ইস্টার্ন জোনাল কাউন্সেলিং এর বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পাটনার গেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
কলকাতা: ইস্টার্ন জোনাল কাউন্সেলিং এর বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পাটনার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন "এই বৈঠকে রাজ্যের কোন প্রাপ্তি থাকবে কিনা প্রসঙ্গে বলেন, ইস্টার্ন জোনাল কাউন্সিলিং এর মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সকলের সঙ্গে একটা কোঅর্ডিনেসন করে যার যেটা সুবিধা অসুবিধা সেগুলো বলা হয় আলোচনা করা হয়।
সুতরাং এখানে আমাদের যা যা করার সেটা সেচ থেকে শুরু করে স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেগুলোতে আলোচ্য বিষয় যেগুলো আছে সেটা সবাই মিলে বসে যে অসুবিধা গুলো আছে সেগুলোর একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার উদ্দেশ্যে এই মিটিং।
বিএসপি সাংসদকে দল থেকে বহিষ্কার করা প্রসঙ্গে বলেন, "এটা আমি জানি না। কারণ ওই দলের নেত্রী যিনি কি কারণে সাসপেন্ড করেছেন জানি না। এটা ওদের দলের ব্যাপার। আমি দেখেছি যে সাংসদ নিজেই তার উত্তর দিয়েছে।"
Dec 10 2023, 14:47