*ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সদস্যরা নাগরিক সভা করলেন শনিবার*
উত্তর ২৪ পরগনা: বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সদস্যরা নাগরিক সভা করলেন শনিবার । মঞ্চ থেকে যে কোন অন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠার ডাক দেন তারা। ব্যাঙ্কে সঞ্চয় কারীদের জমার নিরাপত্তা, ব্যাঙ্ক বেসরকারিকরণ, চুক্তি বদ্ধ কর্মীদের স্থায়ীকরণ,GIG ওয়ার্কারদের জন্যে লড়াই, রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষার জন্য আন্দোলন করতে সচেতন করেন নাগরিক সমাজকে ।
গানের মাধ্যেমে অনুষ্ঠান শুরু হলেও, বক্তাদের বক্তব্যেই সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির কথা উঠে আসে। সাধারণ মানুষের উপর কি ভাবে প্রভাব পড়ছে তার উল্লেখ থাকে।
সাম্প্রতিক কালে বায়োমেট্রিক জালিয়াতি যা AEPS থাকার ফলে বিভিন্ন লোকের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার সুযোগ থাকত। এই মঞ্চ থেকেই প্রথম বলা হয়। RBI এ চিঠির পর চিঠি দিয়ে কতৃপক্ষের নজরে আনেন তারা । যার ফলে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানানো হয় AEPS আর বাধ্যতামূলক নয়।






কেউ এসেছেন হাওড়ার বাগনান থেকে কেউ আবার আরামবাগ থেকে। অনেকেই বলছেন বাংলার বুকে সুন্দর প্রাকৃতিক ঐতিহ্য পর্যটক কেন্দ্র রয়েছে তা না আসলে জানতেই পারি না। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ফ্যামিলি সকল শ্রেণীর মানুষ এই জমিয়েছেন ভূগোলের পাতায় স্থান নেওয়া বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গনগনিতে।
পরে সকাল ৬ টায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয়। তারপর সকাল ৭:৩০ এ ছাতিমতলায় উপাসনা শুরু হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তনী থেকে পড়ুয়া, অধ্যাপক ও অধ্যাপিকারা। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


Dec 24 2023, 10:40
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k