/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *লোলসভা নির্বাচনে আগে শুভেন্দুর জেলায় গেরুয়া ঝড়, সব আসনেই বিজেপির জয়* West Bengal Bangla
*লোলসভা নির্বাচনে আগে শুভেন্দুর জেলায় গেরুয়া ঝড়, সব আসনেই বিজেপির জয়*


নন্দকুমার: বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তার আগেই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। সব আসনেই জয়লাভ বিজেপি।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার ব্লকের কলাগেছিয়া জালপাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়। সমবায়ের মোট ভোটার ৬২৫ জন। মোট আসন ৯ টি। প্রার্থী তৃণমূল, বিজেপি ও সিপিএম মিলো মোট প্রার্থী ছিলো ২৭ জন। ৯ টি আসনেই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ের পর এদিন গেরুয়া আবির উড়িয়ে উল্লাস করতে দেখা যায়।

জয়ের পর সাওড়াবেড়িয়া জালপাই-২ গ্রাম পঞ্চায়ের বিজেপি সদস্য তথা সমবায়ের জয়ী প্রার্থী ভবেশচন্দ্র বর্মন জানান, সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে শাদকদল তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি ধরা পড়ছে তা দেখে সাধারণ মানুষ শাসলদল তৃণমূল থেকে মুখ সরিয়ে নিচ্ছে। যার ফল হিসাবে দিকে দিকে বিজেপির জয় হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই জয় দলের নেতা কর্মীদের উৎসাহ বাড়বে।

গতবছর তৃণমূল ও সিপিএম জোট করে দখল নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করায় মানুষ পরিবর্তন চাইছে তাই এই ফলাফল।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এই ফলাফলের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।।

*বেলা ১টা বাজলেই শুরু মিছিল! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১১ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ বেলা ১টা নাগাদ রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২-৩ হাজার জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*বঙ্গে জাঁকিয়ে পড়বে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার জাঁকিয়ে শীত পড়ার পথে আর কোনও বাঁধা নেই। পরিষ্কার আকাশে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা! আগামীকাল থেকে আরও বাড়তে পারে শীত।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৭ দিনে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে।অবাধে উত্তর-পশ্চিমের হাওয়া প্রবেশ করবে। ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১১ই ডিসেম্বর (সোমবার)*


মেষ রাশিফল (Monday, December 11, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব, আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল। কিন্তু আজ, সব অভিযোগ বিলীন হয়ে যাবে।

প্রতিকার :- মহিলাদের সাদা বস্ত্র দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

বৃষভ রাশিফল (Monday, December 11, 2023)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যায় করতে পারেন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোন কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন।

প্রতিকার :- প্রেমের জীবন সুখের ও আনন্দের বানাতে আপনার ওয়ালেট এ একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন। লক্ষ রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায়।

মিথুন রাশিফল (Monday, December 11, 2023)

আজ আপনার স্বাস্হ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই।আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে। তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে। এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরো কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। নিয়মিত আপনার অর্ধাঙ্গীনীকে অবাক করে দিন; নচেৎ সে/তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন।

প্রতিকার :- পরিষ্কার পরিছন্ন ও ধোয়া কাপড় জামা পড়লে আর্থিক সমৃদ্ধি হবে।

কর্কট রাশিফল (Monday, December 11, 2023)

আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন। আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ান, এর ফলে প্রেমের জীবনে উন্নতি হইবে।

সিংহ রাশিফল (Monday, December 11, 2023)

আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।

প্রতিকার :- গৃহে শান্তিপূর্ণ জীবন যাপন করতে আপনার মাকে সম্মান করুন ও ভালোবাসুন।

কন্যা রাশিফল (Monday, December 11, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যরা অত্যন্ত দাবীদার হবে। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রোঞ্জের প্রদীপ দান করুন।

তুলা রাশিফল (Monday, December 11, 2023)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এরফলে আপনার প্রেমিকা বেশি বির্পযস্ত হবে না। আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন। সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করতে হবে। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন, যা শেষপর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে লোহা বা স্টিল দিয়ে তৈরি জিনিস উপহার দিলে তা আপনার প্রেম জীবন কে সুদৃঢ় করে তুলবে।

বৃশ্চিক রাশিফল (Monday, December 11, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না, পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন।

ধনু রাশিফল (Monday, December 11, 2023)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। কেউ আপনার প্রশংসা করতে পারে। এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে। কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন।

প্রতিকার :- সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাঁদের কোন ভাবে আঘাত করবেন না।

মকর রাশিফল (Monday, December 11, 2023)

মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন, কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব। মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- কোনো গোশালায় নিজের ওজনের সমান ওজনের বার্লি দান করলে তা আপনার জন্য ভালো স্বাস্থ্যের প্রতীক হবে।

কুম্ভ রাশিফল (Monday, December 11, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন। আজ ভাষার আদানপ্রদানই আপনার শক্তি হবে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

প্রতিকার :- প্রেম জীবন মসৃণ করতে কন্যা এবং মহিলাদের আঘাত করবেন না এবং আপনার প্রেমিকাকে সম্মান করুন।

মীন রাশিফল (Monday, December 11, 2023)

আপনার স্বাস্হ্যের প্রতি যত্নশীল হোন। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাববিনিময় করুন অন্যথায় বিষয়টি আরো খারাপ হবে।

প্রতিকার :- ত্রিফলা বা তিন টি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমন্ত্রণের হলুদ চাল "অক্ষত" নিয়ে কল্যাণীতে শোভাযাত্রা

নদীয়া:এই মুহূর্তে দেশে সবচেয়ে চর্চিত এবং কাঙ্খিত বিষয় রাম মন্দির উদ্বোধন। আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা অযোধ্যায়। পরিষদ যাকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধনে অংশ নেবেন বলেই জানা গেছে। সেখানে যাতে দেশের সব প্রান্ত থেকে মানুষ অংশ নিতে পারেন সেই কারণে ৬ হাজারেরও বেশি আমন্ত্রণপত্র রাম মন্দিরের অনুকরণে বানানো প্রতিকৃতি পৌঁছানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।

সর্বসাধারণের আমন্ত্রণের জন্য বহু প্রাচীন সনাতনী রীতি এবং বর্তমান উত্তরপ্রদেশের নিয়ম অনুযায়ী হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত ভারতের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে আমন্ত্রণের প্রচার চালানো হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যেই অযোধ্যা থেকে তিন কলসি ভর্তি হলুদ চাল ‘অক্ষত’ চলে এসেছে বাংলায়। গত রবিবার অযোধ্যায় বিশেষ পুজোর পরে সব রাজ্যে এই চাল পাঠায় রামমন্দির নির্মাণকারী সংগঠন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’। বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক হিসাবে দেশে মোট ৪৫টি রাজ্য।

পশ্চিমবঙ্গে অবশ্য এই পরিমান অনেকটাই বেশি। তিনটি আলাদা রাজ্যের ভাগ রয়েছে। উত্তর, মধ্য এবং দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য হলুদ চালের কলস সরাসরি শিলিগুড়ি পৌঁছে গিয়েছে। বাকি দুই বঙ্গের জন্য দু’টি কলস জম্মুতাওয়াই এক্সপ্রেসে করে অযোধ্যা থেকে কলকাতায় এসেছে। আপাতত কলস দু’টি সংরক্ষিত রেখেছে পরিষদ। সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যেক ঘরে ঘরে প্রসাদ হিসেবে পৌছাবে এই চাল। রানাঘাট থেকে কল্যাণীতে এসে পৌঁছালো অযোধ্যা রাম মন্দিরের মহা প্রসাদ।

এদিন কল্যাণী মেন স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কল্যাণী সেন্ট্রাল পার্কে গিয়ে সমাপ্তি ঘটে শোভাযাত্রার।আয়োজকরা জানান রাম মন্দিরের প্রসাদ সকল মানুষের কাছে পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ।

ধর্ম শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মের প্রতিটি পুজোর অত্যাবশ্যকীয় সামগ্রী চাল বা অক্ষত।

পুজোয় অখণ্ড চালের ব্যবহারকে অত্যন্ত কার্যকরী মনে করা হয়। যে কোনও শুভ অনুষ্ঠানে চাল ব্যবহার করা হয়েই থাকে। অনেক সময় লাল, হলুদ, সবুজে রাঙানো চাল ব্যবহার করা হয়। এগুলির মধ্যে হলুদ রঙের সাহায্যে আর্থিক সমস্যা দূর করার নানান উপায়ের উল্লেখ পাওয়া যায়। দেব-দেবীদের আমন্ত্রণ জানানোর জন্য এই চাল মাঙ্গলিক। এমনকি গৃহে শুভ অনুষ্ঠানের জন্যও এই চাল দিয়েই আমন্ত্রণ জানানো হয়। এই চালকেই বলা হয় অক্ষত ।অযোধ্যায় ১০০ কুইন্টাল চাল এনে গত রবিবার হয় অক্ষত পূজা। সঙ্গে এক কুইন্টাল কাঁচা হলুদ ও এক কুইন্টাল দেশি ঘি দিয়ে ‘অক্ষত’ তৈরি হয় বলে পরিষদ জানিয়েছে। এর পরে তা পিতলের কলসে ভরে রামলালার সামনে রেখে পুজোও শেষ হয়েছে। শেষে তা দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশে রওনা দেয়। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা তাই পৌঁছে দিচ্ছে বিভিন্ন এলাকায়।

লক্ষ কন্ঠে গীতা পাঠ

নদীয়া:রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে আজ নদীয়ার শান্তিপুর 4 নম্বর ওয়ার্ডের ভেরি পাড়ায় স্বপন কুমার ভৌমিকির বাড়িতে গীতা পাঠকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আগামী ২৪শে ডিসেম্বর কলকাতা বিগ্রেড এর মাঠে সাংসদ শুভেন্দু অধিকারীর ডাকে লক্ষ কন্ঠে গীতা পাঠে অংশগ্রহণের প্রবেশপত্র দেওয়া হয় পঞ্চাশ জনকে।

এ ধরনের গীতা পাঠের আয়োজনে খুশি হাজার হাজার সনাতনী ধর্মপ্রাণ মানুষ জন। ধর্মপ্রাণ নদীয়ার মন্দিরনগরী শান্তিপুরে, হাজার হাজার গীতা পাঠক এই অনুষ্ঠানে অংশগ্রহণে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তবে তাদের মধ্যে গতবার মায়াপুরে যারা যেতে পারেননি অথবা বয়স জনিত কারণে এরপরে আর যাওয়া সম্ভব নয় তাদেরকেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে , বলেই জানান আরএসএস স্বয়ংবর সেবিকা রিনা ভৌমিক। 

তিনি আরো বলেন যেহেতু প্রধানমন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতৃত্বগণ উপস্থিত থাকবেন তাই নিরাপত্তার কারণে তাদের পাসপোর্ট ফটো সম্পূর্ণ ঠিকানা যোগাযোগ নাম্বার আধার কার্ড এবং সচিত্র পরিচয় পত্রের প্রত্যায়িত নকল জমা দিয়ে তবেই দেওয়া হচ্ছে প্রবেশপত্র। 

রমা সাহা নারায়ণ দত্তদের মতন দীর্ঘদিন ধরে গীতা পাঠ করা ধার্মিক সনাতনীরা জানাচ্ছেন এ তাদের চরম সৌভাগ্য। তবে এবার শান্তিপুর থেকে তুলনায় অনেক বেশি ভক্তরা দলবদ্ধভাবে পৌঁছাবেন কলকাতায়।

সাংসদ মহুয়া মৈত্রকে অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রজিতভাবে বহিষ্কার করা হয়েছে, আজ কৃষ্ণনগরে কর্মী সমর্থকদের নিয়ে পথে নামলেন জেলা পরিষদের সভাধ

নদীয়া:সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত এবং অনৈতিকভাবে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করা হয়েছে। মূলত সেই অভিযোগ তুলে এদিন পথে নামল তৃণমূল। নদীয়ার কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কৃষ্ণনগরের রাজপথ পরিক্রমা করলেন তারা। এদিনের প্রতিবাদ মিছিলে বিজেপির বিরুদ্ধে একাধিক স্লোগান ছিল তৃণমূলের। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন নদীয়া জেলার জেলা সভাধিপতি তারান্নুমা সুলতানা নুর শহর তৃণমূলের একাধিক নেতৃত্ব।

এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি তারান্নুমা সুলতানা নুর বলেন, এই অনৈতিকভাবে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করে তার কন্ঠরোধ করা যাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের সঙ্গে আছে। আমরা তার অনুগামী হয়ে গোটা জেলা তার সঙ্গে রয়েছি, আগামী দিনেও থাকবো।

৩৪ নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়কের ব্রিজের কাজ হয়ে গেলেও এখনো নদী সংস্কার করেনি কর্তৃপক্ষ, তারই প্রতিবাদে সিটিজেন ফোরামের বিক্ষোভ ন

নদীয়া:১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের চূর্ণী নদীর ওপরে ব্রিজ তৈরি করতে গিয়ে স্তম্ভ নির্মাণ মাটি ফেলে চূর্ণী নদীর প্রায় অর্ধেক বুঝিয়ে দেয়া হয় ব্রিজ চালু হলেও সরানো হয়নি মাটি ফলে ক্ষতির মুখে নদীর ভারসাম্য প্রতিবাদে রানাঘাটে বিক্ষোভ আন্দোলন রানাঘাট সিটি জেন ফর্মের উদ্যোগে চুনি নদীর কাছে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে রানাঘাট পরামানিক মোড়ে গানে কবিতায় প্রতিবাদ জানানো হয় ।

আন্দোলনকারীদের বক্তব্য এ বিষয়ে উদ্বতর ও কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিও কাজ হয়নি। সভায় উপস্থিত ছিলেন সিটিজেন ফ্রম এর সদস্য ছাড়াও রানাঘাটের পৌর পিতা কুশল দেব বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক বাউল লোকশিল্পী মনসুর ফকির সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এখন দেখার কবে সমস্যা সমাধান হয়।

নদীয়ার রানাঘাটে গৌরকুণ্ডু স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে স্মরণসভায় এলেন বিমান বসু, স্মারক বক্তৃতায় আলোচিত হলো মূল্যবোধ ও বর্তমান রাজনীতি প্রসঙ্গ

নদীয়া:রানাঘাটের ব্যাবস্থাপনায় আজ নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নদিয়া জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড গৌরকুন্ডু স্মারক বক্তৃতা অনুষ্টিত হয় গৌরকুন্ডু স্মৃতি রক্ষা কমিটি র উদ্যোগে।

এই উপলক্ষে মূল্যবোধ ও আজকের রাজনীতি বিষয়ক একটি স্মারক বক্তিতা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আহবায়ক ছিলেন কমরেড সুমিত দে। উপস্থিত ছিলেন কমরেড অলকেশ দাস, ঝর্না চট্টোপাধ্যায়,আলোক দাস, কমল ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। তারা প্রত্যেকেই আলোচনা করেন রাজ্য এবং দেশের পরিপ্রেক্ষিতে বিরোধী কণ্ঠস্বর রোধ, গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদানে বাধা, সরকার এবং দল মিলেমিশে একাকার, মিথ্যে মামলায় বিরোধীদের ফাঁসানো এ ধরনের নানা বিষয়। উঠে আসে আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রেও শান্তির বদলে দুদেশের মধ্যে যুদ্ধে পক্ষপাতিত্ব করার মতন মারাত্মক অভিযোগও।

তবে তারা দাবি করে বামপন্থীরাই মানুষের সার্বিক মতামত নিয়ে যে কোন সিদ্ধান্তে উপনীত হয়। গৌড় বাবু, সেই রকমই এক ব্যক্তিত্ব ছিলেন নদীয়ার বুকে। প্রসঙ্গত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রানাঘাটের ছয়বারের বিধায়ক গৌর কুণ্ডু। তিনি টানা তিনবার রানাঘাটের পুরপ্রধানও ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গৌরবাবু ১৯৬২ সালে ও ১৯৭৭ সাল থেকে টানা পাঁচবার রানাঘাটের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৮১ সাল থেকে টানা পনেরো বছর রানাঘাট পুরসভার পুরপ্রধান ছিলেন। ১৯৪২ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন। রেল শ্রমিক আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, বিড়ি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতন মানুষের ভীষণ প্রয়োজন বলেই মনে করেন আজকের স্মরণ সভায় অংশগ্রহণ করা তার গুণমুগ্ধরা।

রাজ্য সরকারী সংগ্রামী যৌথ মঞ্চের সাংবাদিক বৈঠক

কলকাতা: কলকাতার শহীদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ৩১৮ তম দিন অবস্থানের দিন। ৩১৮ দিনে এসে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করতে এবার আরো বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। প্রথম কর্মসূচি-ডিসেম্বর মাসের আগামী ১৯, ২০,২১,২২ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের কথা ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের।

ইতিমধ্যে এই বিষয়ে আবেদন করা হয়েছে। হাওড়া পুলিশ পারমিশন দিচ্ছে না। তাই পারমিশন নেওয়ার জন্য হাইকোর্টে যাবেন সংগ্রামী যৌথ মঞ্চ। দ্বিতীয় কর্মসূচি- জানুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহা মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। তিন দিক থেকে অর্থাৎ শিয়ালদহ, হাওড়া, হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে।

এরপর মিছিল আসবে কলকাতার শহীদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে। মিছিল আসার পর শুরু হবে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি।তৃতীয় কর্মসূচি-জানুয়ারির শেষ সপ্তাহে সরকারি সমস্ত প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের।কমপক্ষে ৩ দিন অন্তর এই ধর্মঘটের ডাক।