দুয়ার সরকারের প্রচারে ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করা হল মালদহের চাঁচল ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে
এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ঘোষণা করে ছিলেন রাজ্যের ফের শুরু হবে দুয়ার সরকার ক্যাম্প। এবার অষ্টমবারের ক্যাম্পে ৩৬ টি জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন আপামর জনসাধারণ।নতুন প্রকল্প যোগ হয়েছে হর্টিকালচার প্রকল্প।
সারা রাজ্যে জুড়ে ১৫ ডিসেম্বরে শুরু হবে এই ক্যাম্প। মালদহের চাঁচলেও শুরু হবে এই ক্যাম্প।তার আগেই বুধবার একটি ভ্রাম্যমান ট্যাবলোর সূচনা করা হল চাঁচল ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে।সবুজ পতাকা উড়িয়ে সেটির সূচনা হয় ব্লক চত্বরে।উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু, চাঁচলের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া,ট্রাফিক ইউনিটের ইনচার্জ মাসিদুর রহমান,পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮টি মেইন ক্যাম্প করা হবে।এছাড়াও একাধিক সাব ক্যাম্প থেকে পরিসেবা পাবেন এলাকাবাসী। পরিসেবা প্রদানের জন্য অটো মোবাইল ভ্যানও চালানো হবে।
Dec 13 2023, 17:42