আমিনপুর সিনিয়ার মাদ্রাসায় বিশেষ পর্যালোচনা ও কর্মশালা
উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উত্তর ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে আমিনপুর সিনিয়ার মাদ্রাসায় একটি বিশেষ পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষা বিষয়ক কর্মশালায় প্রায় ৪০০ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।আজকের এই কর্মশালায় বিশেষভাবে মাদ্রাসার পঠন পাঠন নিয়ে আলোচনা হয়।
বিশেষভাবে এখানে আলোচনা হয় মাদ্রাসাগুলিতে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের সাথে সাথে আরবি বিষয়ের সাজুজ্য রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা করার। কর্মশালার মূলত রাজ্য শিক্ষক ও শিক্ষিকাদের জন্য উন্নয়নমূলক কাজ এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন, হাড়োয়া বিধানসভার বিধায়ক তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী নুরুল ইসলাম,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মদক্ষ এ কে এম ফারহাদ, ছিলেন মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজুর রহমান।
আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্টার আব্দুস সালাম, বারাসাত ব্লক ২ এর তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মান্নান আলী ,বারাসাত ২নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ মানস ঘোষ স্থানীয় প্রধান। এছাড়াও জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক শিক্ষিকা, ও সহকারী শিক্ষক শিক্ষিকা।
Dec 13 2023, 19:04