*খেলাধুলাই পারে দেশের মধ্যে দেশের, রাজ্যের মধ্যে রাজ্যের ও জেলার মধ্যে জেলার সুসম্পর্ক গড়ে তুলতে*
হলদিয়াঃ যুদ্ধ, হিংসা,কুটনীতির মধ্যদিয়ে নয় খেলাধুলার মধ্যদিয়ে দেশের মধ্যে দেশের, রাজ্যের মধ্যে রাজ্যের এবং জেলার মধ্যে জেলায় সুসম্পর্ক গড়ে তুলতে। আর সেটাই খুব প্রয়োজন এমনটাই মনে করছেন ক্রীড়া আধিকারিকরা। শনিবার হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিনের ১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।
নেপাল, ভুটান,বাংলাদেশ,থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়নমার, মোট ৭টি দেশ, ত্রিপুরা, আসাম, মনিপুর,মিজোরাম, গোয়া,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নিউদিল্লী,উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব,হরিয়ানা, কেরালা, মোট ১৪ টি রাজ্য।বাংলার প্রায় সব রাজ্যের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শনি ও রবিবার দুদিন ধরে চলবে খেলা। শনিবার হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দূর্গাচক স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে খেলার শুভ সূচনা ঘটে।
বর্তমান সময়ে ছেলে মেয়েদের মোবাইল থেকে বের করতে এবং নিজের আত্মরক্ষা ও শরীর সুস্থ রাখতে বিভিন্ন খেলার পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে ছেলে মেয়েরা মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মেলে ধরছে। সেখান থেকে ছেলে মেয়েদের বের করে মাঠ মুখি করার খুব প্রয়োজন। তাই এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজন।
বিভিন্ন দেশ থেকে আগত ক্রিড়া আধিকারিকরা জানাচ্ছেন, দেশের মধ্যে দেশের সুসম্পর্ক গড়ে তোলার একমাত্র পথ খেলাধুলা। এই ধরনের আন্তর্জাতিক খেলা যত বেশি করে হবে দেশের সাথে দেশের, রাজ্যের সাথে রাজ্যের এবং জেলার সাথে জেলার সুসম্পর্ক গড়ে উঠবে। আধিকারিক থেকে প্রতিযোগিরা সকলেই খুব খুশি শিল্প শহর হলদিয়ায় সুন্দর ক্রীড়া পরিবেশের মধ্যে এই ধরনের খেলার আয়োজনরা।
পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি শিবনাথ সরকার জানান, জেলা, রাজ্য ও দেশের ক্রীড়া প্রতিযোগিরা তাদের দক্ষতায় সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন। অন্যান্য দেশ ও রাজ্যের প্রতিযোগিদের সাথে রাজ্য এবং জেলার প্রতিযোগিরা অংশগ্রহন করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।
Dec 31 2023, 14:55