*ক্ষুদে দাবাড়ুদের দাবার চালে কোলাঘাটে শুরু সুবর্ণ জয়ন্তী বর্ষের শিশু উৎসব*
কোলাঘাট: কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গনে শুরু হল কোলাঘাটে পঞ্চাশ তম বর্ষের শিশু উৎসব।
শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা পথপরিক্রমা করে। তারপর একযোগে শুরু হয় শিশুদের নানা খেলাধুলার সাথে একদিনের দাবা প্রতিযোগিতা।
উল্লেখ্য এদিন দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার সতেরো অনুর্দ্ধ প্রায় একশ সত্তর জন দাবাড়ু অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই শিশু উৎসবে কদিন ধরে চলবে , বিভিন্ন ধরনের খেলাধুলা, সংগীত , নৃত্য, আবৃত্তি, অঙ্কন, কুইজ, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতা। সেই সাথে থাকছে প্রতি সন্ধ্যায় বৈচিত্রময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিশু উৎসব সমিতির পক্ষে সুজয় সামন্ত জানান, সুদীর্ঘ পঞ্চাশ বছরে এই আয়োজনকে কেন্দ্র করে বহু স্মৃতি এবং স্থানীয় অগনিত মানুষের আবেগ বুকে ধরে এবং আগামী স্বপ্ন কে সফল করার ভাবনায়, সুস্থ সংস্কৃতি বিকাশে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের শিশু উৎসব শুরু হয়েছে।
যেখানে শিশু কিশোর এবং সর্বস্তরের শিল্পী মিলিয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেবেন।














Dec 24 2023, 16:41
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k