ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার কৃষি ও কৃষক
বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাম্প্রতিক বৃষ্টিতে মাথায় হাত বাঁকুড়ার কৃষিজীবি মানুষের। ধান চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে একটা বড় অংশের কৃষক। এই অবস্থায় কীভাবে সারা বছর সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না তাঁরা।
ইন্দাসের ঠাকুরাণী পূস্করিণী, সিমুলিয়া, গোবিন্দপুর, পাহাড়পুর এলাকায় গিয়ে দেখা গেল ধানের জমিতে জল থৈ থৈ অবস্থা। জলের মধ্যেই ভাসছে পাকা সোনালী ধান। তার মধ্যেই সব শেষ হয়ে যাওয়ার আগে ধানের শিষ কেটে কোন রকমে কিছু হলেও ঘরে তোলার চেষ্টায় ওই এলাকার মানুষ।
ক্ষতিগ্রস্ত কৃষক লক্ষীনারায়ণ দে, মহানন্দ নন্দীরা বলেন, এবার ধানের বেশ ভালো ফলন হয়েছিল। কিন্তু অকাল বৃষ্টিতে সব শেষ করে দিল। চার দিন হয়ে গেল, এখনো এই এলাকার প্রায় দু'শো বিঘা জমির ধান জলে ভাসছে। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব বলেই তাঁরা জানিয়েছেন।
Dec 11 2023, 14:51