নন্দীগ্রামের রেয়াপাড়ায় অটল বিহারী বাজপায়ী এর জন্মদিনে সেবাদান অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য
![]()
আজ পুনরায় আদালতে তোলা হবে চাকরীপ্রার্থীদের। হকের চাকরী চাইতে গিয়ে এখন জেলবন্দী তারা। আপার প্রািমারী চাকরী প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন। এই নিয়ে শুভেন্দুর মন্তব্য
আচার্য নিযুক্ত সমস্ত উপাচার্যদের গন ইস্তফা দিতে বললেন ব্রাত্য বসু। এটা নিয়ে শুভেন্দুর মন্তব্য।
অমিত শাহ ও নাড্ডাজী কলকাতায় আসা নিয়ে আগামী কাল বৈঠকে বসতে পারেন। এটা নিয়ে মন্তব্য শুভেন্দুর।
মিমিক্রিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে বসে শুধু আমি আমি করছেন কেন? দেশকে দেখুন। কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি? নরেন্দ্র মোদি বা বিজেপিকে কতটা খুশি আপনি করতে চান? আপনিই বলেন এই শতকে জন্মানো সবচেয়ে বড় মহাপুরুষের নাম নরেন্দ্র মোদি। অয়েলিং...অয়েলিং...অয়েলিং, মত প্রকাশের অধিকার, আমার মৌলিক অধিকার। মিমিক্রি আমার অধিকার, কেউ তা ধ্বংস করতে পারে না। জেলে পুরলেও আমার প্রতিবাদ বন্ধ হবে না। শ্রীরামপুরে শুভেন্দু অধিকারীর
পাল্টা সভা থেকে এবার জগদীপ ধনকড়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ। লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে পাঁচটির বেশি আসন পাবে না বলেও জানিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।






Dec 25 2023, 15:23
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k