ভর সন্ধ্যায় নদিয়া তাহেরপুরে ব্যবসায়িক যুবক খুনের অভিযোগে এক মহিলা সহ মোট চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ
নদীয়া:সন্ধ্যা রাতে বাড়ীতে ঢুকে ব্যবসায়ীকে খুনের ঘটনার অবশেষে রহস্য উন্মোচন করলো তাহেরপুর থানার পুলিশ। খুনের ঘটনা ঘটার 6 দিন পর অবশেষে খুনের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত শুক্রবার রাতে তাহেরপুর থানার ভাদুরিতে সন্ধ্যা রাতে রাজা ভৌমিক নামের এক ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ টাকা বাজারে সুদে খাটাতো ওই ব্যক্তি। আর এর পরই তাহেরপুর পুলিশ এই সূত্র ধরে তদন্ত করে এক মহিলা ও তিন যুবকের সন্ধান পায়। আর এর পরই মঙ্গলবার বর্ধমান থেকে রাসমণি বিশ্বাস নামের এক মহিলা ও তাহেরপুর থেকে সৌরভ মজুমদার নামের এক যুবককে গ্রেফতার করে। পাশাপাশি বুধবার রাতে হৃদয় মন্ডল নামের এক জনকে মহারাষ্ট্র থেকে ও দেবব্রত বিশ্বাস ওরফে দেবু নামের এক যুবককে রাজস্থান থেকে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ।
বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত দেবব্রত বিশ্বাস ওরফে দেবু স্বীকার করে নিয়েছে রাজা ভৌমিক নামের ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে। আর তাকে সহযোগিতা করেছে বাকি ধৃতরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবু জানিয়েছে, মৃত রাজা ভৌমিক এর কাছ থেকে 5 লক্ষ টাকা সুদে ধার নিয়েছিল ওই যুবক। সেই টাকার সুদের জন্য চাপ দিচ্ছিল ওই ব্যবসায়ী। আর সেই কারণেই পরিকল্পনা করে ওই ব্যবসায়ীকে খুন করে অভিযুক্তরা।
বৃহস্পতিবার এই প্রসঙ্গে তাহেরপুর থানায় সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার SP কুমার সানি রাজ জানান ধৃতদের তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
Dec 14 2023, 16:52