*কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক*
![]()
এসবি নিউজ ব্যুরো: গতকাল সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক।মৈপিঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় গতকাল সকালে বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় চাঞ্চল্য শুরু হয়।ঘটনাস্থলে পৌছায় মৈপিঠের-কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
গ্রামের আসে পাশের জঙ্গলের মধ্যে বাঘ আছে কী না তা দেখার জন্য আকাশ পথে ড্রোন ক্যামেরা ওড়ানো হয়েছে,যার সাহায্যে জঙ্গলের মধ্যে ভেতরের ছবি তুলে ধরতে পেরেছে বনদপ্তরে কর্মীরা।
গতকাল গ্রামের যে অংশ ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সেখানে আজ সকালে আবার নতুন করে বাঘের পায়ের ছাপ ও নখের আঁচর দেখা যায়। তা দেখে আবারও আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। আজ সকালে গ্রামের বাকি অংশটাও ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয় বনদপ্তর এর পক্ষ থেকে। লোকালয় থেকে বাঘ গভীর জঙ্গলে ফেরাতে ফাটানো হচ্ছে শব্দবাজি। শব্দবাজি ফাটাতে ফাটাতে বন কর্মীরা জঙ্গলে এগিয়ে যাচ্ছে।


Dec 10 2023, 16:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.2k