রাজ্য সরকারী সংগ্রামী যৌথ মঞ্চের সাংবাদিক বৈঠক
কলকাতা: কলকাতার শহীদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ৩১৮ তম দিন অবস্থানের দিন। ৩১৮ দিনে এসে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করতে এবার আরো বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। প্রথম কর্মসূচি-ডিসেম্বর মাসের আগামী ১৯, ২০,২১,২২ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের কথা ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের।
ইতিমধ্যে এই বিষয়ে আবেদন করা হয়েছে। হাওড়া পুলিশ পারমিশন দিচ্ছে না। তাই পারমিশন নেওয়ার জন্য হাইকোর্টে যাবেন সংগ্রামী যৌথ মঞ্চ। দ্বিতীয় কর্মসূচি- জানুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহা মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। তিন দিক থেকে অর্থাৎ শিয়ালদহ, হাওড়া, হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে।
এরপর মিছিল আসবে কলকাতার শহীদ মিনারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে। মিছিল আসার পর শুরু হবে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি।তৃতীয় কর্মসূচি-জানুয়ারির শেষ সপ্তাহে সরকারি সমস্ত প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের।কমপক্ষে ৩ দিন অন্তর এই ধর্মঘটের ডাক।
Dec 10 2023, 17:25