বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের
উত্তর ২৪ পরগনা: বিজেপি, সিপিএম ও কগ্রেসকে ফের হুঁশিয়ারি মদন মিত্রের ।কামারহাটি বিধানসভার একটি সভা থেকে বলেন, "বিজেপি, কংগ্রেস, সিপিএম মনে রাখবেন এই তিন জনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিনেশ্বরের গঙ্গায় কি করে তর্পন করতে হয় , নেড়া করতে হয় আমরা জানি। নেড়া হয়ে আমাদেরকে ভয় দেখাবেন না ।"এছাড়াও তিনি বলেন,"পশ্চিমবঙ্গ পুলিশকে বলি, আপনারা ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদল।
পুলিশের মধ্যে চর রয়েছে ।তৃণমূল যদি মনে করে বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্রও আছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে । ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই। সিপিআইএম, বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় "।
পুলিশ কে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র ।এদিন বিরোধীদের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল ছিল সেই মিছিল শেষে সভা থেকে এমনটাই বলেন তিনি।
![]()
Mar 11 2023, 13:30