*রাজার হালে রাজবাড়ির অপরুপ পরিবেশে বর্ষ বিদায় ও বরণের ব্যবস্থা "ফুলবাগ প্যালেসে",চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি*
মহিষাদল : বর্ষ বিদায় ও বর্ষ বরণের মুহুর্তের স্বাক্ষী হতে কে না চায়। তবে সেটা যদি রাজার হালে রাজবাড়ির ক্যাম্পাসে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। এমনই ব্যবস্থা করা হচ্ছে এবার মহিষাদল রাজবাড়ির "ফুলবাগ প্যালেসে"। মহিষাদল রাজ পরিবারের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে " বর্ষ বিদায় ও বর্ষ বরণের " বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬ টা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজন করা হচ্ছে নানা রঙ্গিন সন্ধ্যা। নাচ গানের সাথে সাথে থাকছে রাজার হালের রাজকীয় খাবার। সান্ধকালিন আহারে থাকছে ১৪ ধরনের লোভনীয় খাবার। পাশাপাশি রাতের ডিনারে থাকছে বাসন্তি পলাও,বেবি নান, গন্ধরাজ চিকেন, মটন কষা থেকে নলেন গুড়ের রসগোল্লা সহ ১৫ ধরনে বাঙালি ও চাইনিজ খাবার। সমস্ত কিছুর অংশীদার হতে গেলে মাথা পিছু দিতে হবে ১৪৯৯ টাকা৷ তবে রাজবাড়িতে রাত্রী যাপন করতে চাইলে তার জন্য দিতে হবে আলাদ টাকা।
রাজপরিবারের বর্তমান সদস্য সৌর্য্য প্রসাদ গর্গ জানান, রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাল রাজবাড়ি একটি বিশেষ স্থান করে নিয়েছে। দেশ বিদেশের বহু পর্যটকের আনাগোনা ঘটকে। এবার পর্যটকদের বর্ষ বিদায় ও বর্ষ বরণের আনন্দ দিতে বিশেষ আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। বছরের শেষ ও নতুন বছরে যাতে রাজবাড়িতে কাটাতে পারে রাজার হালে তারই প্রয়াস আমাদের।
আয়োজনের দায়িত্বে থাকা দিগবিজয়ী পাল (ওম) জানান, বর্ষ বিদায় ও বর্ষ বরণের মুহুর্তের মজা নেওয়ার ইচ্ছা থাকলেও অর্থাভাব অনেকের স্বপ্ন পূরণ হয় না। সেই সমস্ত মানুষের কথা ভেবে মহিষাদল রাজ পরিবার এই উদ্যোগ গ্রহন করেছে।আগত পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বাঙালি ও চাইনিজ সব ধরনের আয়োজন করা হচ্ছে। রঙ্গিন আলোয় সাজিয়ে তোলা হবে রাজবাড়ি চত্ত্বর। সেই সাথে লাইভ প্রোগ্রামের ব্যবস্থা থাকবে।
বর্ষ বিদায় ও বর্ষ বরণের ডাউন ডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকেই দূর দূরান্তের পর্যটকরা এসে পৌঁচেছে। অনুষ্ঠানে প্রস্তুতি প্রায় শেষ। শুধু সময়ের অপেক্ষা মাত্র। যারা এখনো ভাবছেন কি করবেন, কোথায় যাবেন। অবশ্যই প্রিয়জনকে সাথে নিয়ে আসতে পারেন মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে।।
Dec 31 2023, 10:36