যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল, ইউজিসি হলফনামা দিয়ে জানালো কলকাতা হাইকোর্টে
কলকাতা: ১৯৯৮সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্য্য ও লেকচারার পদে সুনন্দা গোয়েঙ্কা ও অচিন্ত কুন্ডুর নিয়োগ বেআইনি ছিল। ১৯৯৮ সালে ওই পদে বসার মতো তার কোনো যোগ্যতা ছিল না বলে ইউজিসি হলফনামা দিয়ে জানালো কলকাতা হাইকোর্টে। তাঁদের মতে সুনন্দাকেও যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়। এমনটি যোগ্যতা ছাড়াই তাঁদের নিয়োগকে স্থায়ীপদে রূপান্তর করা হয়।
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এজলাসে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেন দানিশ ফারুকি। ওই মামলায় হলফনামা দিয়ে এই বক্তব্য জানালো ইউজিসি। ওই কলেজের অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ নানা অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
ইউজিসির মতে, অধ্যক্ষ পদে নিয়োগের জন্যে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর, ডক্টরেট ডিগ্রী ও নূন্যতম ১৫ বছরের অভিজ্ঞতা এবং নেট উত্তীর্ণ হতে হয়। কিন্তু এই প্রার্থীরা সেই মাপকাঠি মেনে নিযুক্ত বা স্থায়ী হননি। শীতের ছুটির পরে এই মামলা ফের শুনানির সম্ভাবনা রয়েছে।
Dec 11 2023, 17:17