/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz রেললাইনের পাশের ডোবা থেকে উদ্ধার সদ্যজাতর মৃতদেহ West Bengal Bangla
রেললাইনের পাশের ডোবা থেকে উদ্ধার সদ্যজাতর মৃতদেহ

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার শ্রীনগর নগেন্দ্র স্মৃতি সংঘের পাশের ডোবা থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশুর দেহ। স্থানীয়রাই এদিন লক্ষ্য করেন পাশের ডোবাতে ভেসে উঠেছে একটি সদ্যাতন মৃতদেহ ।তড়িঘড়ি স্থানীয়রা হাবরা থানায় খবর দেন পুলিশ গিয়ে উদ্ধার করে ওই মৃত শিশুটিকে।

এদিন সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় রায় প্রথম দেখেন ওই ডোবার মধ্যে কি যেন একটি ভেসে রয়েছে পরে সকলে মিলে ভালোভাবে দেখলে দেখা যায় একটি শোধরাতর মৃতদেহ ভাসছে তড়িঘড়ি হাবরা থানায় খবর দেয়া হয়।

পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাবরা হাসপাতালে পাঠায়। যদিও কারারা এই বাচ্চাটিকে ফেলে গিয়েছে তা কেউই বলতে পারেনা স্থানীয়রা। তবে এই বাচ্চার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ভর সন্ধ্যায় নদিয়া তাহেরপুরে ব্যবসায়িক যুবক খুনের অভিযোগে এক মহিলা সহ মোট চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ

নদীয়া:সন্ধ্যা রাতে বাড়ীতে ঢুকে ব্যবসায়ীকে খুনের ঘটনার অবশেষে রহস্য উন্মোচন করলো তাহেরপুর থানার পুলিশ। খুনের ঘটনা ঘটার 6 দিন পর অবশেষে খুনের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত শুক্রবার রাতে তাহেরপুর থানার ভাদুরিতে সন্ধ্যা রাতে রাজা ভৌমিক নামের এক ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ টাকা বাজারে সুদে খাটাতো ওই ব্যক্তি। আর এর পরই তাহেরপুর পুলিশ এই সূত্র ধরে তদন্ত করে এক মহিলা ও তিন যুবকের সন্ধান পায়। আর এর পরই মঙ্গলবার বর্ধমান থেকে রাসমণি বিশ্বাস নামের এক মহিলা ও তাহেরপুর থেকে সৌরভ মজুমদার নামের এক যুবককে গ্রেফতার করে। পাশাপাশি বুধবার রাতে হৃদয় মন্ডল নামের এক জনকে মহারাষ্ট্র থেকে ও দেবব্রত বিশ্বাস ওরফে দেবু নামের এক যুবককে রাজস্থান থেকে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ।

বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত দেবব্রত বিশ্বাস ওরফে দেবু স্বীকার করে নিয়েছে রাজা ভৌমিক নামের ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে। আর তাকে সহযোগিতা করেছে বাকি ধৃতরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবু জানিয়েছে, মৃত রাজা ভৌমিক এর কাছ থেকে 5 লক্ষ টাকা সুদে ধার নিয়েছিল ওই যুবক। সেই টাকার সুদের জন্য চাপ দিচ্ছিল ওই ব্যবসায়ী। আর সেই কারণেই পরিকল্পনা করে ওই ব্যবসায়ীকে খুন করে অভিযুক্তরা।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে তাহেরপুর থানায় সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার SP কুমার সানি রাজ জানান ধৃতদের তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

*রেশন দুর্নীতি মামলায় ফের নজরে বাকিবুর*

বাকিবুরের সূত্র ধরেই এগোচ্ছে রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া। এবার হাতে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা। চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। বাকিবুরের ২ স্ত্রী ও শ্যালকের বয়ানই হাতিয়ার ইডির।

সেখানে বলা হয়েছে, ‘ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে ৪ কোটি টাকারও বেশি’।

ইডির দেওয়া তথ্য অনুযায়ী, যে ৪ কোটি টাকা ঢুকেছিল, সেটা ধান বিক্রির টাকা ছিল কিনা, তা জানতে চাওয়া হয় অনামিকা বিশ্বাসের কাছে। কিন্তু তার কোনও সদুত্তর মেলেনি। আবার অন্যদিকে, বাকিবুরের শ্যালকের দাবি, ‘তাঁর কোনও চাষের জমি নেই। যে অ্যাকাউন্টে টাকা ঢুকত, তা বাকিবুরের নিয়ন্ত্রণে ছিল’। আর এই সব তথ্য থেকেই ইডির সন্দেহ এই টাকা ধান বিক্রির টাকা ছিল না, এই টাকা ছিল সরকারি টাকা। আর এতো টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকল কেন, সেই সন্ধানই এবার চালাচ্ছে ইডি।  

*ধনকড়ের সঙ্গে তর্কে জড়িয়ে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন*


লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে। বৃহস্পতিবার ডেরেক রাজ্যসভায় বলেন,বুধবার লোকসভায় অধিবেশন চলাকালীন সময় ২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। তাঁরা অধিবেশন চলাকালীন সময় লোকসভার গ্যালালি থেকে ঝাঁপ মারে। শুধু তাই নয় তাঁরা সংসদের মধ্যে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক ও'ব্রায়েন। আর তাতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তাতে ডেরেককে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনকড়। 

তৃণমূল নেতাকে বহিষ্কার করে ধনখড় বলেন, "এটি একটি লজ্জাজনক ঘটনা। সতর্কবার্তা সত্ত্বেও ও'ব্রায়েন এবং অন্যান্য বিরোধী সাংসদরা বিক্ষোভ চালিয়ে যান রাজ্যসভায়। তাই তৃণমূল সাংসদকে বহিস্কার করা হয়েছে।“

পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান ১৩ই ডিসেম্বর লোকসভায় হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উচ্চকক্ষে উপস্থিত থাকার দাবি জানান। এদিন অধিবেশন শুরুর আগেই ধনখড় সাংসদদের পুনরায় আশ্বস্ত করেন যে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে । পুলিশের কাছে দায়ের হয়ে মামলাও। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে রাজ্যসভা থেকে বহিষ্কার করার পর মুলতবি ঘোষণা করলেন ধনকড়।

রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের বর্ধমান জিআরপির

বর্ধমানকাণ্ডে এবার নয়া মোড়। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বর্ধমান জিআরপি। ৩২৪-এ ধারায় গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের রেলের বিরুদ্ধে। জলের ট্যাঙ্ক ভেঙে গতকাল ৩ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়েছেন।

বুধবার বড়সড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে বর্ধমান স্টেশনে। দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে ভেঙে পড়েছে জলের ট্যাঙ্ক। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে প্লাস্টিকের শেডের ওপর ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। ট্যাঙ্কটি যখন ভেঙে পড়ে তখন প্লাটফর্মের শেডের নীচে বেশ কয়েকজন যাত্রী অপেক্ষায় ছিলেন। আচমকা ট্যাঙ্কটি ভেঙে পড়ায় হকচকিয়ে যান অনেক যাত্রী। কিছু বুঝে ওঠার আগে প্লাস্টিকের শেড ভেঙে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুরীর পরে দিঘার সমুদ্রেও ভেসে আসছে জেলিফিশ, যা পর্যটকদের বিপদ

এসবি নিউজ ব্যুরো: কিছু দিন আগে পুরীর সমুদ্রের ভেসে আসছিল জেলিফিশ। এবার দীঘায় সমুদ্রেও দেখা মিলল জেলিফিশের।তাই সমুদ্র সৈকতে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন। কারণ সম্প্রতি অতীতে দিঘা সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে এসেছে ইয়োলো বেলিড, নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ।

জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবনের পরিমাণ বেড়ে গেলে সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। জেলিফিশ কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। বর্তমানে সারাবিশ্বে বিজ্ঞানীরা প্রায় ২ হাজার প্রজাতির জেলিফিশ সনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। এছাড়াও পর পর ঘুর্নিঝড় এর জেরে সমুদ্র সৈকতে এধরনের জেলিফিশ ভেসে আসতে দেখা গিয়েছে পুরী সমুদ্রে। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে স্নানে নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই জেলিফিশের দেখা মিলল দীঘায়।সম্প্রতি দিঘা সমুদ্র সৈকতে একটি জেলিফিশ দেখতে পাওয়া যায়।ডাক্তার বাবুদের নিষেধ সমুদ্র সৈকতে জেলিফিশ দেখতে পেলে ছুঁয়েও দেখবেন না।

তাহলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক রোগ। কি রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে। যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিস হয়। মানুষের ত্বক লাল হয়ে যায়। ত্বক ফুলে যায় এবং চুলকুনি শুরু হয়। চর্মরোগ বিশেষজ্ঞের অভিমত কিছু কিছু ক্ষেত্রে এই চুলকুনি সারা জীবনের জন্য থেকে যায়। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে জেলিফিশের সংস্পর্শে তৈরি হওয়া স্কিন ডিজিস কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

সাধারণত জেলিফিশ নিরীহ দেখতে হলেও, জেলিফিশ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। জেলিফিশ ছুঁয়ে দেখলে আপনার জন্য মারাত্মক বিপদ হতে পারে।

ইটভাটার চিমনি ভেঙ্গে মৃত ৩ আহত ৫

উত্তর ২৪ পরগনার: বসিরহাটের ইটিন্ডা ঘাটের কৃষ্ণা ভাটার ঘটনা । গতকাল রাতে এই ভাটায় অগ্নি সংযোগ (ফায়ারিং)হয় , ফায়ারিং হওয়ার কিছুক্ষণ পরেই ইটভাটার ডাম্পারের ভেতরে বাস্ট হয় । আর তখনই ইটভাটার চিমনি ভেঙে পড়ে ।

আহত অবস্থায় ৬ জনকে বসিরহাট হাসপাতালে আনলে একজনকে মৃত বলে ঘোষণা করে । এবং জেসিপি দিয়ে চিমনি সরিয়ে দুই জনের মৃতদেহ উদ্ধার করে । এখনো ভাঙ্গা চিমনি সরিয়ে উদ্ধারের কাজ চলছে , এখনো কেউ চিমনির তলায় চাপা পড়ে আছে কিনা তার খোঁজ চলছে ।

এবং আহত পাঁচ জনের ভেতরে দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাকি ৩ জন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ।ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেড ।

হিমালয়ান অ্যাসোসিয়েশনের ৫৮ তম শৈলারোহণ প্রশিক্ষণ শিবির চলছে শুশুনিয়া পাহাড়ে

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ভারতের প্রথম অসামরিক ভারতীয় পর্বতারোহন সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন তাদের ৫৮ তম শৈলারোহণ প্রশিক্ষণ শিবির সূচনা করলো বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। ১১ তারিখ থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত। উল্লেক্ষ্য , গত ১১ই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ' ওয়ার্ল্ড মাউন্টেন ডে ' দিবসটিকেও যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় তাদের এই কর্মসূচিতে।

প্রকৃতির কোলে প্রায় ৫০ এর বেশী শিক্ষার্থীদের নিয়ে পাহাড়ের কোলে বসেছিল এই শিবির। সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হাজরা জানালেন, " যুব সম্প্রদায়ের মধ্যে জীব বৈচিত্রের সংরক্ষণ , পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে সঠিকভাবে মেলে ধরার শিক্ষা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। " আরোহণ , অবতরণ সহ পাহাড় চড়ার নানান কৌশল এই শিবিরে শিক্ষার্থীদের দেওয়া হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

*কোন রাস্তায় হবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৪ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ দুপুর ১২টা ৩০ নাগাদ কলেজ স্কোয়ার থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। যেখান ৩০০- ৩৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*১৫ডিগ্রীতে নামলো রাজ্যের তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। রাজ্য জুড়ে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ীই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ওদিকে বৃষ্টি হতে পারে উত্তরে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই বেশি শীত পড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ডিগ্রী সেলসিয়াস।