লক্ষ কন্ঠে গীতা পাঠ
নদীয়া:রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে আজ নদীয়ার শান্তিপুর 4 নম্বর ওয়ার্ডের ভেরি পাড়ায় স্বপন কুমার ভৌমিকির বাড়িতে গীতা পাঠকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আগামী ২৪শে ডিসেম্বর কলকাতা বিগ্রেড এর মাঠে সাংসদ শুভেন্দু অধিকারীর ডাকে লক্ষ কন্ঠে গীতা পাঠে অংশগ্রহণের প্রবেশপত্র দেওয়া হয় পঞ্চাশ জনকে।
এ ধরনের গীতা পাঠের আয়োজনে খুশি হাজার হাজার সনাতনী ধর্মপ্রাণ মানুষ জন। ধর্মপ্রাণ নদীয়ার মন্দিরনগরী শান্তিপুরে, হাজার হাজার গীতা পাঠক এই অনুষ্ঠানে অংশগ্রহণে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তবে তাদের মধ্যে গতবার মায়াপুরে যারা যেতে পারেননি অথবা বয়স জনিত কারণে এরপরে আর যাওয়া সম্ভব নয় তাদেরকেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে , বলেই জানান আরএসএস স্বয়ংবর সেবিকা রিনা ভৌমিক।
তিনি আরো বলেন যেহেতু প্রধানমন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতৃত্বগণ উপস্থিত থাকবেন তাই নিরাপত্তার কারণে তাদের পাসপোর্ট ফটো সম্পূর্ণ ঠিকানা যোগাযোগ নাম্বার আধার কার্ড এবং সচিত্র পরিচয় পত্রের প্রত্যায়িত নকল জমা দিয়ে তবেই দেওয়া হচ্ছে প্রবেশপত্র।
রমা সাহা নারায়ণ দত্তদের মতন দীর্ঘদিন ধরে গীতা পাঠ করা ধার্মিক সনাতনীরা জানাচ্ছেন এ তাদের চরম সৌভাগ্য। তবে এবার শান্তিপুর থেকে তুলনায় অনেক বেশি ভক্তরা দলবদ্ধভাবে পৌঁছাবেন কলকাতায়।
Dec 10 2023, 18:53