বড়দিনে পার্ক স্ট্রিট যাচ্ছেন! জেনে নিন শেষ মেট্রো
![]()
বড়দিনে শহর জুড়ে সেলিব্রেশন মুড চলছে। ২৪ ডিসেম্বর রাতে কাতারে কাতারে মানুষ অন্যান্য বছরের মতোই ভিড় জমালেন পার্কস্ট্রিট বো ব্যারাকসহ শহরের জনপ্রিয় ডেস্টিনেশনগুলিতে। রবিবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত প্রায় ২.৬১ লক্ষ মানুষ মেট্রোতে ভ্রমণ করেন। সোমবার অর্থাৎ আজ বড়দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছে কলকাতা মেট্রো। সেই মতোই প্রস্তুতি সাড়া হয়েছে মেট্রো রেলের তরফে।
নর্থ-সাউথ লাইন অর্থাৎ ব্লু লাইনে ১৯৪টি মেট্রোর সার্ভিস আজ পাবেন। সন্ধের ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন। সকাল ন'টা থেকে মেট্রো পরিষেবা চালু হলেও, আজ সর্বশেষ পরিষেবার সময় বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাবেন রাত ১০:৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পাবেন রাত ১১'টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাবেন রাত ১১ঃ১০ মিনিটে।কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো পাবেন রাত ১১:১০ মিনিটে।






Dec 25 2023, 17:43
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.8k