*৪ ঘন্টা পার! কখন চলবে মেট্রো পরিষেবা? চিন্তায় যাত্রীরা*
দুপুরে ফের থমকে গেল শহরের মেট্রো রেল পরিষেবা। বরানগর ও নোয়াপাড়ার মাঝে থার্ড লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আর তার জেরে এদিন অর্থাত্ বৃহস্পতিবার দুপুরে ২টো ৫মিনিট থেকেই থমকেছে মেট্রো পরিষেবা।
কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। তৃতীয় লাইনে বিদ্যুত্ না আসায় ওই অংশে পরিষেবা হোঁচট খেয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহেও পর পর ৩ দিন ব্যস্ত সময়ে থমকে গিয়েছিল মেট্রোর পরিষেবা। এদিন আবারও তা হোঁচট খেল।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো ৫মিনিট নাগাদ বরানগর ও নোয়াপাড়ার মাঝে তৃতীয় লাইনে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। সেই সঙ্গে ওই অংশে তৃতীয় লাইনে বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। বিদ্যুত্ কম যাচ্ছিল লাইনে। যার জেরে ট্রেন চালানোই যাচ্ছিল না। শেষে খবর পেয়েই মেরামতির কাজে হাত দেয় মেট্রো কর্তৃপক্ষ। দুপুর ২টো ২৮ মিনিট থেকে থার্ড লাইনে বিদ্যুত্ পরিষেবা বন্ধ রেখে কাজ শুরু হয়। সেই কারণেই এখন কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। মেরামতির পরেই তা আবার চালু করা হবে। তবে ৪ ঘন্টা পার হলেও কখন চলবে মেট্রো তা এখনও অধরাই।
Dec 14 2023, 20:58