/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা West Bengal Bangla
কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা

বাঁকুড়াঃ প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে কলকাতার বৌবাজার থানার পুলিশ। রবিবার সকালেই তাঁকে সিমলাপাল থানার আঁকড় গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর।

স্থানীয়রা জানিয়েছেন, অনিরুদ্ধ সৎপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি ২০১৩ থেকে ১৮ তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। যদিও সাম্প্রতিক কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেননা তিনি।

একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিরকে কলকাতার বৌবাজার থানার পুলিশ ১২০ বি, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় আটক করে। এদিনই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বৌবাজার থানার পুলিশ কর্মী আধিকারিকরা বলে জানা গেছে।

গ্রামবাসীদের তরফে দাবি, অনিরুদ্ধ সৎপতির পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ। তিনি কোন দূর্ণীতির সঙ্গে যুক্ত বলে মনে হয়না। তবে তিনি 'নেশাগ্রস্ত' বলে তাঁরা জানিয়েছেন।

অনিরুদ্ধ সৎপতির স্ত্রী সাগরিকা সৎপতির দাবি, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শুধুমাত্র চাষাবাদ করেই তাঁদের সংসার চলে বলে তিনি জানান।

হাসপাতালের ভীতরে আত্মহত্যা করলেন এক প্রসূতি

বাঁকুড়াঃ গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক প্রসূতি। মৃতার নাম পায়েল সিং। সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি হন পুরুলিয়ার আদ্রা শহর সংলগ্ন বেঁকো গ্রামের পায়েল সিং । ওইদিনই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই ওই সদ্যজাতর শারিরীক সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালেই ভেন্টিলেশানে রাখা হয়। সন্তানের এই অসুস্থতায় রীতিমত ভেঙে পড়েন মা পায়েল সিং। বারেবারে সেকথা সঙ্গে থাকা নিজের মা কে জানিয়েওছিলেন পায়েল। এদিন সকালে মা কে বাইরে পাঠিয়ে হাসপাতালের বেড থেকে উঠে প্রসুতি বিভাগের তিনতলায় চলে যান পায়েল। সেখানেই রেলিংয়ের সঙ্গে গলায় নিজের শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

একেবারে হাসপাতালের ভেতরে এভাবে রোগীর আত্মহত্যার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বড়দিনের "সান্তাক্লজ" হিসেবে রক্তদানে এগিয়ে এলেন জামালদহের প্রতাপ

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতর ধুলিয়া বলদিয়াহাটি এলাকার বাসিন্দা তাপসী অধিকারীর জীবনে আবারো নেমে এসেছিল ঘোর অমাবস্যা। বছর দুই আগে তার একদিনের কন্যা সন্তান মারা যায়। সেই ঘটনার পর দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করে তাপসী দেবী ও তার পরিবার পড়েন মহাফাঁপড়ে।

তার ডাক্তারবাবু তাপসী দেবীর সন্তান প্রসবের তারিখ দেন ডিসেম্বরের ২৪ । কিন্তু তার আগেই তাপসী দেবীর শারীরিক সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কমে যায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ। ডাক্তার পরামর্শ দেন এক ইউনিট রক্ত রোগীকে দিতে হবেই। নাহলে সমস্যায় পড়তে হবে প্রসূতি মা ও আগত বাচ্চা।

এদিকে তাপসী দেবির রক্তের গ্রুপ এ নেগেটিভ। এই গ্রুপের রক্ত জোগাড় করতে কালঘাম ছুটে যায় তাপসী দেবীর স্বামী ও তার পরিবারের বাকি সদস্যদের। সন্তান প্রসবের তারিখ যতই এগিয়ে আসতে শুরু করে, ততই দুশ্চিন্তায় পড়েন তাপসী দেবীর পরিবার। অনেক জায়গায় খোঁজ করেও রক্ত জোগাড় করে উঠতে পারে না তারা।

নিরুপায় হয়ে চারদিন আগে মেখলিগঞ্জ মহকুমা প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ করে তাপসী দেবীর পরিবার। সেই প্রতিষ্ঠান থেকে রক্ত চাই বলে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করা হয়।

সেটা দেখে এগিয়ে আসেন জামালদহের বাসিন্দা প্রতাপ কুমার ঝাঁ। স্বতঃস্পূর্তভাবে তিনি যোগাযোগ করেন তাপসী অধিকারীর বাড়িতে। হাফ ছেড়ে বাচেন তাপসী অধিকারীর পরিবার।

রবিবার রক্ত দান করতে বাড়ি থেকে ৫৫ কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহরে ছুটে যান বছর ২৭ এর যুবক প্রতাপ। রক্ত জোগাড় হতেই তড়িঘড়ি তাপসী দেবীকে ভর্তি করানো হয় জলপাইগুড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে। বড়দিনের দিনে সেখানে সন্তানের জন্ম দেবেন তাপসী দেবী।

রক্ত দিয়ে প্রতাপের গলায় অসহায় মায়ের পাশে থাকার বার্তা। তিনি বলেন, "সামাজিক মাধ্যমে সেই পোস্ট দেখে আমি সেদিনই যোগাযোগ করি তাপসী অধিকারীর বাড়িতে। তারপর আমি তাপসী দেবীর জন্য রক্ত দান করতে জলপাইগুড়ি এসেছি।"

এদিকে স্ত্রীর জন্য রক্ত পেয়ে কৃতজ্ঞতার সুর স্বামী গলায়। তিনি বলেন, "প্রথম বাচ্চা কে হারিয়ে আমরা মানসিক যন্ত্রণায় ছটফট করেছি। যখন দ্বিতীয়বার সন্তানের মুখ দেখাবো ভেবেছি। ঠিক তখনই স্ত্রীর শারীরিক জটিলতায় সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। সাক্ষাৎ ভগবান হিসেবে এগিয়ে এসেছেন প্রতাপ বাবু। আমি ও আমার পরিবার সারাজীবন এই রক্তের ঋণ পরিশোধ করতে পারবো না। আগামীকাল সকালে ডাক্তার ডেলিভারির সময় দিয়েছেন।"

এদিকে রক্ত দিয়ে নিরুত্তর প্রতাপ। তার দাবি, "রক্তদান সামাজিক কর্তব্য। আমার রক্তে পেয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচাবে। ভেবে খুব ভালো লাগছে।"

কিছু শিখন্ডীর কাঠিবাজির জন্য ২০১৯ সালে টিকিট মেলেনি বললেন অর্জুন সিং

উত্তর ২৪ পরগনা: ভি কি যাদব খুনে পাপ্পু সিং গ্রেপ্তার হওয়ার পর থেকেই সাংসদ ও বিধায়কের বাকযুদ্ধে তপ্ত ব্যারাকপুর । উভয়ের একে অপরকে লাগাতার নিশানা করে চলেছেন। রবিবার বিকেলে জগদ্দলের এ আই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন গেটে সভায় হাজির হয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, দু'বছর দলে ছিলাম না। ব্যারাকপুর কেন্দ্রের দাবিদার ছিলাম। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কিছু শিখন্ডীর কাঠিবাজির জন্য টিকিট মেলেনি।

বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভের পর নেত্রীর ডাকে ফের দলে ফিরে এসেছি। পাপ্পুর গ্রেপ্তারি নিয়ে এদিন সাংসদ বলেন, ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। একজন বারবার পাপ্পুর নাম বলায় পুলিশ প্রভাবিত হয়ে ওকে গ্রেপ্তার করেছে। তবে আদালতে সঠিক বিচার মিলবেই। পুরানো কাহিনী তুলে ধরে সাংসদ বলেন, বামআমলে জেলে থেকে ভোটে জিতে তিনি কাউন্সিলর হয়েছিলেন। তিনি লড়াই করতে জানেন। এখানকার জনতার আশীর্বাদেই ফের তিনি জয়ী হবেন।

যিশুখ্রিস্টের জন্মদিন পালন বো বারাকে,আলোকসজ্জায় সাজ্জিত এলাকা

কলকাতা: মধ্য কলকাতা, বউবাজারে বিখ্যাত অঞ্চল বো বারাক। ইতিমধ্যেই ২০০ বছর অতিক্রান্ত এই অঞ্চলে ২৫শে ডিসেম্বর অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয় ঘটা করে। এলাকায় রীতিমতো আলোকসজ্জায় সাজিয়ে তোলার পাশাপাশি বাড়ির অতিথিদের জন্য রান্না করা হয় বিভিন্ন পদ। সাথে থাকে শ্যাম্পেন।

এই ধরনের পরম্পরা চলে আসছে বেশ কিছু বছর ধরে। এই অঞ্চলে এরই পাশাপাশি কলকাতার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের মানুষজন আসেন বো ব্যারাকে। রবিবার ছুটির দিন হওয়াতে এক প্রকার ভিড় দেখা গেল প্রাক বড় দিনে বো ব্যারাকে।

*লেকটাউন মিনি পার্কস্ট্রিট, সৌজন্যে রাজ্যের দমকল মন্ত্রী*


 কলকাতা: বড়দিনের আগে চারিদিক থেকে ভেসে আসছে ক্যারলের সুর, অভিমান ভুলে খুশির প্লাবনে প্লাবিত আপামর বিশ্ববাসী ।রাজ্যের লেকটাউন পরিণত হল মিনি পার্কস্ট্রিটে । রবিবার সন্ধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় লেকটাউন পরিণত হল মিনি পার্কস্ট্রিটে । বছরের শেষ কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠে শহরবাসী । ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হলেন লেকটাউনের ক্রিসমাস ও পৌষ পার্বণ মেলাতে ।পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ, সেই ভিড় এবার লেকটাউন শ্রীভূমিতে । গত কয়েক বছর ধরে লেকটাউনে শুরু হয়েছে পৌষ পার্বন উৎসব । সেই উৎসব রবিবার সন্ধ্যায় উন্মোচন হল সুজিত বসুর হাত ধরে । এদিন এক বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করেন মন্ত্রী । শোভাযাত্রায় সান্তার সাজে কচিকাঁচাদের মাঝে উপস্থিত তিনি । সকলের আবদার মেটাতে ছবি তোলা থেকে উপহার দেওয়া, বাঙ্গালীদের পিঠেপুলি সবই সামিল । এক কথায় বড়দিনের প্রাক্কালে আলোয় সেজে উঠেছে লেকটাউনের শ্রীভূমি ।

*বড়দিনের দিন কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা*


আজ  ২ ৫ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। এদিন কোন মিটিং-মিছিল নেই।তবে আজ বড়দিন থাকায় শহর মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ভিড় সামাল দিতে প্রস্তুত লালবাজার। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*বড়দিনের দিন কেমন থাকবে আবহাওয়া*


দিনকয়েক আগে অবধি বাংলার পারদ ছিল নিম্নমুখী।শীতের শিরশিরানির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তকে সঙ্গ দিতে হাজির পশ্চিমি ঝঞ্ঝাও।

বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটির কারণেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। এই ঘূর্ণাবর্তের জেরে কমেছে শীতের দাপট। 

কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও আজ থেকে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে‌। যদিও কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে থাকবে বলে খবর।

*আজকের রাশিফল ২ ৫শে ডিসেম্বর (সোমবার) *


মেষ রাশিফল (Monday, December 25, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে গরিব দুঃখী মহিলাদের সাহায্য করুন।

বৃষভ রাশিফল (Monday, December 25, 2023)

আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন- আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না- এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে। জীবনের ব্যাস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্ছাদের জন্য সময় বার করবেন।তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না, কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ।

মিথুন রাশিফল (Monday, December 25, 2023)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজন কে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে। আপনার বিবাহিত জীবনে যখন জিনিষ আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে।

প্রতিকার :- পেশাগত জীবনে ভালো উপকার পেতে মাতা বা বয়স্ক মহিলার কাছ থেকে চাল নিয়ে সাদা কাপড়ে বেঁধে ঘরে রাখুন।

কর্কট রাশিফল (Monday, December 25, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয়, কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয়।

প্রতিকার :- নিজের বোনকে, কন্যাকে, পিসি ও মাসিকে সন্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

সিংহ রাশিফল (Monday, December 25, 2023)

উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন। আজ কোনও নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভাল করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে।

প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

কন্যা রাশিফল (Monday, December 25, 2023)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে।

প্রতিকার :- জলে কোনো ছিদ্র যুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে তার ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

তুলা রাশিফল (Monday, December 25, 2023)

চাপ উপেক্ষা করা প্রয়োজন। এটি খুব দ্রুতগতিতে তামাক এবং মদের মত মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য্য অবলম্বন করুন। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন।যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন।সময় নষ্ট করা ভালো নয়। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে।

প্রতিকার :- সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।

বৃশ্চিক রাশিফল (Monday, December 25, 2023)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়ায়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

ধনু রাশিফল (Monday, December 25, 2023)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ, আপনার এক ভাইবোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন, তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- ভগবান বিষ্ণু কে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাব ও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মকর রাশিফল (Monday, December 25, 2023)

আজ শান্ত-উদ্বেগমুক্ত থাকুন। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

কুম্ভ রাশিফল (Monday, December 25, 2023)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে।

প্রতিকার :- সুস্থ এবং সবল থাকতে রুপার থালা চামচ ব্যবহার করুন।

মীন রাশিফল (Monday, December 25, 2023)

বয়স্করা তাঁদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে- কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আপনার স্ত্রী কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে, কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন।

প্রতিকার :- কন্যা শিশুদের চকোলেট, দুধ, মিষ্টি এবং ট্রফি বিতরণ করুলে সংসারে সুখ বৃদ্ধি পায়।

*মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবারে বাচ্চা বদলের অভিযোগ*


 এসবি নিউজ ব্যুরো: দিন পাঁচেক আগে শাবানা বিবি ভগবানগোলা থানার অন্তর্গত কালুখালী এলাকায় নিবাসী এক গৃহবধূ প্রসূতি যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হয়। বেশ কয়েকদিন আগে গতকাল রাতে তার সিজার হয় এবং তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। অভিযোগের পর থেকে বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি।

পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে। এবং সমস্ত কাগজপত্র করে আজকে সকালে তাদেরকে ছুটি দেওয়ার কথা। কিন্তু হাসপাতালে গিয়ে পরিবারের লোক জানতে পারে গতকাল নয় আজ সকালে বাচ্চা মারা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কথার গড়মিল থেকেই সন্দেহ হয়‌ পরিবারের ।

এর পরে যখন বাচ্চা তাদের হাতে তুলে দেওয়া হয় তখন বাচ্চার মায়ের এবং বাচ্চার টোকন এর অমিল হওয়ায় সন্দেহ সত্যি হয়। মেডিকেল কলেজের মাতৃমায়ের চূড়ান্ত গাফিলতি আবারও সামনে আসে। এখন প্রশ্ন আদৌও বাচ্চাটি মারা গেছে নাকি বাচ্চা বদল হয়েছে। নাকি টাকার বিনিময়ে বাচ্চার হাত বদল হয়েছে। এই দুশ্চিন্তায় পরিবারে। এই নিয়ে অভিযোগও জানাচ্ছেন তারা এতটা গাফিলতি কিভাবে হয়? আদৌও মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায়ে চিকিৎসা সুরক্ষিত, নাকি এর পেছনেও রয়েছে দালাল রাজ।