/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz Raft Cosmic EV announces Saurav Ganguly as its brand ambassador on World EV Day West Bengal Bangla
WestBengalBangla

Sep 09 2024, 16:22

Raft Cosmic EV announces Saurav Ganguly as its brand ambassador on World EV Day

Business

Khabar kolkata: Raft Cosmic EV, a pioneer in the electric vehicle (EV) industry is thrilled to announce the appointment of Indian cricketing legend Sourav Ganguly as its brand ambassador. The partnership was unveiled at a grand event at Taj Bengal Kolkata today, coinciding with World EV Day.

Distinguished guests attended the event included- Aditya Vikram Birla, Chairman and MD of Cosmic Birla Group & Chairman and Mentor for Raft Motors Pvt. Ltd. and Saurav Ganguly, Former Indian Cricket Captain & Former BCCI President.

In his address, Mr. Aditya Vikram Birla, expressed his excitement about the partnership and Raft Cosmic EV's commitment to sustainable transportation. He stated, "At Raft Cosmic EV, we are dedicated to revolutionizing the way you experience electric mobility. Our mission is to create high-performance, eco-friendly vehicles that not only meet but exceed your expectations. We are committed to delivering superior quality and unparalleled performance in every vehicle we produce. Our electric vehicles are designed with the latest technology & innovation to ensure maximum efficiency, reliability, and style. From the sleek design to the powerful motors, every detail is meticulously crafted to provide you with an exceptional driving experience."

Saurav Ganguly shared his enthusiasm for the brand and its vision of a greener future. Talking about this partnership, he said, "At Raft Cosmic EV, sustainability is at the core of the values. They believe in creating a greener future, and these electric vehicles are a testament to that belief. By choosing Raft Cosmic EV, one is not only opting for cutting-edge technology but also contributing to a cleaner, more sustainable environment." He emphasized on discovering the joy of driving a Raft Cosmic EV and be a part of the movement towards a sustainable future by experiencing the perfect blend of innovation, performance, and style with Raft Cosmic EV.

Pic: Prosenjit Biswas.

WestBengalBangla

Sep 09 2024, 14:57

সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ফেরত পেল ব্যারাকপুরের এক ব্যবসায়ী

খবর কলকাতা: সিবিআই অফিসার পরিচয় দিয়ে বেসরকারি সংস্থার কর্মীকে ফোন করেছিল এক ব্যক্তি। ব্যারাকপুরের বাসিন্দা সুরজ দত্তকে রাজ কুন্দন মানি লন্ডারিং কেসে যুক্ত থাকার কথা বলা হয়। ওই ফোনে ব্যবসায়ীকে সেই কেস থেকে বাঁচাতে ৪৮ লক্ষ টাকা চাওয়া হয়। ব্যবসায়ী অনলাইনে তিনি সেই টাকা দিয়ে দেন। কিছুক্ষণ পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে টিটাগড় থানায় বিষয়টি জানালে সাইবার ক্রাইমের অফিসাররা তৎপর হন।এরপর পুলিশ মুম্বইয়ের স্টেট ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজারকে টেলিফোন করে সেই টাকা আটকানোর কথা বলে। পরে পুলিশ তদন্ত শেষে সেই টাকা উদ্ধার করে। সোমবার ব্যারাকপুরের পুলিস কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সুরজ দত্তর হাতে ৪৮ লক্ষ টাকার চেক ফিরিয়ে দিলেন। পুলিসের এই ভূমিকায় খুবই সন্তোষ প্রকাশ করেছেন সুরজ বাবু।

ছবি:প্রবীর রায়।

WestBengalBangla

Sep 09 2024, 07:12

জ্যোতিষ মতে ‘শুভাশুভ’ বার্তাবাহক গাছ, জানেন কি সেই গাছ


হ্যাঁ, গাছও বেশ কিছু শুভ ও অশুভ বার্তা বহন করে বলেই মনে করেন জ্যোতিষশাস্ত্র। এই সময় আমরা আমাদের প্রিয়জনকে অনেক সময় বিভিন্ন গাছ, মূলত ইন্ডোর প্ল্যান্ট উপহার হিসাবে দিয়ে থাকি। কিন্তু কোন সম্পর্কের নিরিখে কোন গাছ উপহার দেওয়া উচিত ও কোন গাছ উপহার দেওয়া উচিত নয়, তা আমাদের জানিয়েছেন বেশ কয়েকজন জ্যোতিষ বিশেষজ্ঞ।
আজকাল শহরাঞ্চলে ফ্ল্যাটবাড়িতে (Flat) জায়গার অভাব। ফলে একফালি বারান্দা কিংবা ঘরের জানলায় একটুকরো সবুজের ছোঁয়া দিতে বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের গাছপালা রাখেন। ফলে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপহার হিসেবে ছোট গাছপালা দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পরিবেশের কথা মাথায় রেখেও একে অপরকে গাছ উপহার দিচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে বেশ কিছু সময় অজান্তে আমরা এমন গাছ উপহার দিই, যা ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। আসলে এই ধরনের গাছ উপহার দিলে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন বিভিন্ন জ্যোতিষী (astrologer)।

বাজারে গিয়ে ভালো লাগলো এমন একটা গাছ দেখেই না কিনে এনে সেই গাছ ঘরে রাখা উচিত কিনা তা আমাদের জেনে নেওয়া দরকার। জ্যোতিষাচার্যের মতে, ইতিবাচকতা যাতে বজায় থাকে, তার জন্য মানি প্ল্যান্ট বা শো প্ল্যান্ট দেওয়া যেতে পারে। একে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। যেসব গাছে সাদা ফুল ফোটে, সেগুলিকেও উপহারে দেওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসলে এই ধরনের গাছ উপহার হিসেবে কাউকে দিলে তা সম্পর্ককে মজবুত করে এবং সম্পর্কের মধ্যে ভালবাসাও বাড়ায়।

জ্যোতিষীরা (Astrology) বলছেন, কাঁটাযুক্ত গাছ ভুল করেও কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। যেমন – গোলাপ কিংবা ক্যাকটাস গাছ কখনওই কাউকে উপহারে দেওয়া উচিত নয়। এটি সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে।
এমন কিছু গাছপালা (Tree) আছে, যার পাতা থেকে দুধের মতো পদার্থ নিঃসৃত হয়, সেগুলিও উপহারে দেওয়া উচিত নয়। যেমন – কাঁঠাল গাছ (Vastu)। আসলে উপহার হিসেবে এই ধরনের গাছ অশুভ।জ্যোতিষাচার্যের মতে, উপহার হিসেবে তুলসি গাছকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কেউ যদি তুলসি গাছ নিজের বন্ধুকে উপহার হিসেবে দেন, তাহলে উভয়ের মধ্যে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে। তাই গাছ নিজের ঘরে রাখুন আর বন্ধুকে উপহার দিন, দেবার আগে শুভাশুভ বিচার করেই দেওয়া উচিত।

WestBengalBangla

Sep 09 2024, 07:11

আজকের রাশিফল (Monday, September 9, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, September 9, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার ভালোবাসার মানুষটিকে কোন কঠোর কিছু না বলতে চেষ্টা করুন-অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

বৃষভ রাশিফল (Monday, September 9, 2024)

আপনার কম জীবনীশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মত কাজ করবে। নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয়। আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে। মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন। আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমের জীবন আশা আনবে। মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

মিথুন রাশিফল (Monday, September 9, 2024)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। ভাষণ এবং বৈঠক, যাতে আপনি আজ উপস্থিত থাকবেন, তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

কর্কট রাশিফল (Monday, September 9, 2024)

আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ, কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Monday, September 9, 2024)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।

প্রতিকার :- ঝাড়ুদার কে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Monday, September 9, 2024)

অনাকাঙ্খিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বোনের বিবাহসম্পর্ক আপনাকে খুশি করে তুলবে। তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর। কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

তুলা রাশিফল (Monday, September 9, 2024)

আপনাদের মধ্যে যাঁরা যাঁরা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে- আজকের দিনে আপনার চাওয়া শেষ জিনিসটিই হবে এক চাপ এবং উভয়সঙ্কটের দিন। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

বৃশ্চিক রাশিফল (Monday, September 9, 2024)

পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

ধনু রাশিফল (Monday, September 9, 2024)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন।

প্রতিকার :- গরুকে সবুজ ঘাস বা সবুজ জাবর খেতে দিলে কর্মজীবনে ভালো ফল দেবে।

মকর রাশিফল (Monday, September 9, 2024)

আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Monday, September 9, 2024)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Monday, September 9, 2024)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- তামাক সেবন থেকে বিরত থাকুন এবং ডিম, মাছ , মাংস ইত্যাদি তামসিক খাওয়া থেকে বিরত থাকুন। এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

(Courtesy-AstroSage)

WestBengalBangla

Sep 09 2024, 07:10

কবিতা

*"ড্রাগের নেশা"**

*গোপাল মাঝি*

কাছের মানুষ ছিল অতি
         দেওয়া যায় হৃদয়,
ভালোবাসার বন্ধনে করে সে
          মনটা আমার জয় ।
যৌবনে সে চোখ এড়িয়ে
         যেত ডিস্কো ক্লাব,
নেশাগ্রস্থ হয়ে বাঁসায় ফিরত
        গড়িয়ে যেতো রাত!
মাথার উপর কেউ ছিলনা
        ছাতা হয়ে তার,
মধ্যপ বন্ধু জুটতো সদা
          নিয়ে যেতে 'বার'।
অবশেষে নানা রোগ তার
          শরীরে বাঁসা বাঁধে,
জীর্ণ শরীর দেখে তারা
          নানান ছলে ভাগে ।
চিকিৎসক সব নিষেধ করেন
          ছাড়তে হবে নেশা,
পার্টি হবে শুনলে ছোটে
        --এটাই যেন পেশা ।
কাছের মানুষ হয়ে আমি
          যদি কিছু বোঝাই,
মাথা দুলিয়ে সম্মতি দেয়
          যেন আসলে গোঁসাই ।
এখন খেলে বমি করে
         তবুও পার্টিতে যাবে,
বড়ো খোর প্রমান দিতে
          আকণ্ঠ তা' খাবে ।
ক্রিমিনাল শুনলে ধর্মের বাণী
             ক্রাইম না ছাড়বে,
রক্তে যাদের নেশা মিশেছে
            আসরে গেলে ধরবে ।

WestBengalBangla

Sep 09 2024, 07:09

ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ
*খেলা*

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ



বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোনোমতে জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে হেরেই গেল বাংলাদেশ। থিম্পুতে ম্যাচের ৯১তম মিনিটে কিংগা ওয়াংচুকের গোলে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভুটান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটি ভুটানের কাছে বাংলাদেশের দ্বিতীয় হার, আগেরটি ২০১৬ সালে, থিম্পুতেই হেরে ছিল তারা।

এলোমেলো খেলা, নিষ্প্রাণ ফুটবল আর গোলের সুযোগ তৈরি করতে না পারার ব্যর্থতায় ভুটানের মাটিতে দ্বিতীয় হারটি দেখেছে বাংলাদেশ। চোটের কারণে রাকিব হোসেন আর বিশ্বনাথ ঘোষ আজ খেলতে পারেননি। তাঁদের বদলে যাঁরা নেমেছিলেন, তাঁরা কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

আক্রমণভাগে রাকিবের অভাব অনুভূত হয়েছে সবচেয়ে বেশি। রক্ষণভাগ মোটামুটি সামাল দিলেও শেষ দিকে আর সেটি পারা যায়নি। দাওয়া শেরিংয়ের ফ্রি কিক বক্সে উড়ে এলে সেটি বিপদমুক্ত করতে পারেননি কেউই। বাতাসে বল ভেসেই সেটি চলে যায় ফাঁকায় দাঁড়ানো কিংগা ওয়াংচুকের কাছে। সহজেই বল জালে জড়ান তিনি। ম্যাচে আরও বার দু-এক গোলের সুযোগ তৈরি করেছিল ভুটান, কিন্তু বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত ভুটানের জয়সূচক গোলটির পেছনে দায় রক্ষণেরই।

রাকিবের জায়গায় শাহরিয়ার ইমন আর বিশ্বনাথের জায়গায় ছিলেন ঈসা ফয়সাল। তবে প্রথম ম্যাচের তুলনায় বল ধরে নিচ থেকে বিল্ডআপ ফুটবল খেলার প্রবণতা বেশি দেখিয়েছে বাংলাদেশ দল। কিন্তু মধ্যমাঠে সৃষ্টিশীল ফুটবলের অভাবে আক্রমণগুলো সুযোগে পরিণত হয়নি। মধ্যমাঠে ছিলেন দুজন সোহেল রানা। এক সোহেল রানার কাছ থেকেও গোটা ম্যাচে কোনো ভালো পাসও সামনে যায়নি।

ফয়সাল আহমেদ ফাহিম এলোমেলো ছুটেছেন বটে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেননি। শেখ মোরছালিনকে নিষ্প্রভই দেখা গেছে। প্রথমার্ধের শেষ দিকে ভুটানি গোলকিপারকে প্রায় একা পেয়েও গোল করতে পারেননি শাহরিয়ার ইমন। শেষ মুহূর্তে ভুটানি ডিফেন্ডার কর্নারের বিনিময়ে গোল রক্ষা করেন।

পুরো ম্যাচেই বাংলাদেশের খেলা ছিল এলোমেলো।দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ। শাহরিয়ার ইমনের জায়গায় অভিষেক হয় অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের মিরাজুল ইসলামের। ফয়সাল ফাহিমের জায়গায় মাঠে নামেন রাব্বি হোসেন রাহুল। এ ছাড়াও ঈসা ফয়সালকে তুলে মাঠে নামানো হয় মজিবর রহমান জনিকে। শেষের দিকে নামেন জামাল ভূঁইয়াও। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল আরও বেশি এলোমেলো। এই অর্ধেও গোল হওয়ার মতো ভালো কোনো আক্রমণই দেখা যায়নি। ভুটান দ্বিতীয়ার্ধে ছিল অনেক বেশি আক্রমণাত্মক। বাংলাদেশি ফুটবলারদের পা থেকে বল কেড়ে তারা আক্রমণে গেছে। শেষ পর্যন্ত ম্যাচটা ঠিকই বের করে নিয়েছে তারা।

*লেখা ও ছবি সৌজন্যে:* প্রথম আলো।

WestBengalBangla

Sep 09 2024, 07:08

নৈহাটির রামকৃষ্ণ মোড়ে আর জি কর কান্ডের প্রতিবাদ মিছিলে দুষ্কৃতীদের হামলা

প্রবীর রায়: আর জি কর কান্ডে নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা। নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন, নৈহাটি মহেন্দ্র হাইস্কুল, গরিফা গার্লস ও বয়েজ হাই স্কুল-সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা মিছিলে যোগ দিয়েছিলেন।এই মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হয়েছিলেন। এদিন সন্ধ্যায় নৈহাটির স্বপ্নবিথী পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে এগোতে থাকে।

অভিযোগ, রামকৃষ্ণ মোড়ের কাছে কিছু দুষ্কৃতী মিছিলে ঢুকে মহিলাদের মারধোর করে। মাইক্রোফোনের তার ছিড়ে দেয়। ক্ষোভে রামকৃষ্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। যদিও মিছিলকারীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন পুরপ্রধানের পুত্র তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়।

এই মিছিলে তৃণমূলের হামলা প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন," দিদিমণি ফস করতে বলেছে, তাই তৃণমূলের নেতারা এখন ফস করছে"। অন্যদিকে,এদিন রাতে  নৈহাটিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ মিছিল চলছিল তিলোত্তমার বিচারের দাবিতে সেই মুহূর্তে রামকৃষ্ণ মোড় এর কাছে মিছিলে কিছু দুষ্কৃতি হামলা করে। তারই প্রতিবাদে এবার তিলোত্তমার বিচারের দাবিতে কাকিনাড়ার মাদরালে প্রতিবাদ মিছিল বার করে এলাকার সকল এলাকাবাসীরা।

WestBengalBangla

Sep 08 2024, 20:14

সোমবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম অ্যান্ড বেঙ্গল স্নুকার লিগ বা (বিএসএল) ২০২৪
খেলা # Sports # Snooker # Kolkata


খবর কলকাতা: ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত কলকাতার Saturday Club এ । আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের  সভাপতি অনিল পোদ্দার, সাধারণ সম্পাদক ধ্রুব আগরওয়াল, কর্ম সমিতির সদস্য কিংশুক সাহা, সৌরভ সুরানা সহ আমাদের রাজ্যের কিউ স্পোর্টসের প্রথম স্থানিধিকারী খেলোয়ার মুদিত পোদ্দার।

টুর্নামেন্ট টি রাষ্ট্রীয় সেরা খেলোয়াড়দের মিশ্রণের সাথে জাতীয় সেরা স্নুকার খেলোয়াড়দের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের প্রতিশ্রুতি দেয়। যুক্তরাজ্য এবং থাইল্যান্ডের ২ জন শীর্ষ স্তরের আন্তর্জাতিক পেশাদার স্নুকার খেলোয়াড় যথা মিঃ স্টিফেন লি এবং মিঃ দেচাওয়াত পুমজান দের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে খেলবেন বাংলা তথা ভারতের জাতীয় স্তরের প্রথম সারির তরুণ খেলোয়াড়রা।

টুর্নামেন্টটি প্রথমে PRO AM ফর্ম্যাটে শুরু হবে যেখানে ২ পেশাদার সহ জাতীয় স্তরের ১৬ জন খেলোয়াড় রাজ্য খেলোয়াড়দের অংশীদার হবে এবং একটি দল হিসাবে খেলা হবে। তারপরে ৮ টি দল ২ জন শীর্ষস্থানীয় খেলোয়াড়ের সাথে ৪ টি রাজ্য স্তরের খেলোয়াড়ের মিশ্রণে একটি দল গঠন করবে এবং একে অপরকে লিগের ভিত্তিতে খেলবে।

ইভেন্টটি অপেশাদার এবং পেশাদার স্নুকার খেলোয়াড়দের সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবং স্নুকার অনুরাগী এবং উৎসাহীদের একটি দর্শন প্রদান করে।

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের খেলোয়াড়দের অনুপ্রাণিত ও প্রচার করার জন্য এবং আমাদের রাজ্যে সবুজ বাইজের খেলাকে আরও জনপ্রিয় করার জন্য WBBA উক্ত অনুষ্ঠানটির আয়োজন করছে।

Pro Am এবং BSL উভয় ইভেন্টের বিজয়ী এবং রানার্স আপদের সাথে ভাগ করে নেওয়ার জন্য মোট ১০ লাখ টাকার বেশি পুরস্কার থাকবে এবং সর্বোচ্চ বিরতির জন্য পুরস্কারও থাকবে।

ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের তরফ থেকে
স্নুকার খেলাকে আরও জনপ্রিয় করতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সদয় সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন।

ছবি: সঞ্জয় হাজরা।

WestBengalBangla

Sep 08 2024, 15:40

খুঁটি পূজার মধ্যে দিয়ে শ্যামা পূজার শুভ সূচনা ইয়ং রিক্রেশন ক্লাবের"

নিউজ ব্যুরো: রবিবার খুঁটি পূজার মধ্যে দিয়ে ৩৭ তম বর্ষের শ্যামা পূজার শুভ সূচনা করল ইয়ং রিক্রেশন ক্লাব।" নতুন থেকে পুরাতন শিল্প থাকুক চিরন্তন "মূলত এই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই এবছরের পূজার মধ্যমগ্রাম সেজে উঠবে দীপাবলীতে। যাদবপুর লোকসভা কেন্দ্রে সাংসদ সায়নী ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিয়াই ঘোষ এবং পৌর পারিষদ সহ একাধিক সম্মানীয় ব্যক্তিরা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে উপস্থিত ছিলেন এদিনের খুঁটি পুতে পুজো উৎসবে।

WestBengalBangla

Sep 08 2024, 15:38

উত্তর ২৪ জেলা জুড়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের "অভয়া ক্লিনিক"

খবর কলকাতা: গতকালই রাজ্যের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছিলেন রাজ্যের সাধারণ মানুষকে পরিসেবা দেওয়ার জন্য খোলা হবে "অভয়া ক্লিনিক"। সেই মতো আজ থেকে থেকে সাধারণ মানুষ সব রকম পরিসেবা দেওয়া হচ্ছে অভয়া ক্লিনিকে। আজ রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের বাইরে বারাসাত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে চলছে অভয়া ক্লিনিক।

এছাড়াও, পানিহাটির নাটাগড়ে ও ডানলপে সকাল থেকে অভয়ার ক্লিনিকে মানুষ এসে তাদের চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। ডানলপ ৩৪ বি বাসস্ট্যান্ডে এবং পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে সকাল থেকে অভয়া ক্লিনিক ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন। প্রচুর মানুষ এসে এই অভয়া ক্লিনিক থেকে মানুষ ডাক্তার দেখিয়ে তাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন সাধারণ মানুষ।

অন্যদিকে,বরানগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘরে জুনিয়র চিকিৎসকদের তরফে টেলিমেডিসিন ক্লিনিক চালু করা হয়েছে।