পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিষ খেয়ে আত্মঘাতী আলু চাষী
এসবি নিউজ ব্যুরো: ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু শীতের শুরুতে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা করলেন ওই আলু চাষীর দাবি মৃতের স্ত্রীয়ের। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় মৃতের ময়নাতদন্ত। ঋণ নিয়ে প্রায় চার বিঘা পোখরাজ ও অন্যান্য আলু চাষ করেছিলেন চন্দ্রকোনা লাহিরগঞ্জ এলাকার বাপি ঘোষ নামে এক কৃষক। তবে অকাল বৃষ্টিতে আলুর জমি পুরো ডুবে যায়। প্রচুর টাকা ঋণ নিয়ে চাষ করার পর ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মানসিক অবসাদে গিয়েছিলেন ওই কৃষক।
এর জেরেই শুক্রবার গভীর রাতে বিষ খান ওই চাষী। এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। রবিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় মৃতের।
Dec 10 2023, 17:22