নদীয়ার রানাঘাটে গৌরকুণ্ডু স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে স্মরণসভায় এলেন বিমান বসু, স্মারক বক্তৃতায় আলোচিত হলো মূল্যবোধ ও বর্তমান রাজনীতি প্রসঙ্গ
নদীয়া:রানাঘাটের ব্যাবস্থাপনায় আজ নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নদিয়া জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড গৌরকুন্ডু স্মারক বক্তৃতা অনুষ্টিত হয় গৌরকুন্ডু স্মৃতি রক্ষা কমিটি র উদ্যোগে।
এই উপলক্ষে মূল্যবোধ ও আজকের রাজনীতি বিষয়ক একটি স্মারক বক্তিতা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আহবায়ক ছিলেন কমরেড সুমিত দে। উপস্থিত ছিলেন কমরেড অলকেশ দাস, ঝর্না চট্টোপাধ্যায়,আলোক দাস, কমল ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। তারা প্রত্যেকেই আলোচনা করেন রাজ্য এবং দেশের পরিপ্রেক্ষিতে বিরোধী কণ্ঠস্বর রোধ, গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদানে বাধা, সরকার এবং দল মিলেমিশে একাকার, মিথ্যে মামলায় বিরোধীদের ফাঁসানো এ ধরনের নানা বিষয়। উঠে আসে আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রেও শান্তির বদলে দুদেশের মধ্যে যুদ্ধে পক্ষপাতিত্ব করার মতন মারাত্মক অভিযোগও।
তবে তারা দাবি করে বামপন্থীরাই মানুষের সার্বিক মতামত নিয়ে যে কোন সিদ্ধান্তে উপনীত হয়। গৌড় বাবু, সেই রকমই এক ব্যক্তিত্ব ছিলেন নদীয়ার বুকে। প্রসঙ্গত
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন রানাঘাটের ছয়বারের বিধায়ক গৌর কুণ্ডু। তিনি টানা তিনবার রানাঘাটের পুরপ্রধানও ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গৌরবাবু ১৯৬২ সালে ও ১৯৭৭ সাল থেকে টানা পাঁচবার রানাঘাটের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে ১৯৮১ সাল থেকে টানা পনেরো বছর রানাঘাট পুরসভার পুরপ্রধান ছিলেন। ১৯৪২ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন। রেল শ্রমিক আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, বিড়ি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতন মানুষের ভীষণ প্রয়োজন বলেই মনে করেন আজকের স্মরণ সভায় অংশগ্রহণ করা তার গুণমুগ্ধরা।
Dec 10 2023, 18:45