


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডের ধারে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধে জেরবার বাসিন্দারা। ভাটপাড়া শহর-২ তৃণমূলের সাধারণ সম্পাদক মন্নু সাউ বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ১০ জানুয়ারি থেকে ওখানে ময়লা ফেলা যাবে না।

সেই হুঁশিয়ারি মতো দলীয় কর্মীদের নিয়ে এদিন রুখে দাঁড়ালেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউরা। ডাম্পিং গ্রাউন্ডে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল নেতৃত্বের বাধায় পুরসভার আবর্জনা ভর্তি গাড়ি ঘুরিয়ে দেওয়া হল। উত্তেজনা থানায় ঘটনাস্থলে হাজির ছিলেন স্বয়ং ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল।