কৃষকদের জন্য ১২০০ কোটি টাকার ঘোষণা মমতার
![]()
আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে মমতা সরকার, আজ বানারহাট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন যে, আগামীকাল চেকের মাধ্যমে ১২০০ কোটি টাকা কৃষকদের পাঠিয়ে দেওয়া হবে।
জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখান থেকে তিনি কৃষক, বন্ধ হয়ে যাওয়া চা শ্রমিকদের পাশে দাঁড়ান। চা বাগানের শ্রমিকদের পাট্টা বিলি হবে এখানেও। মমতা বলেন, 'রাজবংশীদের পড়াশোনার জন্য একাধিক স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। চতুর্থ মহানন্দা সেতু হয়েছে। দেবী চৌধুরানি মন্দির, জটিলেশ্বর, জল্পেস মন্দিরে অনুদান দেওয়া হয়েছে।' এদিন ১১০ কোটি ৫০ লক্ষের মূল্যের প্রকল্প উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী।















নন্দকুমার: বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তার আগেই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। সব আসনেই জয়লাভ বিজেপি।

Dec 11 2023, 14:36
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k