বানারহাটে সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী
![]()
এসবি নিউজ ব্যুরো: আলিপুরদুয়ার থেকে প্রশাসনিক সভা সেরে মুখ্যমন্ত্রী বানারহাট উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন। হেলিপ্যাড থেকে নামার পরেই মুখ্যমন্ত্রী বানারহাটে ১ নম্বর আদর্শ পল্লী হয়ে হেটে বানারহাটের সেচ দপ্তরের বাংলোতে পৌঁছান।
মুখ্যমন্ত্রী রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের হাতে যেমন শাড়ি চাদর তুলে দেন ।পাশাপাশি শিশুদের হাতে চকলেট, বিস্কুট, খেলনা তুলে দেন। সেই সাথে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দেন।



Dec 10 2023, 16:58
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.2k