*কয়েক হাজার টাকা সহ চার ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পুলিশ, ধৃতদের তোলা হলো আদালতে*
সুতাহাটা: ছিনতাই হওয়া টাকা সহ চার ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো পুলিশ।তোলা হলো আদালতে।
ব্যাগে করে টাকা নিয়ে যাওয়ার সময় সুতাহাটা থানার কলাতলা এলাকায় চার যুবক হলদিয়ার দূর্গাচক থানার জয়নগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভূঁইয়ার পথ আটকায়। বাইক থেকে নামিয়ে তার কাছে থাকা ব্যাগ ছিন্তাই করে পালিয়ে যায় চার ছিনতাইবাজ। যাওয়ার সময় তাদের গাড়ির নম্বর দেখে ফেলে প্রসেনজিৎবাবু।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত চারজনকে গ্রেপ্তার করে। তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাদের পাঁচদিনের পুলিশি রিমান্ডে দেন। ধৃত চার ছিনতাইবাজ হলেন, সেখ সাখিল আনসারি খান,১৯ বছর বয়স, বাড়ি সুতাহাটা থানার ফতেপুর। তাহের আলি, ২৬ বছর বয়স, বাড়ি দূর্গাচক থানার পাথর বেড়িয়া এলাকায়। সেখ সামিরুল, ৩৫ বছর বয়স, বাড়ি দূর্গাচক থানার জয়নগর এলাকায়। আমজেদ আলি খান, ২৮ বছর বয়স, বাড়ি সুতাহাটা থানার ফতেপুর।
জানাগিয়েছে, প্রসেনজিৎবাবু শাখা ব্যাঙ্ক এর পরিষেবা প্রদান করেন। সেই পরিষেবার জন্য ব্যাগে করে ৭৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলো। যাওয়ার পথে আটকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
সুতাহাটা থানার এসআই বিভাস দোলাই জানান, আদালতের নির্দেশে আমরা চার অভিযুক্তকে নিজেদের হেফাজতে পাই। তাদের নিয়ে তদন্তে নেমে আমরা ৭৪ হাজার টাকা উদ্ধার করেছি।
সম্প্রতি কয়েক মাস আগে সুতাহাটা থানা এলাকার একটি সমবায় সমিতিতে দিনের বেলায় বন্দুক দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার পর আবার এইভাবে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চিন্তায় পড়েছে এলাকার মানুষ। এলাকায় দিনে দিনে এই ধরনের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার মানুষ।
Dec 11 2023, 17:32