Eastmedinipur

Mar 10 2023, 09:08

*ভোজ্যতেল বোঝাই ট্রাক উলটে যখম দুই, সাত সকালে তেল কুড়তে হুড়োহুড়ি স্থানীয়দের*


হলদিয়াঃ ভোজ্যতেল বোঝাই ট্রাক হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে উল্টে যায়।ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করে নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, গতকাল গভীর রাতে ভোজ্যতেল বোঝা একটি ট্রাক দ্রুতগতির সাথে জাতীয় সড়ক ধরে হলদিয়ার অভিমুখে যাওয়ার সময়। নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি উলটে যায়। ট্রাক থেকে ভোজ্যতেল ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতে এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়তে শুরু করে।দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি কোথা থেকে কোথায় যাচ্ছিলো তা জানার চেস্টা করছে পুলিশ।।

Eastmedinipur

Mar 09 2023, 20:00

*পৌর ভোটের আগে দলের সংগঠন মজবুত করতে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র*


হলদিয়াঃ হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগে। পৌর নির্বাচন আসন্ন। পৌর নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি ঘোষণা  করেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র।এদিন সাংবাদিক বৈঠক করে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি তালিকা প্রকাশ করেন সৌমেনবাবু।

হলদিয়া পুরসভার আসন ২৯ টি। গত নির্বাচনে বিরোধী শূন্য দখল নেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধী শূন্য পৌরসভা দখলের লক্ষ্যে নতুন কমিটি তালিকা প্রকাশ। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন মিলন মন্ডল। কমিটিতে মোট ২১ জনের তালিকা প্রকাশ কররেন সৌমেনবাবু। অপর দিকে হলদিয়া পুরসভার  ২৯ টি ওয়ার্ডের  ২৯ টি সভাপতির নাম প্রকাশ করা হয়।

Eastmedinipur

Mar 09 2023, 18:53

ধর্মঘটের সমর্থনে মিছিল


এগরাঃ বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডি এ) দেওয়ার দাবীতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। বৃহস্পতিবার ধর্মঘটের দাবীকে সমর্থন জানিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন এগরা থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনের এসে মিছিল শেষ হয়। পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবী করা হয়েছে, উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়েই অবিলম্বে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শুন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। পাশাপাশি সরকারি কাজে অস্থায়ী কর্মীদের যোগ্যতা বজায় রেখে নিয়মিত করণ করতে হবে। এদিন পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের সমানুপাতিক হারে মহার্ঘ ভাতা না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ ই মার্চ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ধর্মঘট ডেকেছেন তা কড়া হাতে মোকাবিলা করতে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। তাতে বলে দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ মার্চ যারা অফিসে পূর্ণ সময়ে হাজিরা থাকবেন না বা দেবেন না তাঁদের চাকরিতে তা 'সার্ভিস ব্রেক' হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে 'শো- কজ' নোটিশও জারি করা হবে।

Eastmedinipur

Mar 09 2023, 14:06

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 09.03.2023.


Purba Medinipur(Tamluk) District Mahisadal MLA Tilok Chakraborty visited Lakshya-I Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. Following this, he visited Visited Chakgazipur Primary School and discuss with Teachers.Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members at Purba Medinipur(Tamluk).

Eastmedinipur

Mar 08 2023, 18:38

*কোলাঘাটে পর পর আগুনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে*


কোলাঘাট ঃ কোলাঘাটে পরপর দুটি জায়গায় আগুন একই দিনে এবং একই সময়ের ব্যবধানে । কোলাঘাটের পানশিলার নোনাচক গ্রামে আগুন লেগে ভষ্মীভূত তেলের গোডাউন অপরদিকে ওই এলাকার মধ্যেই

কোলাঘাটের পানশিলার সাহাপুর গ্রামে দাহ করার চুল্লির কাঠের আগুন থেকে ভয়াবহ আগুন লেগে ভষ্মীভূত বেশ কয়েকটি দোকান।

কোলাঘাটের পানশিলার সাহাপুর এলাকায় দাহ করার চুল্লির পাশে থাকা কাঠ থেকে চটের বস্তার গোডাউন এবং তার পাশে থাকা মোটরসাইকেল গ্যারেজ সহ বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

তার পাশের থাকা একের পর এক দোকানে পরপর আগুন লাগতে থাকে । জিনিসপত্র বাঁচানোর মরিয়া চেষ্টা করতে দেখা যায় স্থানীয় মানুষজনদের।

দুপুর বারোটা নাগাদ কোলাঘাটের পানশিলার নোনাচকে একটা তেল গোডাউনে আগুন লেগেছিল তার আগুন নিভতে না নিভতেই তার দুই ঘণ্টার ব্যবধানে ফের আগুন লাগল সেখান থেকে ঢিল ছড়া দূরত্বে কোলাঘাটের সাহাপুর গ্রামে। পুলিশের তৎপরতায় স্থানীয় মানুষজনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি থাকা অন্যান্য দোকান এবং কারখানার জিনিসপত্র দ্রুততার সহিত সরানোর ব্যবস্থা করা হচ্ছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে। প্রথমত দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে ফের দুটি ইঞ্জিনকে নিয়ে আসা হয় তার সাথে যদি জেসিবি দিয়ে ভস্মীভূত দোকানপাট ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। চটের বস্তার গোডাউন সহ মোটরসাইকেল গ্যারেজ এবং পাশাপাশি দু একটি দোকান ভস্মিভূত হয়ে যায়।

মোটরসাইকেল গ্যারেজের প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র ক্ষতি হয় তার পাশাপাশি দোকান পুড়ে যাওয়ার ফলে বেশ কয়েক লাখ টাকার জিনিসপত্র নষ্ট হয়। স্থানীয় মানুষদের অভিযোগ পাশেই রয়েছে একটি শ্মশান সেই শ্মশান থেকেই আগুন লাগে। দাহ করার পর তার বাড়ির লোকজন চলে গেলেও আগুন ঠিকমতো না নেভানোর ফলে এমন ভয়াবহ ঘটনা ঘটে। প্রায় দু'ঘণ্টার উপর সময় গেলেও আগুন নেভাতে হিমশিম খায় দমকল বাহিনী। তমলুক এবং কোলাঘাটের দমকল বাহিনীর মোট চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Eastmedinipur

Mar 08 2023, 16:49

*গ্রামের ভিতরে পুলিশের চক্ষু আড়ালে কাটিং তেলের ব্যবসা আর সেই কাটিং তেলের গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনায় গুরুতর আহত এককর্মী।*


কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে একটি পেট্রল ডিজেলের গোডাউনে আগুন লাগে ।আগুনের তীব্রতা যথেষ্ট ছিলো।প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে।এই ঘটনায় একজন জখম হয়।বেশ কিছু অংশ পুড়ে যায়।ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ আসে।আসেন তমলুকের এস ডি পি ও সাকিব আহমেদ। আগুন এই মুহুর্তে কিছুটা নিয়ন্ত্রনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা। আর সেই তেলের গোডাউনে আর সকালে প্রায় ১২ খানার ড্রাম আছে বলে স্থানের সূত্রে খবর সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে আগুনে নসিভূত হয়ে যাবে পুরো গোডাউন ও একটি মোটর বাইক। ওই কর্মী গুরুতর আহত হয় তাকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

Eastmedinipur

Mar 08 2023, 16:46

*আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের হাতে উপহার সামগ্রী তুলে দিলো পুলিশ*


মহিষাদলঃ আন্তর্জাতিক নারী দিবস ( International Women's Day )। ইং১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হয় দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীস্পা নিয়ে। আন্তর্জাতিক নারী দিবস (IWD) প্রতিবছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে মহিষাদল থানার প্রাঙ্গণে উপস্থিত নারীদেরকে গোলাপ ,নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট উপহার সামগ্রী দিয়ে সম্মান জানালেন মহিষাদল থানার পুলিশ কর্তারা।

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের যথাযথ সম্মান জানিয়ে মহিষাদল থানা অফিসার- ইন-চার্জ প্রলয় কুমার চন্দ্র থানার প্রাঙ্গণে উপস্থিত নারীদেরকে একটি করে গোলাপ, নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন। এবং থানার মহিলা স্টাফদের হাতেও একটি করে গোলাপ, নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেন প্রলয়বাবু। তিনি উপস্থিত বয়স্ক বৃদ্ধা ও মহিলাদের সামনে বলেন, আপনারা যদি কোনদিন কোন অসুবিধা মধ্যে পড়েন , তাহলে থানার যোগাযোগ করবেন ।আমরা থানার পক্ষ থেকে যতটা পারি আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। পুলিশের এই ধরনের উদ্যোগ, কথাবার্তা শোনার পর ৮৫ বছরের বৃদ্ধা ঝর্ণা রানী দাস, বাড়ি চন্ডিপুর, জাহিরা বিবি (৮০) বাড়ি গাজীপুর কাজল রানী জানা(৪৫) দক্ষিণ কাশিম নগর, দিপালী ভৌমিক(৩৩) বাশুলিয়া, মায়া ভূঁইয়া (৩৭) গোপালপুর প্রমুখেরা বলেন, পুলিশেরা থানায় বসিয়ে আমাদেরকে যে সম্মান দিলেন ।

আমরা কখনও কোনো দিনের জন্য ভুলতে পারব না। যে সম্মানটা নিজের বাড়ির স্বামীদের কাছ থেকে কোনদিন পাই না । সেই সম্মানটুকু থানার প্রাঙ্গণ থেকে পেলাম। আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত হলাম। নারী দিবসে সম্মান জানালেন মহিষাদলের " দুর্বার মহিলা সমন্বয় কমিটি "- র সেক্রেটারি প্রমিলা কুন্ডুকেও । পুলিশের এই ধরনের কাজে খুশি সাধারণ মানুষ।

Eastmedinipur

Mar 08 2023, 12:19

গভীর রাতে দোকানে আগুন, চাঞ্চল্য


পটাশপুরঃ ভয়াবহ আগুনে ভস্মীভূত একের পর এক দোকান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ও পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাটরঙ্গা বাজার এলাকার ঘটনা।

অভিযোগ, দোল পূর্ণিমার মধ্য রাতে আগুনে ভস্মীভূত একটি ক্লাব ঘর- সহ পাশাপাশি তিনটি দোকান। স্থানীয় সূত্রের খবর, আগুনে পুরোপুরিভাবে ভস্মীভূত হয়েছে দোকানগুলি। এদিন সকালে দেখা যায় যে, সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে।

দমকল আসার আগেই স্থানীয়রা টুলু পাম্প চালিয়ে জল ঢেলে আগুন নেভায়। বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র জানিয়েছেন, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতিও হয়েছে। পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে দমকল ও পুলিশ।

Eastmedinipur

Mar 08 2023, 12:18

*আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও প্রতিবাদ মিছিল মহিলা মহিলাদের*


পূর্ব মেদিনীপুরঃ আজ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন জায়গায় দিনটি বিভিন্ন ভাবে পালন হচ্ছে। কোথাও নারীদের মর্যাদা জন্য বার্তা আবার কোথাও আবির ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়।জেলার বিভিন্ন প্রান্তের সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে নারী দিবস সাথে বসন্তের আনন্দ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিনি হলদিয়ার মঞ্জুশ্রী এলাকায় শোভাযাত্রা সহকারে মিছিল করার পাশাপাশি পথচলতি ও হলদিয়া শহর তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর প্রতিনিধিরা একে অপরকে রঙ্গিন আবিরে রাঙ্গিয়ে দেয়।সেই সাথে আজকের দিনের তাৎপর্য তুলে ধরা হয়।

বুধবার সকালে দুর্গাচকে সতীশ সামন্ত ভবনে বসন্ত উৎসবে মেতে উঠে বঙ্গজননী বাহিনীর মহিলারা । সকালে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সুবিশাল পদযাত্রা করে । নারীদের দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠল । নারী দিবসের দিন নারীদের দ্বারা পরিচালিত এমনই অনুষ্ঠান অনেকটাই তাৎপর্যপূর্ণ। নারীদের দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে নাচে গানে রঙিন । হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর দিপালী বাগ দেবনাথের তত্ত্বাবধানে এই উৎসব সম্পূর্ণ হলো । তিনি সমাজের নারীদের অভিনয়ের সাথে সাথে সামাজিক বার্তা দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বঙ্গজননীর সভানেত্রী অপর্ণা শ্বাসমল, হলদিয়া বঙ্গ জননীর অন্যতম ও শিক্ষিকা জয়ন্তীরা দণ্ড পাঠ ,হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর দিপালী বাগ দেবনাথ, হলদিয়া পৌরসভার প্রাক্তন উপ চেয়ারম্যান নারায়ণচন্দ্র প্রামাণিক , অর্ণব দেবনাথ, সত্য শঙ্কর সাউ , এলাকার অন্যান্য নেতৃত্বরা।

অপরদিকে নারীদের মর্যাদা এবং সুরক্ষার দাবিতে, সমকাজে সমমজুরী, নারী শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষিত করার দাবিতে বুধবার নিমতৌড়িতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। রাজ্যে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও 'র ডাকা ১০ই মার্চের ছাত্র ধর্মঘটকে তারা সমর্থন জানান।

এলাকায় মিছিল করে সংগঠনের সদস্যরা আওয়াজ তোলেন নারীদের জীবন আজ বিপন্ন অবিলম্বে মদ বন্ধ করতে হবে, কাজের ক্ষেত্রে নিরাপত্তা সরকারকেই দিতে হবে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা রিতা প্রধান। বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্যা প্রতিমা জানা, রিতা ওঝা, মায়া সামন্ত, জয়শ্রী সামন্ত প্রমুখ। ৮ ঘণ্টার শ্রম দিবসকে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ১২ ঘন্টা করছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি সুনিশ্চিত করতে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

Eastmedinipur

Mar 06 2023, 19:03

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যুব উৎসব হলো


পূর্ব মেদিনীপুর: জেলা জুড়ে যুব উৎসব ২০২৩অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর লক্ষ্যা হাই স্কুল অডিটোরিয়াম হলে। পরিচালনায় নেহেরু যুব কেন্দ্র তমলুক, পূর্ব মেদিনীপুর এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রনালয়, ভারত সরকার। সহযোগিতায় বরদা দক্ষিণ পল্লী নিউ তরুণ সংঘ। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, নরেন্দ্রপুর অনুমোদিত অভ্যুদয় হলদিয়ার সহযোগী সংগঠন। জেলা স্তরে যে বিষয়গুলো ছিল সেগুলি তরুণ লেখক প্রতিযোগিতা, তরুণ চিত্রশিল্পী প্রতিযোগিতা, জেলা সাংস্কৃতিক উৎসব (দলগত প্রতিযোগিতা) যার মাধ্যম থেকে প্রতিভাবান শিল্পীকে খুঁজে বার করার মূল লক্ষ্য।

উপস্থিত ছিলেন জেলার যুবদপ্তর দপ্তর আধিকারিক প্রিয়াংকা ঘোষ, ডি ওয়াই ও নেহেরু যুব কেন্দ্র তমলুক, রবীন্দ্রনাথ প্রামানিক প্রেসিডেন্ট অভ্যুদয় হলদিয়া সুস্মিতা পাইক, ব্রাঞ্চ ম্যানেজার নিরঞ্জন পরুয়া এক্স বি ওয়াই ও মেদিনীপুর, প্রণব বেরা সেক্রেটারি অভ্যুদয় হলদিয়া।

অনুপম মাইতি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভ্যুদয় হলদিয়া দেবাশীষ পাহাড়ি হেডমাস্টার লক্ষ্যা হাই স্কুল। অসিত কুমার মণ্ডল এসবিআই সিএসপি মহিষাদল, এছাড়াও উপস্থিত আছেন ছিলেন অন্যান্য প্রতিযোগী ও অতিথি বৃন্দরা।