অ্যালুমনিয়া মিট রি ইউনিয়ান ফেসটিভ ২০২৩
![]()
উত্তর ২৪ পরগনা: "অ্যালুমনিয়া মিট রি ইউনিয়ান " নামে একটি সংগঠন তৈরি করেছে সাহেব খালি নিত্যানন্দ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ।সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেব খালি নিত্যানন্দ হাইস্কুলে বড়দিন উপলক্ষ্যে স্কুলের পাশেই একটি মাঠে তারা একটি বস্ত্রদান অনুষ্ঠান করে । তারা মূলত এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র , নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিভিন্ন খাবারের প্যাকেট স্থানীয় সাধারণ মানুষের হাতে তুলে দেন । এবং ভবিষ্যতেও তারা এলাকার এইসব দুঃস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন ।
.
.প্রাক্তন শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার বয়স্ক মানুষরা ।সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য অভিযোগ করেন,"সাহেব খালি নিত্যানন্দ হাই স্কুলের মধ্যেই এই অনুষ্ঠানটি করার কথা ছিল । এবং ইস্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতিও দিয়েছিল। কিন্তু কোন অজানা কারণে হঠাৎই সেই অনুমতি বাতিল করেন তারা।তাই আমরা স্কুলের পাশেই একটি মাঠে অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি।
তবে এর পরের বছর থেকে আমরা স্কুলের মধ্যেই অনুষ্ঠান করব"। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য, প্রাক্তন ছাত্রী উজ্জ্বলা মৃধা, সংগঠনের Assignment সুরেশ মন্ডল, গ্রামবাসী শোভা ঘরামি প্রমুখ।













Dec 26 2023, 14:58
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k