/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের বর্ধমান জিআরপির West Bengal Bangla
রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের বর্ধমান জিআরপির

বর্ধমানকাণ্ডে এবার নয়া মোড়। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বর্ধমান জিআরপি। ৩২৪-এ ধারায় গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের রেলের বিরুদ্ধে। জলের ট্যাঙ্ক ভেঙে গতকাল ৩ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়েছেন।

বুধবার বড়সড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে বর্ধমান স্টেশনে। দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে ভেঙে পড়েছে জলের ট্যাঙ্ক। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে প্লাস্টিকের শেডের ওপর ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। ট্যাঙ্কটি যখন ভেঙে পড়ে তখন প্লাটফর্মের শেডের নীচে বেশ কয়েকজন যাত্রী অপেক্ষায় ছিলেন। আচমকা ট্যাঙ্কটি ভেঙে পড়ায় হকচকিয়ে যান অনেক যাত্রী। কিছু বুঝে ওঠার আগে প্লাস্টিকের শেড ভেঙে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুরীর পরে দিঘার সমুদ্রেও ভেসে আসছে জেলিফিশ, যা পর্যটকদের বিপদ

এসবি নিউজ ব্যুরো: কিছু দিন আগে পুরীর সমুদ্রের ভেসে আসছিল জেলিফিশ। এবার দীঘায় সমুদ্রেও দেখা মিলল জেলিফিশের।তাই সমুদ্র সৈকতে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন। কারণ সম্প্রতি অতীতে দিঘা সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে এসেছে ইয়োলো বেলিড, নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ।

জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবনের পরিমাণ বেড়ে গেলে সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। জেলিফিশ কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। বর্তমানে সারাবিশ্বে বিজ্ঞানীরা প্রায় ২ হাজার প্রজাতির জেলিফিশ সনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। এছাড়াও পর পর ঘুর্নিঝড় এর জেরে সমুদ্র সৈকতে এধরনের জেলিফিশ ভেসে আসতে দেখা গিয়েছে পুরী সমুদ্রে। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে স্নানে নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই জেলিফিশের দেখা মিলল দীঘায়।সম্প্রতি দিঘা সমুদ্র সৈকতে একটি জেলিফিশ দেখতে পাওয়া যায়।ডাক্তার বাবুদের নিষেধ সমুদ্র সৈকতে জেলিফিশ দেখতে পেলে ছুঁয়েও দেখবেন না।

তাহলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক রোগ। কি রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে। যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিস হয়। মানুষের ত্বক লাল হয়ে যায়। ত্বক ফুলে যায় এবং চুলকুনি শুরু হয়। চর্মরোগ বিশেষজ্ঞের অভিমত কিছু কিছু ক্ষেত্রে এই চুলকুনি সারা জীবনের জন্য থেকে যায়। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে জেলিফিশের সংস্পর্শে তৈরি হওয়া স্কিন ডিজিস কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

সাধারণত জেলিফিশ নিরীহ দেখতে হলেও, জেলিফিশ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। জেলিফিশ ছুঁয়ে দেখলে আপনার জন্য মারাত্মক বিপদ হতে পারে।

ইটভাটার চিমনি ভেঙ্গে মৃত ৩ আহত ৫

উত্তর ২৪ পরগনার: বসিরহাটের ইটিন্ডা ঘাটের কৃষ্ণা ভাটার ঘটনা । গতকাল রাতে এই ভাটায় অগ্নি সংযোগ (ফায়ারিং)হয় , ফায়ারিং হওয়ার কিছুক্ষণ পরেই ইটভাটার ডাম্পারের ভেতরে বাস্ট হয় । আর তখনই ইটভাটার চিমনি ভেঙে পড়ে ।

আহত অবস্থায় ৬ জনকে বসিরহাট হাসপাতালে আনলে একজনকে মৃত বলে ঘোষণা করে । এবং জেসিপি দিয়ে চিমনি সরিয়ে দুই জনের মৃতদেহ উদ্ধার করে । এখনো ভাঙ্গা চিমনি সরিয়ে উদ্ধারের কাজ চলছে , এখনো কেউ চিমনির তলায় চাপা পড়ে আছে কিনা তার খোঁজ চলছে ।

এবং আহত পাঁচ জনের ভেতরে দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাকি ৩ জন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ।ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেড ।

হিমালয়ান অ্যাসোসিয়েশনের ৫৮ তম শৈলারোহণ প্রশিক্ষণ শিবির চলছে শুশুনিয়া পাহাড়ে

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ভারতের প্রথম অসামরিক ভারতীয় পর্বতারোহন সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন তাদের ৫৮ তম শৈলারোহণ প্রশিক্ষণ শিবির সূচনা করলো বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। ১১ তারিখ থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত। উল্লেক্ষ্য , গত ১১ই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ' ওয়ার্ল্ড মাউন্টেন ডে ' দিবসটিকেও যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় তাদের এই কর্মসূচিতে।

প্রকৃতির কোলে প্রায় ৫০ এর বেশী শিক্ষার্থীদের নিয়ে পাহাড়ের কোলে বসেছিল এই শিবির। সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হাজরা জানালেন, " যুব সম্প্রদায়ের মধ্যে জীব বৈচিত্রের সংরক্ষণ , পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে সঠিকভাবে মেলে ধরার শিক্ষা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। " আরোহণ , অবতরণ সহ পাহাড় চড়ার নানান কৌশল এই শিবিরে শিক্ষার্থীদের দেওয়া হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

*কোন রাস্তায় হবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৪ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ দুপুর ১২টা ৩০ নাগাদ কলেজ স্কোয়ার থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। যেখান ৩০০- ৩৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*১৫ডিগ্রীতে নামলো রাজ্যের তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। রাজ্য জুড়ে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ীই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ওদিকে বৃষ্টি হতে পারে উত্তরে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই বেশি শীত পড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ই ডিসেম্বর (বৃহস্পতিবার)*




মেষ রাশিফল (Thursday, December 14, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে।পেশা পরিকল্পনা করা খেলাধূলোর মতই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।

প্রতিকার :- কোনো পবিত্র স্থলে গিয়ে সবুজ নারকোল দান করুন, এর ফলে পরিবারে শান্তি বজায় থাকবে।

বৃষভ রাশিফল (Thursday, December 14, 2023)

আপনার মেজাজ পরিবর্তন করতে কোন সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হোন- কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিই আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন। আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে

প্রতিকার :- বিবর্ণ এবং পুরনো কাপড়, খবরের কাগজ ইত্যাদি ঘর থেকে ফেলে দিন তাহলে ঘরে সুখ বিরাজ করবে।

মিথুন রাশিফল (Thursday, December 14, 2023)

আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালবাসে। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সেই জিনিস গুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই,সেটা আপনার জন্য ঠিক হবে না। এইরকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না। আজ, আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন। হ্যাঁ, আপনার স্ত্রী এদের মধ্যে একজন।

প্রতিকার :- রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন, এর ফলে আর্থিক উন্নতি হবে।

কর্কট রাশিফল (Thursday, December 14, 2023)

আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিছব্বি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিদের খাওয়ান, এর ফলে আপনার আর্থিক পরিস্থির উন্নতি হবে।

সিংহ রাশিফল (Thursday, December 14, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- আপনার প্রেম জীবন কে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে দরিদ্র ও অভাবী লোক জনদের কালো কাপড় দান করুন।

কন্যা রাশিফল (Thursday, December 14, 2023)

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আকাশ আরো উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে; কারণ আপনি প্রেমে পড়ে গেছেন! আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- ভবন শিব, ভৈরব ও হনুমানজির আরাধনা করলে আপনি সুখী পারিবারিক জীবন লাভ করবেন।

তুলা রাশিফল (Thursday, December 14, 2023)

সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। এটি সরাতে আপনার আত্ম-সম্মানকে উৎসাহিত করুন। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার পিতামাতার স্বাস্হ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। যদি আপনি নতুন কোন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন-তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন-কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে- আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অশ্বথ গাছে কেশরের তিলক লাগান ও সেই গাছে আলগা ভাবে হলুদ সুতো বেঁধে দিন।

বৃশ্চিক রাশিফল (Thursday, December 14, 2023)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতাসম্পন্ন লোকেদের ধৈর্য্য সঙ্গে সামলান। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও-আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরী। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- সফল কর্মজীবনের জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালুন।

ধনু রাশিফল (Thursday, December 14, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান/ উপহারও আজকে কোন জাদু করবে না। সফর করা আপনাকে নতুন বাণিজ্যিক সুযোগ এনে দেবে। আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন- আপনাদের মধ্যে কেউ কেউ দাবা-শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প-কবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না।

প্রতিকার :- দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।

মকর রাশিফল (Thursday, December 14, 2023)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

কুম্ভ রাশিফল (Thursday, December 14, 2023)

নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়াই আপনি আবার ব্যাস্ত হয়ে যেতে পারেন। আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন, এর ফলে ভালো স্বাস্থ্য বজায় থাকবে।

মীন রাশিফল (Thursday, December 14, 2023)

আজকের দিনটি একটি বিশেষ দিন যেহেতু ভালো স্বাস্হ্য আপনাকে লক্ষ্যণীয় কিছু করতে সক্ষম করবে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। যা আপনাকে সুখী করে তাই করুন, কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যহত করতে পারে।

প্রতিকার :- মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন এতে প্রেম জীবন সুন্দর হবে।

মাঠের ফসল নষ্ট, গোয়াল ঘর ভাঙচুর গরুসহ মানুষেরও ক্ষয়ক্ষতি ষাঁড়ের অত্যাচারে অতিষ্ঠ কৃষকরা, শরণাপন্ন হলেন পৌরসভার

নদীয়া:ষাঁড়ের অত্যাচারে অতিষ্ঠ শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগরচর, পুরাতন পাড়া রামনগর চর এলাকার কৃষকরা। প্রতিবছর এই সময়ে ষাঁড়ের উপদ্রব বাড়লেও এ বছর সহ্যের মাত্রা ছাড়িয়েছে চরম অত্যাচারের কারণে। রতন মাহাতো মদন মাহাতো সুকান্ত মাহাতো শচীন মাহাতো তেতুল মাহাতো যাদব মাহাতো এইরকমই শতাধিক কৃষকরা জানাচ্ছেন কারোর আঁখ, কারোর কলা বাগান , কিংবা রবিশস্য অথবা শীতকালীন আনাজ রাতের অন্ধকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বেগুন ধান এ ধরনের নানান ফসল একদিকে যেমন খেয়ে নষ্ট করছে অন্যদিকে জমির মধ্যে পাড়িয়ে মটর শুঁটি গাজর সরষে ধনেপাতা এ ধরনের ছোট ছোট চারা গাছ বিঘার পর বিঘা পা দিয়ে চটকে নষ্ট করছে। তারা জানান সম্প্রতি বৃষ্টির জন্য এমনিতেই ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক তার উপর সার এবং কীটনাশকের অগ্নি মূল্য। এমতাবস্থায় তারা বিভ্রান্ত। জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দপ্তর কোথাও মিলছে না কোনোসদুত্তর দেখতে দেখতে প্রায় এক মাস কেটে গেছে।

ষাঁড়ের অত্যাচারের কথা স্থানীয় কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধিকে নিয়মিত লাগাতার জানিয়েও মিলছে না কোন ফল। বনদপ্তরে ফোন করলে তারা জানাচ্ছেন জনপ্রতিনিধিরা জানাবেন তাহলেই নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন বনদপ্তর কিংবা শান্তিপুর থানায় জানাতে। আর এভাবেই বিভ্রান্তের মতন ছুটে বেড়াচ্ছেন তারা। বিশেষ করে রাত্রে ঘুম উড়েছে তাদের, সন্তান সম ফসল ঠেকাতে গিয়ে ষাঁড়ের আঘাতে গুরুতর জখম হয়েছেন এলাকার বেশ কয়েকজন কৃষক। যার মধ্যে কমল মাহাতো এখনো শয্যাশায়ী, এলাকার তাপস ঘোষ এবং কুচে ঘোষ, কাশি সাহা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিনের জন্য। এত কিছু হয়ে যাওয়ার পরেও বন্যপ্রাণীদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর তাদেরই ট্যাক্সের টাকায় গড়া সরকারি দপ্তরে শুধুমাত্র যোগাযোগ করিয়ে দেওয়ার হয়তো ফুরসত মিলছে না, এমনই অভিযোগ নিয়ে আজ শান্তিপুর পৌরসভা তারা লিখিত অভিযোগ জমা দিতে যান দলবদ্ধ ভাবে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহাজানান,

শান্তিপুর পৌরসভার সভাপতি মাননীয় শ্রী সুব্রত ঘোষের উদ্যোগে শান্তিপুর পৌরসভার সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে "এম ভি মোহনচূড়া" লঞ্চে গঙ্গাবক্ষে আজ শান্তিপুর থেকে নবদ্বীপ-মায়াপুর আনন্দ ভ্রমনের কারণে শান্তিপুরে নেই৷ তবে বিষয়টি নিয়ে মানুষের সমস্যার কথা স্বীকার করে নিয়ে পুরো প্রধান কে জানিয়েছেন বলেই ফোনে জানান আমাদের।

চেয়ারম্যান সুব্রত ঘোষ কে ফোনে পাওয়া যায়নি।

তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান, এর আগেও ১৬ নম্বর ওয়ার্ডে এরকমই এক সমস্যার সমাধান করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে তবে বিষয়টি সরাসরি পৌরসভার পরিকাঠামগত ব্যবস্থা না থাকার কারণে সাথে সাথে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তিনি বলেন আজ কৃষকদের লিখিত আবেদনে প্রথম জানলেন বিষয়টি তবে এ বিষয়ে মহকুমা এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।

তবে কৃষকরা আতঙ্কিত, একটি দিন কিংবা রাত তাদের কাছে অবশ্যম্ভাবী ক্ষতি। তাই শীঘ্র পরিত্রান পেতে তারা এখন পুরসভার মুখের দিকে তাকিয়ে।

নদিয়ার মাজদিয়াতে পালিত হচ্ছে লালন উৎসব

নদীয়া :মাজদিয়া ও পার্শ্ববর্তী গ্রামবাসীদের সম্মিলিত প্রয়াসে নদিয়ার মাজদিয়াতে পালিত হচ্ছে লালন উৎসব। এবার এই মেলা ২৮ তম বর্ষে পদার্পণ করল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই উৎসবে শামিল হওয়ার জন্য। প্রধানত লালন ফকিরের বিভিন্ন গানও লালনের বাণী ছড়িয়ে দেওয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য। বিভিন্ন টিভি অনুষ্ঠানের গায়ক গায়িকারা এই মেলায় এসে গান গাইবেন বলে জানালেন মেলার কর্মকর্তারা।

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ এর বিডিও সৌগত সাহা, এবং কৃষ্ণগঞ্জ এর পুলিশ আধিকারিক বাবিন মুখার্জি, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন তারা। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট নাগরিকবৃন্দরা।

এছাড়াও এই মেলায় বাউল গানের পাশাপাশি লালন গীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া এবং পালা গানের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই মেলায় মেতে উঠেছে আপামর জেলাবাসী। মেলায় বাউল গানের পাশাপাশি বসেছে একাধিক খাবারের দোকান। গ্রাম বাংলার এই সমস্ত খাবার সাধারণত পাওয়া যায় মেলার সময়ই। জিলিপি, পাপড় ভাজা, বাদাম ভাজা, নিমকি ইত্যাদি মুখরোচক খাবার খেতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা।

এছাড়াও বাচ্চাদের বিশেষ আকর্ষণের জন্য রয়েছে নাগরদোলার ব্যবস্থা। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আট থেকে ৮০ সকলেরই এই মেলায় এসে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিগত এক বছর আগে করোনা মহামারির জন্য জাঁকজমকপূর্ণভাবে মেলার আয়োজন করা হয়নি বলে জানা যায়। তবে গত বছর থেকে আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে মাজদিয়ার লালন উৎসব।

নবদ্বীপে হনুমানের ধাক্কায় মৃত্যু গৃহবধূর

নদিয়া:ক্ষিপ্ত হনুমানের ধাক্কায় বাড়ির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর প্রথম লেন এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম নীলিমা বসাক। বয়স আনুমানিক ৫২।

পরিবারের লোকেরাই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে প্রথমে থানায় এরপর ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। মৃত ওই গৃহবধূ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা হিসাবে কাজ করতেন।

এদিন সকালে স্নান সেরে কাপড় শুকাতে বাড়ির দোতলার ছাদে ওঠেন। সেই সময় ছাদের ওপরে বেশ কিছু হনুমান দাপাদাপি শুরু হয়। এরপরই একটি হনুমান ধাক্কা দিলে, ভারসাম্য হারিয়ে বাড়ির দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান। তার আর্তচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন।

এরপর তাকে দ্রুত উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি তীর্থভূমি নবদ্বীপ শহর জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত যে ভাবে হনুমানের তাণ্ডব চলে তাতে আতঙ্কিত শহরবাসী। বনদপ্তরের তরপে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।