/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ১৫ই ডিসেম্বর (শুক্রবার)* West Bengal Bangla
*আজকের রাশিফল ১৫ই ডিসেম্বর (শুক্রবার)*


মেষ রাশিফল (Friday, December 15, 2023)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভাল করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে। আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাববিনিময় করুন অন্যথায় বিষয়টি আরো খারাপ হবে।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

বৃষভ রাশিফল (Friday, December 15, 2023)

কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন, নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে। কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে।

মিথুন রাশিফল (Friday, December 15, 2023)

আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। বিবেচকের মত বিনিয়োগ করুন। আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- পারিবারিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন।

কর্কট রাশিফল (Friday, December 15, 2023)

স্বাস্হ্য ভালোই থাকবে। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গনেশজির ছবি রাখুন।

সিংহ রাশিফল (Friday, December 15, 2023)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত আনবে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।

প্রতিকার :- রুপার টুকরো বা রুপার কয়েন সর্বদা পকেটে রাখলে ধন বৃদ্ধি পাবে।

কন্যা রাশিফল (Friday, December 15, 2023)

আপনার স্বাস্হ্যের প্রতি যত্নশীল হোন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। কাজের পরিবর্তনে আপনার লাভ হবে। বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়।

প্রতিকার :- হনুমান মন্দিরে জেসমিন তেল, সিলভার এ মোরা চোলা ও সিঁদুর দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

তুলা রাশিফল (Friday, December 15, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রুপান্তর করতে পারে। আপনি আপনার সঙ্গী কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে, আপনার অপ্রয়োজনীয় বিতর্ক মধ্যে পড়া উচিত নয়। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে।

বৃশ্চিক রাশিফল (Friday, December 15, 2023)

আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিশ্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থলে দান করুন।

ধনু রাশিফল (Friday, December 15, 2023)

কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। যখন আপনি কোন দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন- আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। সাফল্য নিশ্চিতভাবেই আপনার- যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে।

প্রতিকার :- ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রোঞ্জ এর পাত্র দান করুন এবং এর ফল স্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন।

মকর রাশিফল (Friday, December 15, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন- যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে।

প্রতিকার :- তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্জলন করলে আর্থিক উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Friday, December 15, 2023)

আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনের ভালবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে।

মীন রাশিফল (Friday, December 15, 2023)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। বরফের মতো আশংকা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়ায়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনার জীবনের ভালবাসায়, আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে।

প্রতিকার :- বিধারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভোরে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।

*জাতীয় ভোটার দিবস ২০২৪ কে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান পড়ুয়াদের নিয়ে*

মহিষাদল :জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে বিডিও, মহিষাদল ব্লক এবং ডঃ গৌতম কুমার মাইতি, অধ্যক্ষ, মহিষাদল রাজ কলেজের অনুপ্রেরণায় আজ এনএসএস, মহিষাদল রাজ কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রকমের প্রতিযোগিতার ব্যবস্থা হয় যেমন প্রবন্ধ লেখা, ছবি আঁকা, স্লোগান লেখা, ডিবেট ও কুইজ প্রতিযোগিতা। সমস্ত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ভারতীয় গণতন্ত্র ও নির্বাচন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত প্রোগ্রাম অফিসার ডঃ প্রদীপ পাত্র, ডঃ জয়দেব মান্না, ডঃ বিভাস মিস্ত্রি, প্রফেসর মহম্মদ আবিদ আজাদ এবং এনএসএস এর ভলেন্টিয়ারস ও রাজ কলেজের পড়ুয়ারা। বিচারক মন্ডলীতে উপস্থিত ছিলেন ডঃ সুজিত মন্ডল প্রফেসর প্রিন্স বিশ্বাস ও প্রফেসর মিহির মন্ডল।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে স্থানাধিকারী উইনার, ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপ দের ব্লক স্তরে পাঠানো হবে এবং পুরস্কৃত করা হবে। সেখানে পুনরায় প্রতিযোগিতার মাধ্যমে বিজেতাদের জেলা ও রাজ্যস্তরে পাঠানো হবে।

*রায়গঞ্জে চালু হল ভ্রাম্যমান ATM*

এসবি নিউজ ব্যুরো: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চালু হল মোবাইল এটিএম পরিষেবা। আর গ্রামের সাধরণ মানুষকে টাকার জন্য ছুটতে হবে না বাইরে কোথাও। কেননা এখন ভ্রাম্যমান এটিম আপনার ঘরের সামনেই হাজির হবে। এই পরিষেবা চালু করল রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। তাদের আর্থিক ভাবে সহযোগীতা করেছে নাবার্ড।

গতকাল রায়গঞ্জে আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের জেলা উন্নয়ন আধিকারিক অর্নব প্রামানিক, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্সের চেয়ারম্যান তিলক চৌধুরী সহ অন্যান্যরা।

অর্নব প্রামানিক জানান, "গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। এখনও গ্রাম-গঞ্জে এটিম সেভাবে দেখা যায়না। সাধারণ মানুষকে টাকা জমা কিংবা তুলতে ছুটতে হয় দূরবর্তী স্থানে। তাই এখন থেকে এই মোবাইল এটিএমের মাধ্যমে বাড়ির কাছেই আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকরা।"

*হলদিয়ায় শুভেন্দুর সভার আগে পড়লো শুভেন্দুর নামে চারিদিকে পোস্টার, যাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য*


হলদিয়া: রাত পোহালেই হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিজেপির পক্ষ থেকে বিশাল সমাবেশ। সেই সমাবেশের আগে গেটের ব্যানার ছেঁড়ার পাশাপাশি সভার চারিদেক শুভেন্দুর নামে নানা পোস্টার পড়েছে। যাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাত শুভেন্দু, চোর শুভেন্দু সহ একাধিক পোস্টার দেওয়া হয়েছে হলদিয়া নগরিক কমিটির পক্ষ থেকে। সভাকে কেন্দ্র করে বিজেপি যখন প্রস্তুতি শুরু করেছে তখন এই ধরনের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু সভার আগের দিন থেকে সভাস্থলের চারিদিকে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করেছে। ফলে দুই যুযুধান রাজনৈতিক দলের তাপ উত্তাপে সরগরম হয়ে উঠেছে হলদিয়া।।

*৪ ঘন্টা পার! কখন চলবে মেট্রো পরিষেবা? চিন্তায় যাত্রীরা*

দুপুরে ফের থমকে গেল শহরের মেট্রো রেল পরিষেবা। বরানগর ও নোয়াপাড়ার মাঝে থার্ড লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আর তার জেরে এদিন অর্থাত্‍ বৃহস্পতিবার দুপুরে ২টো ৫মিনিট থেকেই থমকেছে মেট্রো পরিষেবা।

কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। তৃতীয় লাইনে বিদ্যুত্‍ না আসায় ওই অংশে পরিষেবা হোঁচট খেয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহেও পর পর ৩ দিন ব্যস্ত সময়ে থমকে গিয়েছিল মেট্রোর পরিষেবা। এদিন আবারও তা হোঁচট খেল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো ৫মিনিট নাগাদ বরানগর ও নোয়াপাড়ার মাঝে তৃতীয় লাইনে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। সেই সঙ্গে ওই অংশে তৃতীয় লাইনে বিদ্যুত্‍ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। বিদ্যুত্‍ কম যাচ্ছিল লাইনে। যার জেরে ট্রেন চালানোই যাচ্ছিল না। শেষে খবর পেয়েই মেরামতির কাজে হাত দেয় মেট্রো কর্তৃপক্ষ। দুপুর ২টো ২৮ মিনিট থেকে থার্ড লাইনে বিদ্যুত্‍ পরিষেবা বন্ধ রেখে কাজ শুরু হয়। সেই কারণেই এখন কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। মেরামতির পরেই তা আবার চালু করা হবে। তবে ৪ ঘন্টা পার হলেও কখন চলবে মেট্রো তা এখনও অধরাই।

কয়লা পাচারকাণ্ডে কলকাতার ভবানীপুরে দুই জায়গায় ৩ টি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি

কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই। বৃহস্পতিবার কলকাতার ভবানীপুরে দুই জায়গায় ৩ টি ফ্ল্যাটে সিবিআই তল্লাশি চলছে।

এদিন সকাল ১১ টা নাগাদ ভবানীপুর, আসানসোল-সহ ১২ জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই । অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠদের ঠিকানায় পৌঁছায় সিবিআই ।

কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা একাধিক প্রভাবশালীদের এবং পুলিশ অফিসারদের কাছে টাকা পাঠাতো।যারা এই টাকা নিয়ে যেত অর্থাৎ যাদের মাধ্যমে টাকা পাঠানো হতো তাদের ঠিকানা পৌঁছে যায় সিবিআই।

*নতুন বছরে তারা মায়ের ভক্তদের জন্য সুখবর, খুলে যাচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের দ্বার!*

পাঁশকুড়া: তারাপীঠ বলতে আমরা বীরভূমকে বুঝি। তবে এবার রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাতেও গড়ে উঠেছে দ্বিতীয় তারাপীঠ। ভক্তদের সমাগমে বেশ ভালোই চলছিলো। কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারনে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়।পুনরায় ইংরেজির নতুন বছরে খুলতে চলেছে রাজ্যের দ্বিতীয় তারাপীঠ মন্দির।

আপনি কি তারা মায়ের ভক্ত! তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আবারো ভক্তদের জন্য দ্বিতীয় তারাপীঠ মন্দিরের দ্বার খুলে দেওয়া হচ্ছে। বীরভূমের তারাপীঠ মন্দির ও মা তারার মাহাত্ম্য লোক মুখে মুখে ফেরে। সারা বছরই ভক্তের সমাগম হয় বীরভূমের তারাপীঠ মন্দিরে। কিন্তু অনেকের সময় অভাবে আবার দূরত্বের কারণে তারাপীঠ মন্দিরে যেতে পারেন না। সেইসব মানুষদের জন্য অনেকটাই সুখবর অবিকল তারাপীঠ মন্দিরের মতো দেখতে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে তৈরি হয়েছে একটি তারা মায়ের মন্দির। আবারো সেই মন্দিরের দ্বার ভক্তদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

পাঁশকুড়ার চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের মন্দির। অবিকল বীরভূমের তারাপীঠ মন্দিরের মতো দেখতে এই মন্দির। ২০২১ সালে এই মন্দিরটির উদ্বোধন হয়। উদ্বোধন হওয়ার অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই মন্দির। দূর দুরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে।

অল্পদিনের মধ্যেই এই মন্দিরের নাম ছড়িয়ে পড়ে শুধু পূর্ব মেদনীপুর জেলা নয়, পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলী সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। ফলে পাঁশকুড়ার প্রত্যন্ত চকগোপাল গ্রাম মায়ের ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে রাতারাতি খ্যাতি লাভ করে। মন্দিরের কারণে গ্রামের অর্থনৈতিক উন্নতি শুরু হয়। কিন্তু তারপরে হঠাৎই একদিন মন্দিরে তালা পড়ে।

বেশ কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল মন্দিরে দরজা। অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে ইংরেজি নতুন বছর ২০২৪ সালের ১১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য আবারো ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরের দ্বার। বীরভূমের তারাপীঠের আদলে পাঁশকুড়া চকগোপাল গ্রামের গড়ে উঠেছিল দ্বিতীয় তারাপীঠের মন্দির, ৫১ টি সিঁড়ি ভেঙে মায়ের দর্শন করতে হয়য এই মন্দিরে। মন্দির পরিচালক কমিটি সদস্যরা আশা করছেন, ভক্তদের জন্য এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরের দ্বার খুলে দেওয়ার পর আবারও ভক্তের সমাগম আগের মতোই হবে। এমনকি মন্দির খ্যাতি লাভ করবে।

পাঁশকুড়া চকগোপাল গ্রামে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির আগামী দিনের ভক্ত ও দর্শনার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে। আগামী দিনে মন্দির ঘিরে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এই চকগোপাল গ্রামে বলে অভিমত এলাকাবাসীর।

সাংসদ ভবনে হামলার ঘটনার বাংলার যোগ

উত্তর ২৪ পরগনা: সাংসদ ভবনে হামলার ঘটনার মূল অভিযুক্ত ললিত ঝাঁ।যার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশের সূত্র অনুযায়ী উত্তর ২৪ পরগনার হালিশহরের জেঠিয়া নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে ললিত ঝাঁ। বৃহস্পতিবার সকালে দিল্লী পুলিশের এক উচ্চ আধিকারিক কথা বলে নীলাক্ষের সঙ্গে।

জগদ্দলে ভিকি যাদব খুনে ধৃত আরও তিন, উদ্ধার খুনে ব্যবহৃত দুটি বাইক

উত্তর ২৪ পরগনা: চলতি বছরের গত ২১ সেপ্টেম্বর ভর সন্ধেয় জগদ্দলের পুরানী তলাব এলাকায় বাড়ির সামনে খুন হন ভিকি যাদব। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই অঙ্কিত কুমার সিং ও রাইস আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় এই দুজনের ভূমিকা ছিল। খুনীদের আশ্রয় দেওয়া এবং রাস্তা চিনিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেওয়া।

এই ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, ভিকি যাদব খুনের ঘটনায় মহম্মদ জিশান, পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ ও ইফতিকার আলম ওরফে সনুকে পাকড়াও করা হয়েছে। জিশান ও পঙ্কজ কামারহাটির বাসিন্দা। সনু কলকাতার কাশীপুরের বাসিন্দা।

যদিও পঙ্কজ ইদানিং জগদ্দলে থাকতো। পুলিশ কমিশনার আরও জানান, ভিকি খুনের মূল পরিকল্পনা ছিল পঙ্কজের। হাওড়ার সলপে বসে খুনের ছক কষা হয়েছিল। দুটো বাইকে চেপে ওরা সলপ থেকে জগদ্দলে এসে খুন করে। ফের ওরা বাইক চেপেই সলপে গিয়ে আশ্রয় নিয়েছিল। খুনে ব্যবহৃত দুটি মোটর বাইক পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মোটর বাইকে চেপে তিনজনকে দেখা গিয়েছিল ঘটনাস্থলে আসতে । সেই বাইকের একদম পিছনে বসেছিল ইফতিকার আলম ওরফে সনু। বাকি দুজন সূর্য সাহা ও অরিন্দম ঘোষ।

সূর্য ও অরিন্দম খোঁজ চলছে। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার দাবি, গত ২২ জুলাই ভাটপাড়া মুকুল খুনে মূল অভিযুক্ত ছিল এই পঙ্কজ। ওই খুনে অভিযুক্ত ইমরান ও অরিন্দম ঘোষ। খুনের মোটিভ নিয়ে এখনও পরিষ্কার নন তদন্তকারীরা। এপ্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

৪ জানুয়ারী শুরু হচ্ছে মুকুটমনিপুর মেলা

বাঁকুড়াঃ নতুন বছরের শুরুতেই আগামী ৪ জানুয়ারী শুরু হচ্ছে ঐতিহ্যবাহি মুকুটমনিপুর মেলা। স্থানীয় পুলিশ ফাঁড়ির মাঠে এই মেলা চলবে আগামী ৬ জানুয়ারী পর্যন্ত।

প্রসঙ্গত, জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে 'বাঁকুড়ার রাণী' মুকুটমনিপুরে বছরভর পরিযায়ী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতের দিন গুলিতে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। এবার সেই পর্যটকদের কাছে আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে মুকুটমনিপুর মেলা, এমনটাই প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

খাতড়ার মহকুমাশাসক তথা মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের মেলায় বেশ কিছু চমকের পাশাপাশি আদিবাসী ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকছে আদিবাসী খাবারের বিশেষ স্টল। এছাড়াও ফ্লাওয়ার শো, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে 'স্টার' আদিবাসী শিল্পীদের অনুষ্ঠান থাকছে। একই সঙ্গে খাতড়া মহকুমা এলাকা ও জেলার হস্তশিল্পকে এই মেলার মাধ্যমে তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন।